নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির এই যুগে শুধু মাঠের লড়াইয়ে খেলা সীমাবদ্ধ থাকে না, সামাজিক মাধ্যমেও সমান দাপট দেখাতে হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো ফেসবুকে নানাভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। জিতলেই ফেসবুকে প্রতিপক্ষকে নিয়ে ব্যঙ্গ-রসিকতা করাও যেন একটা নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। আর তাতে এখন পর্যন্ত রংপুরের বেশি সুযোগ হচ্ছে প্রতিপক্ষকে নিয়ে ঠাট্টা-রসিকতা করার।
সিলেট পর্ব শেষে সাতে সাত করে পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রামে রওনা দিয়েছে রংপুর। রংপুরের পরে সর্বোচ্চ ৩টি করে জিতেছে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। দুই দলের পয়েন্ট সমান ৬। খুলনা, রাজশাহী আর সিলেটের পয়েন্ট সমান ৪। সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালের পয়েন্ট ২। পরিসংখ্যান দেখুন, রান সংগ্রাহক ও উইকেটশিকারির সেরা তিনে এখন পর্যন্ত রংপুরের কোনো ব্যাটার কিংবা বোলার নেই। তবু দল হিসেবে তারা এত ভালো করছে কীভাবে? রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলছেন, ‘আমাদের বেশির ভাগ জাতীয় দলের সব ক্রিকেটার খেলছে। ইফতেখার (আহমেদ), খুশদিল (শাহ) পাকিস্তান দলে খেলছে। বাংলাদেশের সোহান, শেখ মেহেদী, সাইফউদ্দিন—সবাই আন্তর্জাতিক খেলোয়াড়। এটাই পার্থক্য গড়ে দিচ্ছে। সবাই সবার ভূমিকা খুব ভালোভাবে জানে। ক্রিকেটে লাকটাও গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ভাগ্যের ছোঁয়াও পাচ্ছি।’
রংপুর এগিয়ে থাকার আরেকটি কারণ দুর্দান্ত কয়েকজন অলরাউন্ডার। ইফতেখার, খুশদিল, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, সাইফউদ্দিন—চার নম্বর থেকে আট নম্বর ব্যাটিং পজিশন পর্যন্ত যাঁরা খেলছেন, প্রত্যেকে দুর্দান্ত অলরাউন্ডার। খুশদিল ৫ ইনিংসে রান করেছেন ২১৫। পাকিস্তানি অলরাউন্ডারের প্রায় ২০০ ছুঁই ছুঁই স্ট্রাইরকেট বলে দিচ্ছে, তিনি কীভাবে ম্যাচের রং বদলে দিচ্ছেন। খুশদিল বোলিংয়েও ভালো করছেন, নিয়েছেন ৯ উইকেট। ইফতেখারের রানও ২০০ পেরিয়ে গেছে। সোহান সেভাবে বড় ইনিংস না খেলার সুযোগ পেলেও ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৩০ রান নিয়ে যেভাবে কঠিন সমীকরণ মিলিয়েছেন, তাঁর ব্যাটিংও প্রশংসিত হচ্ছে। আশরাফুল তাই বলছেন, ‘নাম্বার ফোর থেকে শুরু করে নাম্বার এইট পর্যন্ত সবাই কোয়ালিটি অলরাউন্ডার। সাদামাটা অলরাউন্ডার নয়। খুশদিল শাহ, ইফতেখাররা খুব ইমপ্যাক্ট ফেলছে।’
খুশদিল, নাহিদ রানা, আকিব জাবেদ, সাইফউদ্দিন, শেখ মেহেদীদের নিয়ে গড়া রংপুরের বোলিং আক্রমণও অনেক শক্তিশালী। টুর্নামেন্টের সেরা দশেই আছেন রংপুরের পাঁচ বোলার—খুশদিল, শেখ মেহেদী, নাহিদ রানা ৯টি করে উইকেট নিয়েছেন। আকিব জাভেদ, সাইফউদ্দিন পেয়েছেন ৮টি করে উইকেট। নাহিদ রানার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট নিয়ে নিয়মিত আলোচনা হলেও রংপুর এখনো তাঁকে বিশ্রাম দেয়নি। ওপেনার সাইফ হাসান (২২৮) রান পাচ্ছেন। অ্যালেক্স হেলস বিপিএল ছেড়ে যাওয়ার আগে রংপুরকে একাধিক ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ২০০ রানের ইনিংস দেখা গেছে ৮টি। এগুলোর মধ্যে রংপুরের আছে ২টা। দুবারই রংপুর রান তাড়া করে জিতেছে। ‘মাঠের সাইজ ভালো করে জানতে হবে। খেলোয়াড়দের মধ্যে ওই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যে, মাঠ ছোট হলে রান তাড়া করা খুব সহজ। ম্যাচ রিডিং আমরা খুব ভালো করতে পারছি’—আশরাফুলের বিশ্লেষণ।
স্নায়ুক্ষয়ী মুহূর্তে রংপুরের সঙ্গে পেরে উঠছে না কোনো দল। গত পরশু সিলেটে খুলনার বিপক্ষে হারতে হারতে হুট করে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে জিতে গেছে রংপুর। প্রতিপক্ষকে ভালোভাবে পড়া, নিখুঁত পরিকল্পনা, মাঠের সাইজ, ম্যাচ রিডিং—সব মিলিয়ে রংপুর এখন পর্যন্ত সব কটি বক্সেই টিক মারতে পেরেছে ভালোভাবে, যেটা বাকিরা পারেনি। আশরাফুল বললেন, ‘অভিজ্ঞতার কারণে স্নায়ুচাপে উতরে যাচ্ছি। সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে। আমরা প্রতিপক্ষকে নিয়ে নিখুঁত পরিকল্পনা করি। কাল (পরশু) যেমন আমরা জানি যে খুলনা রান তাড়ায় দুর্বল, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের স্নায়ুচাপে ভেঙে পড়ার প্রবণতা থাকে। সেটাই হয়েছে। আমাদের খেলোয়াড়েরা ভেঙে পড়েনি।’
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির এই যুগে শুধু মাঠের লড়াইয়ে খেলা সীমাবদ্ধ থাকে না, সামাজিক মাধ্যমেও সমান দাপট দেখাতে হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিগুলো ফেসবুকে নানাভাবে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। জিতলেই ফেসবুকে প্রতিপক্ষকে নিয়ে ব্যঙ্গ-রসিকতা করাও যেন একটা নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। আর তাতে এখন পর্যন্ত রংপুরের বেশি সুযোগ হচ্ছে প্রতিপক্ষকে নিয়ে ঠাট্টা-রসিকতা করার।
সিলেট পর্ব শেষে সাতে সাত করে পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রামে রওনা দিয়েছে রংপুর। রংপুরের পরে সর্বোচ্চ ৩টি করে জিতেছে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। দুই দলের পয়েন্ট সমান ৬। খুলনা, রাজশাহী আর সিলেটের পয়েন্ট সমান ৪। সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালের পয়েন্ট ২। পরিসংখ্যান দেখুন, রান সংগ্রাহক ও উইকেটশিকারির সেরা তিনে এখন পর্যন্ত রংপুরের কোনো ব্যাটার কিংবা বোলার নেই। তবু দল হিসেবে তারা এত ভালো করছে কীভাবে? রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলছেন, ‘আমাদের বেশির ভাগ জাতীয় দলের সব ক্রিকেটার খেলছে। ইফতেখার (আহমেদ), খুশদিল (শাহ) পাকিস্তান দলে খেলছে। বাংলাদেশের সোহান, শেখ মেহেদী, সাইফউদ্দিন—সবাই আন্তর্জাতিক খেলোয়াড়। এটাই পার্থক্য গড়ে দিচ্ছে। সবাই সবার ভূমিকা খুব ভালোভাবে জানে। ক্রিকেটে লাকটাও গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ভাগ্যের ছোঁয়াও পাচ্ছি।’
রংপুর এগিয়ে থাকার আরেকটি কারণ দুর্দান্ত কয়েকজন অলরাউন্ডার। ইফতেখার, খুশদিল, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, সাইফউদ্দিন—চার নম্বর থেকে আট নম্বর ব্যাটিং পজিশন পর্যন্ত যাঁরা খেলছেন, প্রত্যেকে দুর্দান্ত অলরাউন্ডার। খুশদিল ৫ ইনিংসে রান করেছেন ২১৫। পাকিস্তানি অলরাউন্ডারের প্রায় ২০০ ছুঁই ছুঁই স্ট্রাইরকেট বলে দিচ্ছে, তিনি কীভাবে ম্যাচের রং বদলে দিচ্ছেন। খুশদিল বোলিংয়েও ভালো করছেন, নিয়েছেন ৯ উইকেট। ইফতেখারের রানও ২০০ পেরিয়ে গেছে। সোহান সেভাবে বড় ইনিংস না খেলার সুযোগ পেলেও ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে ৩০ রান নিয়ে যেভাবে কঠিন সমীকরণ মিলিয়েছেন, তাঁর ব্যাটিংও প্রশংসিত হচ্ছে। আশরাফুল তাই বলছেন, ‘নাম্বার ফোর থেকে শুরু করে নাম্বার এইট পর্যন্ত সবাই কোয়ালিটি অলরাউন্ডার। সাদামাটা অলরাউন্ডার নয়। খুশদিল শাহ, ইফতেখাররা খুব ইমপ্যাক্ট ফেলছে।’
খুশদিল, নাহিদ রানা, আকিব জাবেদ, সাইফউদ্দিন, শেখ মেহেদীদের নিয়ে গড়া রংপুরের বোলিং আক্রমণও অনেক শক্তিশালী। টুর্নামেন্টের সেরা দশেই আছেন রংপুরের পাঁচ বোলার—খুশদিল, শেখ মেহেদী, নাহিদ রানা ৯টি করে উইকেট নিয়েছেন। আকিব জাভেদ, সাইফউদ্দিন পেয়েছেন ৮টি করে উইকেট। নাহিদ রানার ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট নিয়ে নিয়মিত আলোচনা হলেও রংপুর এখনো তাঁকে বিশ্রাম দেয়নি। ওপেনার সাইফ হাসান (২২৮) রান পাচ্ছেন। অ্যালেক্স হেলস বিপিএল ছেড়ে যাওয়ার আগে রংপুরকে একাধিক ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছেন।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ২০০ রানের ইনিংস দেখা গেছে ৮টি। এগুলোর মধ্যে রংপুরের আছে ২টা। দুবারই রংপুর রান তাড়া করে জিতেছে। ‘মাঠের সাইজ ভালো করে জানতে হবে। খেলোয়াড়দের মধ্যে ওই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া যে, মাঠ ছোট হলে রান তাড়া করা খুব সহজ। ম্যাচ রিডিং আমরা খুব ভালো করতে পারছি’—আশরাফুলের বিশ্লেষণ।
স্নায়ুক্ষয়ী মুহূর্তে রংপুরের সঙ্গে পেরে উঠছে না কোনো দল। গত পরশু সিলেটে খুলনার বিপক্ষে হারতে হারতে হুট করে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে জিতে গেছে রংপুর। প্রতিপক্ষকে ভালোভাবে পড়া, নিখুঁত পরিকল্পনা, মাঠের সাইজ, ম্যাচ রিডিং—সব মিলিয়ে রংপুর এখন পর্যন্ত সব কটি বক্সেই টিক মারতে পেরেছে ভালোভাবে, যেটা বাকিরা পারেনি। আশরাফুল বললেন, ‘অভিজ্ঞতার কারণে স্নায়ুচাপে উতরে যাচ্ছি। সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে। আমরা প্রতিপক্ষকে নিয়ে নিখুঁত পরিকল্পনা করি। কাল (পরশু) যেমন আমরা জানি যে খুলনা রান তাড়ায় দুর্বল, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের স্নায়ুচাপে ভেঙে পড়ার প্রবণতা থাকে। সেটাই হয়েছে। আমাদের খেলোয়াড়েরা ভেঙে পড়েনি।’
সাইক্লোন, টর্নেডো—রাজকোটে আজ স্মৃতি মান্ধানার ব্যাটিংকে বর্ণনা করতে এই শব্দগুলোই মনে পড়বে সহজে। আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়ে মান্ধানা তুলে নিয়েছেন রেকর্ড সেঞ্চুরি। বিধ্বংসী এই সেঞ্চুরিতে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা।
১২ মিনিট আগেআগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে হাইব্রিড মডেলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ ঢালাও প্রচারণাও শুরু করেছে আইসিসি। গতকাল চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহ্যবাহী ‘আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে’ বলে একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে তিন ঘণ্টা লড়াইয়ের পর জিতেছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। আজ রড লেভার অ্যারেনায় দ্বিতীয় রাউন্ডেও পর্তুগিজ জাইম ফারিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হচ্ছে তাঁকে। সনি টেন-২ দেখাচ্ছে ম্যাচটি। টিভিতে আরও যা দেখবেন আজ।
৩ ঘণ্টা আগে