ক্রীড়া ডেস্ক
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে হাইব্রিড মডেলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ ঢালাও প্রচারণাও শুরু করেছে আইসিসি। গতকাল চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহ্যবাহী ‘আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে’ বলে একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
ভিডিওর শুরুতেই চমক! সিনেমার টিজারের মতোই শিরোনাম—‘চ্যাম্পিয়নের মাপকাঠি’। তারপরই নায়কের বেশে আবির্ভূত হলেন কমপ্লিট শুট পরা পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। চ্যাম্পিয়নস ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি, কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয়। তার সঙ্গে আকরাম বলতে থাকেন, ‘যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে। চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে।’
১ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওতে ইমরান খানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের উদ্যাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান শিরোপা উদ্যাপনের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। তবে ভিডিওর অধিকাংশ দৃশ্য ভারতকেই দেখে গেছে। বিরাট কোহলি-রোহিত শর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও শটই ছিল বেশি।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক-কাগিসো রাবাদা, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে গুঁড়িয়ে ট্রাভিস হেডের সেই সেঞ্চুরি উদ্যাপনও তুলে ধরা হয়েছে। আফগানদের বিপক্ষে বিশ্বকাপে গ্লেন ম্যাকওয়েলের ডাবল সেঞ্চুরি, বাবর আজমের দারুণ মুহূর্ত, মিচেল স্টার্ক-শাহিন শাহ আফ্রিদির তোপ—অল্প সময়ের ভিডিওতে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সর্বোচ্চ সংখ্যক এনেছে আইসিসি।
তবে ভিডিওতে বাংলাদেশ ছিল সামান্যই। ১ মিনিটের ৫ সেকেন্ডের সময় একটু দেখানো হয়, সেটিও জসপ্রীত বুমরার বলে কোনো ব্যাটারের বোল্ড হওয়ার দৃশ্যে। সেখানে বাংলাদেশ নয়, বরং বুমরাকে ফুটিয়ে তোলা হয়েছে। রোহিত-বাবরের টস, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিংসহ অনেক কিছু থাকলেও বাংলাদেশকে কমই দেখা গেছে। জো রুটের সেঞ্চুরি, মুজিব-উর রহমান-রশিদ খানদের স্পিন জাদুও ছিল বেশ। ভিডিওতে আফগানিস্তানের উপস্থিতিও ছিল নজরকাড়া। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের আইকনিক কোনো দৃশ্য ছিল না বললেই চলে।
আয়োজক পাকিস্তান হওয়ায় তাদেরও উপস্থিতি ছিল মোটামুটি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, রাজস্ব, দর্শক—সবকিছু বিবেচনায় হয়তো ভারতের উপস্থিতি বেশি রেখেছে আইসিসি।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে হাইব্রিড মডেলের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ ঢালাও প্রচারণাও শুরু করেছে আইসিসি। গতকাল চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহ্যবাহী ‘আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে’ বলে একটি ভিডিও প্রকাশ করেছে তারা।
ভিডিওর শুরুতেই চমক! সিনেমার টিজারের মতোই শিরোনাম—‘চ্যাম্পিয়নের মাপকাঠি’। তারপরই নায়কের বেশে আবির্ভূত হলেন কমপ্লিট শুট পরা পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। চ্যাম্পিয়নস ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি, কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয়। তার সঙ্গে আকরাম বলতে থাকেন, ‘যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে। চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে।’
১ মিনিট ৫০ সেকেন্ডের এই ভিডিওতে ইমরান খানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের উদ্যাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর সাদা ব্লেজার পরে সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান শিরোপা উদ্যাপনের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। তবে ভিডিওর অধিকাংশ দৃশ্য ভারতকেই দেখে গেছে। বিরাট কোহলি-রোহিত শর্মাদের গুরুত্বপূর্ণ ইনিংস ও শটই ছিল বেশি।
দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক-কাগিসো রাবাদা, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে গুঁড়িয়ে ট্রাভিস হেডের সেই সেঞ্চুরি উদ্যাপনও তুলে ধরা হয়েছে। আফগানদের বিপক্ষে বিশ্বকাপে গ্লেন ম্যাকওয়েলের ডাবল সেঞ্চুরি, বাবর আজমের দারুণ মুহূর্ত, মিচেল স্টার্ক-শাহিন শাহ আফ্রিদির তোপ—অল্প সময়ের ভিডিওতে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো সর্বোচ্চ সংখ্যক এনেছে আইসিসি।
তবে ভিডিওতে বাংলাদেশ ছিল সামান্যই। ১ মিনিটের ৫ সেকেন্ডের সময় একটু দেখানো হয়, সেটিও জসপ্রীত বুমরার বলে কোনো ব্যাটারের বোল্ড হওয়ার দৃশ্যে। সেখানে বাংলাদেশ নয়, বরং বুমরাকে ফুটিয়ে তোলা হয়েছে। রোহিত-বাবরের টস, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিংসহ অনেক কিছু থাকলেও বাংলাদেশকে কমই দেখা গেছে। জো রুটের সেঞ্চুরি, মুজিব-উর রহমান-রশিদ খানদের স্পিন জাদুও ছিল বেশ। ভিডিওতে আফগানিস্তানের উপস্থিতিও ছিল নজরকাড়া। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের আইকনিক কোনো দৃশ্য ছিল না বললেই চলে।
আয়োজক পাকিস্তান হওয়ায় তাদেরও উপস্থিতি ছিল মোটামুটি। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, রাজস্ব, দর্শক—সবকিছু বিবেচনায় হয়তো ভারতের উপস্থিতি বেশি রেখেছে আইসিসি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সময়টা ভালোই যাচ্ছে। কদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ। সুমাইয়া আকতার, হাবিবা ইসলাম পিংকিদের বাংলাদেশ সেটা করেছে লঙ্কানদের মাঠে। কুয়ালালামপুরে আজ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে ইংল্যান্ডকে।
১৮ মিনিট আগেসবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ট্রফি কিংবা হাজার মাস্টার্স—কোন রেকর্ডেই না আছেন তিনি! সবচেয়ে বেশি সপ্তাহ র্যাঙ্কিং শীর্ষে থাকার রজার ফেদেরারের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ। এবার রেকর্ড বইয়ের আরও একটা পাতায় সুইস কিংবদন্তিকে আড়াল করে দিলেন সার্বিয়ান তারকা। নিজের করে নিল
৩২ মিনিট আগেতৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
১ ঘণ্টা আগে২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। গত বছরের সেরা পারফরমারদের এই একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। ২০২৪ সালে সাত ওয়ানডেতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ৫.৩১ ইকোনমির পাশাপাশি বোলিং গড় ২৩.৯২।
২ ঘণ্টা আগে