নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় স্কুল ক্রিকেটের শিরোপা নিয়ে ট্রেনে রংপুরে ফিরতে চেয়েছিল শিশু নিকেতনের ক্রিকেটারদের। তবে টিকিট না পাওয়ায় বাসে করে আজ রংপুরে যাবে তারা। গতকাল মিরপুরে হোম অব ক্রিকেট ঘুরে দেখেছে খুদে ক্রিকেটাররা; যে স্টেডিয়াম খুদে ক্রিকেটারদের কাছে স্বপ্নের বাতিঘর।
এর আগে গতকাল নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে তিন লেগ স্পিনার নিয়ে খেলতে নামা রংপুরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয় যে ৫৯ রানের দাপুটে জয় পেয়েছে ফেবারিট মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের বিপক্ষে, তাতে গুরুত্বপূর্ণ অবদান রংপুরের রিস্ট স্পিনারদের। উচ্ছ্বসিত কণ্ঠে বোলারদের প্রশংসা করেছেন শিশু নিকেতনের কোচ নাসির খান। তিনি বললেন, ‘আমার স্পিনাররা এর আগেও ১০০ রান করে চার ম্যাচ জিতিয়েছে। আমাদের বোলারদের ওপর আত্মবিশ্বাস ছিল। তারা সেরাটা দিতে পেরেছে বলেই অধরা শিরোপা বাড়ি ফিরতে পারছি।’
টস হেরে আগে ব্যাটিং করা রংপুরকে লড়াইয়ে পুঁজি এনে দেয় আহমেদ তেজান (২৮) ও তৌহিদ জাহান (২৪)। মেহেরপুরকে ১০৩ রানের লক্ষ্য দিতে পারে তারা। ৪ উইকেট নিয়ে মেহেরপুরের সফলতম বোলার আরাফাত আমান। ৫০ ওভারে সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় মেহেরপুর। প্রথম ওভারে পেসার সামিউল ইসলামের তোপে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা।
মেহেরপুর ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে আসে সাইখ ইমতিয়াজ শিহাব। রংপুর অধিনায়কের লেগ স্পিনে দিশেহারা হয়ে পড়ে মেহেরপুরের ব্যাটাররা। শিহাবের সঙ্গে প্রতিপক্ষকে চাপে রাখে রংপুরের বাকি দুই লেগ স্পিনারও। ২০.২ ওভারে ৪৩ রানে গুটিয়ে যায় মেহেরপুর। সর্বোচ্চ ৫ উইকেট নিয়ে ম্যাচ ও টুর্নামেন্ট-সেরা রংপুরের লেগি শিহাব।
বাংলাদেশ দলে একজন ভালো মানের লেগ স্পিনারের হাপিত্যেশ অনেক দিনের। জাতীয় দলে কবে দুর্দান্ত রিস্ট স্পিনারের দেখা মিলবে, সে প্রশ্নের উত্তর সময়ের হাতেই তুলে দিতে হচ্ছে। তবে গতকাল জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল দেখে কিছুটা আশার সঞ্চার হতে পারে। খুদে ক্রিকেটারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পার্থক্য যে গড়ে দিয়েছে লেগ স্পিনাররাই।
জাতীয় স্কুল ক্রিকেটের শিরোপা নিয়ে ট্রেনে রংপুরে ফিরতে চেয়েছিল শিশু নিকেতনের ক্রিকেটারদের। তবে টিকিট না পাওয়ায় বাসে করে আজ রংপুরে যাবে তারা। গতকাল মিরপুরে হোম অব ক্রিকেট ঘুরে দেখেছে খুদে ক্রিকেটাররা; যে স্টেডিয়াম খুদে ক্রিকেটারদের কাছে স্বপ্নের বাতিঘর।
এর আগে গতকাল নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে তিন লেগ স্পিনার নিয়ে খেলতে নামা রংপুরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয় যে ৫৯ রানের দাপুটে জয় পেয়েছে ফেবারিট মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের বিপক্ষে, তাতে গুরুত্বপূর্ণ অবদান রংপুরের রিস্ট স্পিনারদের। উচ্ছ্বসিত কণ্ঠে বোলারদের প্রশংসা করেছেন শিশু নিকেতনের কোচ নাসির খান। তিনি বললেন, ‘আমার স্পিনাররা এর আগেও ১০০ রান করে চার ম্যাচ জিতিয়েছে। আমাদের বোলারদের ওপর আত্মবিশ্বাস ছিল। তারা সেরাটা দিতে পেরেছে বলেই অধরা শিরোপা বাড়ি ফিরতে পারছি।’
টস হেরে আগে ব্যাটিং করা রংপুরকে লড়াইয়ে পুঁজি এনে দেয় আহমেদ তেজান (২৮) ও তৌহিদ জাহান (২৪)। মেহেরপুরকে ১০৩ রানের লক্ষ্য দিতে পারে তারা। ৪ উইকেট নিয়ে মেহেরপুরের সফলতম বোলার আরাফাত আমান। ৫০ ওভারে সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় মেহেরপুর। প্রথম ওভারে পেসার সামিউল ইসলামের তোপে টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা।
মেহেরপুর ইনিংসের ১১তম ওভারে বোলিংয়ে আসে সাইখ ইমতিয়াজ শিহাব। রংপুর অধিনায়কের লেগ স্পিনে দিশেহারা হয়ে পড়ে মেহেরপুরের ব্যাটাররা। শিহাবের সঙ্গে প্রতিপক্ষকে চাপে রাখে রংপুরের বাকি দুই লেগ স্পিনারও। ২০.২ ওভারে ৪৩ রানে গুটিয়ে যায় মেহেরপুর। সর্বোচ্চ ৫ উইকেট নিয়ে ম্যাচ ও টুর্নামেন্ট-সেরা রংপুরের লেগি শিহাব।
বাংলাদেশ দলে একজন ভালো মানের লেগ স্পিনারের হাপিত্যেশ অনেক দিনের। জাতীয় দলে কবে দুর্দান্ত রিস্ট স্পিনারের দেখা মিলবে, সে প্রশ্নের উত্তর সময়ের হাতেই তুলে দিতে হচ্ছে। তবে গতকাল জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনাল দেখে কিছুটা আশার সঞ্চার হতে পারে। খুদে ক্রিকেটারদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পার্থক্য যে গড়ে দিয়েছে লেগ স্পিনাররাই।
বিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বিভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বিভব।
৭ মিনিট আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তার ওপর দুঃসংবাদ পেল ক্লাবটি। বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়ুসের চোটের ব্যাপারটি জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগেআলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও
২ ঘণ্টা আগে