ফাইনালে রফিক-বাশারদের প্রতিপক্ষ পিটারসেন-রোডসরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ১২
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ২২

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ডস লিগের ফাইনালে উঠেছে ওয়ার্ল্ড জায়ান্টস ও এশিয়া লায়ন্স। লায়ন্সের হয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন মোহাম্মদ রফিক ও হাবিবুল বাশার। আগামীকাল ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ফাইনালে রফিক-বাশারদের প্রতিপক্ষ জন্টি রোডস, কেভিন পিটারসেনদের ওয়ার্ল্ড জায়ান্টস। 

৩ দলের এই টুর্নামেন্টে সেরা দুই দল উঠেছে ফাইনালে। লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এশিয়ার বাইরের ক্রিকেটারদের নিয়ে গড়া ওয়ার্ল্ড জায়ান্টস। চার ম্যাচ খেলে তিনটিতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে তারা। অন্যদিকে চার ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে ফাইনালের টিকিট কেটেছে রফিক-বাশারের এশিয়া লায়ন্স।   

ভারতের ক্রিকেটারদের নিয়ে গড়া ভারত মহারাজাস টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ওয়ার্ল্ড জায়ান্টসের কাছে ৫ রানে হেরে ছিটকে গেছে তারা। আগে ব্যাটিংয়ে নেমে হার্শেল গিবসের ৪৬ বলে ৮৯ আর ফিল মাস্টার্ডের ৩৩ বলে ৫৭ রানের সুবাদে ২২৮ রানের বড় সংগ্রহ পায় ওয়ার্ল্ড জায়ান্টস। জবাবে ব্যাটিংয়ে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও ভারত মহারাজাস থামে ২২৩ রানে। ভারতীয়দের পক্ষে নামান ওঝা ৫১ বলে ৯৫ রান করেন ও ইরফান পাঠান করেন ২১ বলে ৫৬।  

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত