Ajker Patrika

নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশে কবে আসবে জানাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২২: ৪৮
মিরপুরে আজ বিসিবির কর্মকর্তাদের সঙ্গে মিরপুর ঘুরে দেখেছেন এনজেডসির কর্মকর্তারা। ছবি: বিসিবি
মিরপুরে আজ বিসিবির কর্মকর্তাদের সঙ্গে মিরপুর ঘুরে দেখেছেন এনজেডসির কর্মকর্তারা। ছবি: বিসিবি

নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশে আসার দিনক্ষণ জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এ বছরের মে মাসে একটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে তারা বাংলাদেশ সফর করবে।

বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজ সামনে রেখে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) দুই কর্মকর্তা বাংলাদেশে এসে পৌঁছেছেন। দুই দিনের সফরে তাঁরা দেশের ভেন্যুগুলো পর্যবেক্ষণ করবেন। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তাঁরা ঘুরে দেখেছেন। কীভাবে সিরিজটি আয়োজন করা যায়, সেটা নিয়েও আলাপ-আলোচনা হবে। বিস্তারিত সূচি পরে জানানো হবে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ পুনরায় আয়োজন নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। মিরপুরে নাফীস বলেন, ‘গত ২০২৪ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফরের কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে সূচিটা আবার নতুন করে তৈরি করতে হয়। আশা করছি, ২০২৫ সালে নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজটা আয়োজন করতে পারব। কোনো সফরের আগে তাদের ক্রিকেট বোর্ডের (এনজেডসি) প্রতিনিধি দল পাঠায়। তারা এসেছেন ও ঢাকায় দেখেছেন। আগামীকাল সিলেট সফরও আছে। এটা একদমই তাদের রুটিন প্রটোকল। এই সিরিজের সূচি (বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’) গণমাধ্যমের কাছে তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে ইনশা আল্লাহ।’

গত বছরই বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর রাজনৈতিক অস্থিরতা চলছিল বাংলাদেশে। সে কারণে তখন সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। একই কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে গিয়েছিল। ভেন্যু বদলে সংযুক্ত আরব আমিরাতে হয়েছিল আইসিসির এই ইভেন্টটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত