২৫৮ রানের বিশ্বরেকর্ডের দিন চীনকে উড়িয়ে দিল জাপান 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

হংকংয়ের মংকং গ্রাউন্ডে আজ রীতিমতো চীনকে নিয়ে ছেলেখেলা করেছে জাপান। ইস্ট এশিয়া কাপের ম্যাচটিতে জাপানের ক্রিকেটাররা মেরেছেন একের পর এক বাউন্ডারি। চীনকে ছন্নছাড়া করার ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিল জাপান। 

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জাপান অধিনায়ক কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং। তিনি ব্যাটিং করেছেন ওপেনার হিসেবে। আরেক ওপেনার লাচলান ইমামোতো লাকেকে নিয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করেছেন ফ্লেমিং। কোনো উইকেট না হারিয়ে ২০ ওভারে জাপান করেছে ২৫৮ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে যেকোনো উইকেটেই এটাই সর্বোচ্চ রানের জুটি। তাতে ভেঙে গেছে আফগানিস্তানের পাঁচ বছরের পুরোনো রেকর্ড। দুই আফগান ওপেনার ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি হজরতউল্লাহ জাজাই ও উসমান ঘানি গড়েছিলেন ২৩৬ রানের জুটি। আফগানদের উদ্বোধনী জুটির রেকর্ড ছিল দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ জুটিই উদ্বোধনী জুটিতে। 

জাপানের ২৫৮ রানের রেকর্ডের দিনে আজ সেঞ্চুরি করেন দুই ওপেনার ফ্লেমিং ও লাকে। লাকের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা প্রথম সেঞ্চুরি। ৬৮ বলে ৮ চার ও ১২ ছক্বায় করেন ১৩৪ রান। অন্যদিকে ৫৩ বলে ৩ চার ও ১১ ছক্বায় ১০৯ রান করেন ফ্লেমিং। জাপানি অধিনায়কের এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি। 

২৫৯ রান তাড়া করতে নেমে চীন পাত্তাই পায়নি জাপানের কাছে। ১৬.৫ ওভারে ৭৮ রানে অলআউট হয়েছে চীন। ১৮০ রানের জয় জাপানের ইতিহাসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জয়। রানের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড জাপানের এর আগে হয়েছে ২০২২ সালে। ২০২২ সালে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে হারিয়েছিল জাপান। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের সেরা পাঁচ জুটি: 
কেন্দেল কাদাওয়াকি ফ্লেমিং-লাচলান ইয়ামতো লাকেকে (জাপান): ২৫৮ *; প্রতিপক্ষ: চীন; ১ম উইকেট; ২০২৪ 
হজরতউল্লাহ জাজাই-উসমান ঘানি (আফগানিস্তান): ২৩৬; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ১ম উইকেট; ২০১৯ 
অ্যারন ফিঞ্চ-ডার্চি শর্ট (অস্ট্রেলিয়া): ২২৩; প্রতিপক্ষ: জিম্বাবুয়ে; ১ম উইকেট; ২০১৮ 
সাবাউন দাভিজি-দাইলান স্টেইন (চেক প্রজাতন্ত্র): ২২০; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২ 
লুইস ব্রুস-অবিনাশ পাই (জিব্রাল্টার): ২১৩ *; প্রতিপক্ষ: বুলগেরিয়া; ১ম উইকেট; ২০২২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত