Ajker Patrika

জোড়া রেকর্ড গড়ার পরও কেন তোপের মুখে রোহিত 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৭: ২৭
জোড়া রেকর্ড গড়ার পরও কেন তোপের মুখে রোহিত 

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত শর্মা ফিরেছেন। তাও অধিনায়ক হয়েই। ফেরার সিরিজে ভারতও খেলছে দুর্দান্ত। তাতে তাঁর ঝুলিতেও যুক্ত হচ্ছে একের পর এক রেকর্ড। তবে অধিনায়ক বলেই যে প্রত্যাশার চাপ রয়েছে রোহিতের ওপর। আশানুরূপ পারফরম্যান্স না হওয়ায় শুনতে হচ্ছে সমালোচনাও। 

১১ জানুয়ারি মোহালিতে শুরু হয়েছে ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করে ভারত। এরপর গতকাল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ভারত পায় ৬ উইকেটের জয়। এই জয় ছিল আরও দাপুটে। আফগানরা প্রথমে ব্যাটিংয়ে করেছে ১৭২ রান। যা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের (আফগানিস্তান) সর্বোচ্চ স্কোর। এই ম্যাচ জয়ে জোড়া রেকর্ড গড়েছেন রোহিত। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ ম্যাচ খেলেন তিনি। একই সঙ্গে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪১ ম্যাচ জিতেছেন। তাতে ছুঁয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। অধিনায়ক ধোনি ভারতের জার্সিতে জিতেছিলেন ৪১ ম্যাচ। 
 
জোড়া রেকর্ড গড়লেও রোহিতের ব্যাট হাসছে না আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। দুই ম্যাচ খেলে ৩ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ভুল বোঝাবুঝিতে হয়েছেন রান আউট। আর গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে মেরেছেন ‘গোল্ডেন ডাক’। ফজলহক ফারুকিকে তুলে মারতে গিয়ে বোল্ড হয়েছেন রোহিত। রোহিতের সমালোচনা করে আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আমি খুবই অবাক হলাম রোহিত যেভাবে আউট হয়েছে। সে মাত্র তার প্রথম বল খেলছিল। এমন শট সে খেলতে পারে না। বল চলে গেল ও স্টাম্পে আঘাত করল। গত ম্যাচে রান আউট হয়েছিল। এই ম্যাচে শূন্য রানে বোল্ড হয়েছে। সিরিজে এখন পর্যন্ত একটা রানও সে করতে পারেনি। রান আউট দোষের কিছু না। তবে শট নির্বাচনে অবশ্যই ভুল ছিল।’ 

ভারতের সিরিজ জয়ে রোহিতকে একমাত্র ব্যর্থ মনে করেন দিনেশ কার্তিক। পাশাপাশি কার্তিক ভারতেরও প্রশংসা করেছেন। কার্তিক ধারাভাষ্যকক্ষে বলেছেন, ‘একমাত্র ব্যর্থতা হচ্ছে অধিনায়ক। দুই ম্যাচে দুইটা ডাক মেরেছে। তবে এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ার কিছু নেই। অনেক দিন পর এই সংস্করণে ফিরেছে, তাও আবার অধিনায়ক হিসেবে। বড় শট খেলতে গিয়ে সে বোল্ড আউট হয়েছে। তবে ভারত ভালো খেলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত