ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ গতকাল খেলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুটো ম্যাচেরই ভেন্যু ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়াম। তাতে শেষ হয়েছে বাংলাদেশের ধর্মশালা পর্ব।
ধর্মশালা শেষে বাংলাদেশ দলের এখন পরবর্তী গন্তব্য চেন্নাই। যেখানে চেন্নাইয়ের চিদম্বরমে পরশু বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গুগল ম্যাপসে দেখা যাচ্ছে, ধর্মশালা থেকে চেন্নাইয়ের দূরত্ব ২৬৬১ কিলোমিটার। এরই মধ্যে বাংলাদেশ দল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিমানে বসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দাবা খেলছেন। মনোযোগ দিয়েই দাবার বোর্ডে একের পর এক চাল দিচ্ছেন সাকিব-মিরাজ। বাংলাদেশের দুই স্পিন বোলিং অলরাউন্ডার হয়তো দাবার বোর্ডেই নিউজিল্যান্ডকে হারানোর পরিকল্পনা কষছেন। যেখানে নিউজিল্যান্ড ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই দুর্দান্ত খেলছে। সাকিব-মিরাজের দাবা খেলার ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘বিমানে চেন্নাই যাওয়ার পথে অধিনায়কের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী হাসান মিরাজ।’
বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতেই জিতে চার পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। + ১.৯৫৮ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। যেখানে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। এরপর নেদারল্যান্ডসকেও ৯৯ রানে হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা। আর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঠিকই। তবে গতকাল ১৩৭ রানে হেরে নেট রানরেটে ধাক্কা খেয়েছে বাংলাদেশ।-০.৬৫৩ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে।
বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচ গতকাল খেলে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুটো ম্যাচেরই ভেন্যু ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়াম। তাতে শেষ হয়েছে বাংলাদেশের ধর্মশালা পর্ব।
ধর্মশালা শেষে বাংলাদেশ দলের এখন পরবর্তী গন্তব্য চেন্নাই। যেখানে চেন্নাইয়ের চিদম্বরমে পরশু বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। গুগল ম্যাপসে দেখা যাচ্ছে, ধর্মশালা থেকে চেন্নাইয়ের দূরত্ব ২৬৬১ কিলোমিটার। এরই মধ্যে বাংলাদেশ দল চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিমানে বসে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ দাবা খেলছেন। মনোযোগ দিয়েই দাবার বোর্ডে একের পর এক চাল দিচ্ছেন সাকিব-মিরাজ। বাংলাদেশের দুই স্পিন বোলিং অলরাউন্ডার হয়তো দাবার বোর্ডেই নিউজিল্যান্ডকে হারানোর পরিকল্পনা কষছেন। যেখানে নিউজিল্যান্ড ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই দুর্দান্ত খেলছে। সাকিব-মিরাজের দাবা খেলার ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘বিমানে চেন্নাই যাওয়ার পথে অধিনায়কের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন মেহেদী হাসান মিরাজ।’
বিশ্বকাপে দুই ম্যাচের দুটিতেই জিতে চার পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। + ১.৯৫৮ নেট রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। যেখানে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। এরপর নেদারল্যান্ডসকেও ৯৯ রানে হারিয়েছে ব্ল্যাকক্যাপসরা। আর বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ঠিকই। তবে গতকাল ১৩৭ রানে হেরে নেট রানরেটে ধাক্কা খেয়েছে বাংলাদেশ।-০.৬৫৩ নেট রানরেট নিয়ে সাকিব আল হাসানের দল রয়েছে পয়েন্ট তালিকার ছয় নম্বরে।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৭ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৮ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৮ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৯ ঘণ্টা আগে