ক্রীড়া ডেস্ক
হঠাৎ করেই গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। অথচ ১৬ বছরের ক্যারিয়ার আরও দীর্ঘ হতে পারত বাঁ-হাতি ব্যাটারের। সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীনতায় থাকলেও বয়স আর তাঁর ব্যাটিং দক্ষতা তেমনি আভাস দেয়।
কিন্তু আচমকা আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। তাঁর এমন বিদায়ে বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা হতবাক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রানের মালিককে নিয়ে নিজেদের অনুভূতিও জানিয়েছেন তাঁরা।
তামিমকে নিয়ে কথা বলা শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি। বিদেশি ক্রিকেটাররাও কথা বলেছেন। তবে তাঁর হঠাৎ খেলা ছাড়া নিয়ে নয়, ভবিষ্যতের জন্য অভিনন্দন নিয়ে। গতকাল বাংলাদেশি কিংবদন্তিকে অভিনন্দন জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ক্রিকেটের তীর্থভূমির মতোই অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও দিমুথ করুণারত্নে।
ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই মালিঙ্গার বোলিংয়ে অস্বস্তিতে ছিলেন তামিম। তাঁর কাছ থেকেই এবার অভিনন্দন পেয়েছেন সাবেক পেসার। বাঁ-হাতি ব্যাটারকে শুধু অভিনন্দনই জানাননি, ‘কিংবদন্তি’ বলেও সম্বোধন করেছেন ‘ইয়র্কার মাস্টার’। সামাজিক মাধ্যমে শ্রীলঙ্কান কিংবদন্তি লিখেছেন, ‘শুভ বিদায় তামিম। বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। সব মিলিয়ে দেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটার এবং মাঠ ও মাঠের বাইরের ভদ্রলোক। বাংলাদেশ এবং বিশ্ব ক্রিকেটে অবদান রাখার জন্য নিজেকে গর্বিত মনে করতে পার।’
অন্যদিকে তামিম ইকবালের সঙ্গে ট্রফির একটি ছবি দিয়ে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করুণারত্নে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। দীর্ঘ সময় টাইগারদের হয়ে খেলেছে এবং দর্শকদের যথেষ্ট বিনোদন দিয়েছে। দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা তামিম ইকবাল।’
হঠাৎ করেই গতকাল অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। অথচ ১৬ বছরের ক্যারিয়ার আরও দীর্ঘ হতে পারত বাঁ-হাতি ব্যাটারের। সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দহীনতায় থাকলেও বয়স আর তাঁর ব্যাটিং দক্ষতা তেমনি আভাস দেয়।
কিন্তু আচমকা আফগানিস্তান সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম। তাঁর এমন বিদায়ে বাংলাদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা হতবাক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রানের মালিককে নিয়ে নিজেদের অনুভূতিও জানিয়েছেন তাঁরা।
তামিমকে নিয়ে কথা বলা শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি। বিদেশি ক্রিকেটাররাও কথা বলেছেন। তবে তাঁর হঠাৎ খেলা ছাড়া নিয়ে নয়, ভবিষ্যতের জন্য অভিনন্দন নিয়ে। গতকাল বাংলাদেশি কিংবদন্তিকে অভিনন্দন জানিয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। ক্রিকেটের তীর্থভূমির মতোই অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ও দিমুথ করুণারত্নে।
ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই মালিঙ্গার বোলিংয়ে অস্বস্তিতে ছিলেন তামিম। তাঁর কাছ থেকেই এবার অভিনন্দন পেয়েছেন সাবেক পেসার। বাঁ-হাতি ব্যাটারকে শুধু অভিনন্দনই জানাননি, ‘কিংবদন্তি’ বলেও সম্বোধন করেছেন ‘ইয়র্কার মাস্টার’। সামাজিক মাধ্যমে শ্রীলঙ্কান কিংবদন্তি লিখেছেন, ‘শুভ বিদায় তামিম। বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। সব মিলিয়ে দেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটার এবং মাঠ ও মাঠের বাইরের ভদ্রলোক। বাংলাদেশ এবং বিশ্ব ক্রিকেটে অবদান রাখার জন্য নিজেকে গর্বিত মনে করতে পার।’
অন্যদিকে তামিম ইকবালের সঙ্গে ট্রফির একটি ছবি দিয়ে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক করুণারত্নে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। দীর্ঘ সময় টাইগারদের হয়ে খেলেছে এবং দর্শকদের যথেষ্ট বিনোদন দিয়েছে। দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা তামিম ইকবাল।’
৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
১ ঘণ্টা আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
৩ ঘণ্টা আগে