নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কা ও পাকিস্তানে ‘হাইব্রিড’ মডেলে হতে যাওয়া এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই আতহার আলী খান। টুর্নামেন্টের সম্প্রচারে দায়িত্ব থাকা স্টার স্পোর্টস আজ ১৪ জনের যে ইংরেজি ধারাভাষ্যকরের তালিকা প্রকাশ করেছে, সেখানে নেই আতহারের নাম। তবে বাংলাদেশ থেকে যাচ্ছেন আরেক ধারাভাষ্যকর শামীম আশরাফ চৌধুরী।
গত দুই যুগে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ভয়েস অব বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আতহারের এশিয়া কাপে ধারাভাষ্যকর হিসেবে অনুপস্থিত থাকার এমন অভিজ্ঞতা হয়েছে সর্বশেষ ২০১০ সালে। এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে না থাকার বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকাকে আতহার বললেন, ‘না, এবার আমি নেই (ধারাভাষ্যে)। এটা আসলে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত।’
আতহারের ঠিক বিপরীত খবর শামীমের। অনেক দিন পর তিনি যাচ্ছেন বিদেশে এশিয়া কাপের ধারাভাষ্য দিতে। শামীম বললেন, ‘১৯৮৮ সালে রেডিওতে এশিয়া কাপের ধারাভাষ্যকর হিসেবে আমার শুরু। বিদেশের মাঠে সর্বশেষ ২০১০ এশিয়া কাপ করেছি। আর এবার করছি। এটা বিদেশের মাঠে আমার তৃতীয় এশিয়া কাপ। ১৫ দিন আগে ওরা আমাকে নিশ্চিত করেছে।’
আপাতত পাঁচটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা শামীমের। বাংলাদেশের গ্রুপ পর্বের দুটি ম্যাচ তো আছেই। বাংলাদেশ সুপার ফোরে উঠলে ফাইনালেও তাঁকে দেখা যেতে পারে। শামীম কদিন আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছিলেন। এশিয়া কাপে ধারাভাষ্য দিতে তিনি শ্রীলঙ্কায় যাবেন আগামী ৩০ আগস্ট।
এশিয়া কাপের ধারাভাষ্যকর প্যানেল
রবি শাস্ত্রী (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), গৌতম গম্ভীর (ভারত), ওয়াকার ইউনিস (পাকিস্তান), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), আমির সোহেল (পাকিস্তান), দীপ দাসগুপ্ত (ভারত), ডোমিনিক কর্ক (ইংল্যান্ড), বাজিদ খান (পাকিস্তান), সঞ্জয় মাঞ্জেরেকার (ভারত), শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ), রোশন অভয়সিঙ্গে (শ্রীলঙ্কা)।
শ্রীলঙ্কা ও পাকিস্তানে ‘হাইব্রিড’ মডেলে হতে যাওয়া এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে নেই আতহার আলী খান। টুর্নামেন্টের সম্প্রচারে দায়িত্ব থাকা স্টার স্পোর্টস আজ ১৪ জনের যে ইংরেজি ধারাভাষ্যকরের তালিকা প্রকাশ করেছে, সেখানে নেই আতহারের নাম। তবে বাংলাদেশ থেকে যাচ্ছেন আরেক ধারাভাষ্যকর শামীম আশরাফ চৌধুরী।
গত দুই যুগে আন্তর্জাতিক ক্রিকেটে ‘ভয়েস অব বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আতহারের এশিয়া কাপে ধারাভাষ্যকর হিসেবে অনুপস্থিত থাকার এমন অভিজ্ঞতা হয়েছে সর্বশেষ ২০১০ সালে। এবার এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে না থাকার বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকাকে আতহার বললেন, ‘না, এবার আমি নেই (ধারাভাষ্যে)। এটা আসলে সম্প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত।’
আতহারের ঠিক বিপরীত খবর শামীমের। অনেক দিন পর তিনি যাচ্ছেন বিদেশে এশিয়া কাপের ধারাভাষ্য দিতে। শামীম বললেন, ‘১৯৮৮ সালে রেডিওতে এশিয়া কাপের ধারাভাষ্যকর হিসেবে আমার শুরু। বিদেশের মাঠে সর্বশেষ ২০১০ এশিয়া কাপ করেছি। আর এবার করছি। এটা বিদেশের মাঠে আমার তৃতীয় এশিয়া কাপ। ১৫ দিন আগে ওরা আমাকে নিশ্চিত করেছে।’
আপাতত পাঁচটি ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা শামীমের। বাংলাদেশের গ্রুপ পর্বের দুটি ম্যাচ তো আছেই। বাংলাদেশ সুপার ফোরে উঠলে ফাইনালেও তাঁকে দেখা যেতে পারে। শামীম কদিন আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপেও ধারাভাষ্য দিয়েছিলেন। এশিয়া কাপে ধারাভাষ্য দিতে তিনি শ্রীলঙ্কায় যাবেন আগামী ৩০ আগস্ট।
এশিয়া কাপের ধারাভাষ্যকর প্যানেল
রবি শাস্ত্রী (ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), গৌতম গম্ভীর (ভারত), ওয়াকার ইউনিস (পাকিস্তান), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা), ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া), আমির সোহেল (পাকিস্তান), দীপ দাসগুপ্ত (ভারত), ডোমিনিক কর্ক (ইংল্যান্ড), বাজিদ খান (পাকিস্তান), সঞ্জয় মাঞ্জেরেকার (ভারত), শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ), রোশন অভয়সিঙ্গে (শ্রীলঙ্কা)।
ভারতের জার্সি এখনো গায়ে পরতে পারেননি উর্বিল প্যাটেল। তাঁরই আগে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন উর্বিল।
১৯ মিনিট আগেবুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেহারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ ছেলেখেলা করেছে আয়ারল্যান্ডকে নিয়ে। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
৩ ঘণ্টা আগে