নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁহাতের আঙুলের চোটে পড়েন সাকিব আল হাসান। বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল, ৪ সপ্তাহ লাগতে পারে বাংলাদেশ অধিনায়কের সেরে উঠতে। ফলে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিবের খেলা হচ্ছে না, তা একরকম নিশ্চিতই।
গত কয়েক টেস্ট সিরিজের মতো এবারও তাই আলোচনা হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন কে? আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু অবশ্য জানিয়েছেন, সাকিব না থাকলে সহকারী অধিনায়ক লিটন কুমার দাস আছেন নেতৃত্ব দেওয়ার জন্য। তবু নতুন কোনো সিদ্ধান্ত নিলে দল ঘোষণার সময় জানিয়ে দেবে বিসিবি।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তানভীর আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাকিবের যেহেতু চোট আছে, যত দিন পুরোপুরি সেরে না ওঠে, সেই পর্যন্ত খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছে। এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে আলোচিত ম্যাচে বাংলাদেশকে জেতানোর পথে ৬৫ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। ইনিংসটি খেলার সময় বাঁ হাতের আঙুলে চোট পান এই অলরাউন্ডার। ম্যাচের পর এক্স-রেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ থেকে ছিটকে যান বাংলাদেশ অধিনায়ক।
টেস্ট সিরিজে পেস বোলারদের আলাদা দাপট থাকবে, এটিও নিয়ম। কিন্তু বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সদ্য বিদায় নিয়েছেন। তাই নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন কোনো পেস বোলিং কোচই সেই দায়িত্বে থাকতে পারেন।
এ ব্যাপারে তানভীর আহমেদ জানিয়েছেন, এক-দুই দিনের মধ্যেই জানা যাবে অন্তর্বর্তীকালীন পেস কোচ বোলিং কোচ কে হবেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘পেস বোলিং কোচও হয়তো অন্তর্বর্তীকালীন কেউ থাকবেন। যেহেতু এখন তাৎক্ষণিক নতুন কোচ সম্ভব না। দু-এক দিনের মধ্যে সেটিও জেনে যাবেন, কে নিউজিল্যান্ড সিরিজে পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর থেকে মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম সিরিজ এটি। ২০১৩ সালের পর প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ১০ বছর আগের সিরিজে ড্র হয়েছিল দুটি টেস্টই।
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁহাতের আঙুলের চোটে পড়েন সাকিব আল হাসান। বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল, ৪ সপ্তাহ লাগতে পারে বাংলাদেশ অধিনায়কের সেরে উঠতে। ফলে নিজেদের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিবের খেলা হচ্ছে না, তা একরকম নিশ্চিতই।
গত কয়েক টেস্ট সিরিজের মতো এবারও তাই আলোচনা হচ্ছে, নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব করবেন কে? আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু অবশ্য জানিয়েছেন, সাকিব না থাকলে সহকারী অধিনায়ক লিটন কুমার দাস আছেন নেতৃত্ব দেওয়ার জন্য। তবু নতুন কোনো সিদ্ধান্ত নিলে দল ঘোষণার সময় জানিয়ে দেবে বিসিবি।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তানভীর আহমেদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সাকিবের যেহেতু চোট আছে, যত দিন পুরোপুরি সেরে না ওঠে, সেই পর্যন্ত খেলবে না আমরা জানি। আমাদের এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন কুমার দাস আছে। এর মধ্যে যদি নতুন কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে সে থাকবে। নতুন কেউ হলে সেটাও জানতে পারবেন। দল ঘোষণার সময় সেটি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে আলোচিত ম্যাচে বাংলাদেশকে জেতানোর পথে ৬৫ বলে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেন সাকিব। ইনিংসটি খেলার সময় বাঁ হাতের আঙুলে চোট পান এই অলরাউন্ডার। ম্যাচের পর এক্স-রেতে সাকিবের আঙুলে চিড় ধরা পড়ে। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচ থেকে ছিটকে যান বাংলাদেশ অধিনায়ক।
টেস্ট সিরিজে পেস বোলারদের আলাদা দাপট থাকবে, এটিও নিয়ম। কিন্তু বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সদ্য বিদায় নিয়েছেন। তাই নিউজিল্যান্ড সিরিজে অন্তর্বর্তীকালীন কোনো পেস বোলিং কোচই সেই দায়িত্বে থাকতে পারেন।
এ ব্যাপারে তানভীর আহমেদ জানিয়েছেন, এক-দুই দিনের মধ্যেই জানা যাবে অন্তর্বর্তীকালীন পেস কোচ বোলিং কোচ কে হবেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘পেস বোলিং কোচও হয়তো অন্তর্বর্তীকালীন কেউ থাকবেন। যেহেতু এখন তাৎক্ষণিক নতুন কোচ সম্ভব না। দু-এক দিনের মধ্যে সেটিও জেনে যাবেন, কে নিউজিল্যান্ড সিরিজে পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর। ৬ ডিসেম্বর থেকে মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম সিরিজ এটি। ২০১৩ সালের পর প্রথমবার বাংলাদেশ সফরে টেস্ট খেলবে নিউজিল্যান্ড। ১০ বছর আগের সিরিজে ড্র হয়েছিল দুটি টেস্টই।
আলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও
৯ মিনিট আগেওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
১ ঘণ্টা আগেশেন ওয়ার্ন নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আড়াই বছর আগে। তবু লেগ স্পিন জাদুতে ব্যাটারদের যেভাবে নাচিয়ে ছেড়েছিলেন, তা অসংখ্য ক্রীড়াপ্রেমীর মনে গেঁথে আছে এখনো।
৩ ঘণ্টা আগেব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
৪ ঘণ্টা আগে