নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোকে কোচ হিসেবে রেখে দেওয়ার চিন্তা করছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ডমিঙ্গোর বর্তমান চুক্তি শেষ হবে ২০ আগস্ট। সেই হিসেবে কোচ হিসেবে তাঁর আর পাঁচ দিন দায়িত্ব পালন করার কথা। তবে সেই মেয়াদ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। আজ জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিবিতে আয়োজিত দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কোচের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানান পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এক বছরের জন্য চিন্তা–ভাবনা করছি। দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ আছে। এই দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই আপাতত আমাদের চিন্তা আছে। সবার সঙ্গে কথা বললেই বুঝতে পারব।’
পাপন আরও বলেছেন, ‘এটা (চুক্তি) নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডমিঙ্গোকে নিয়ে তো বিশ্বকাপ (২০২২ টি–টোয়েন্টি) পর্যন্ত পরিকল্পনা আছেই। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার চুক্তি বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই সিদ্ধান্তটা আমরা ডমিঙ্গোকেও জানাইনি। নিজেরাও আলোচনা করিনি। কয়েক জনের সঙ্গে কথা বলেছি আরও অনেকের সঙ্গে বলতে হবে। তারপর সিদ্ধান্তটা আমরা নেব।’
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ডমিঙ্গোকে কোচ হিসেবে রেখে দেওয়ার চিন্তা করছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ডমিঙ্গোর বর্তমান চুক্তি শেষ হবে ২০ আগস্ট। সেই হিসেবে কোচ হিসেবে তাঁর আর পাঁচ দিন দায়িত্ব পালন করার কথা। তবে সেই মেয়াদ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি। আজ জাতীয় শোক দিবস উপলক্ষে বিসিবিতে আয়োজিত দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কোচের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানান পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা এক বছরের জন্য চিন্তা–ভাবনা করছি। দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ আছে। এই দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তই আপাতত আমাদের চিন্তা আছে। সবার সঙ্গে কথা বললেই বুঝতে পারব।’
পাপন আরও বলেছেন, ‘এটা (চুক্তি) নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ডমিঙ্গোকে নিয়ে তো বিশ্বকাপ (২০২২ টি–টোয়েন্টি) পর্যন্ত পরিকল্পনা আছেই। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার চুক্তি বাড়ানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই সিদ্ধান্তটা আমরা ডমিঙ্গোকেও জানাইনি। নিজেরাও আলোচনা করিনি। কয়েক জনের সঙ্গে কথা বলেছি আরও অনেকের সঙ্গে বলতে হবে। তারপর সিদ্ধান্তটা আমরা নেব।’
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে