ক্রীড়া ডেস্ক
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নিশ্চয়ই আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে রানের চাপায় ফেলাই তাঁদের লক্ষ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের একাদশে নেই কোনো পরিবর্তন। অস্ট্রেলিয়া একাদশে এনেছে দুই পরিবর্তন। তবে দুই দলই স্পিনে শক্তি বাড়িয়ে একাদশ গড়েছে।
দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচই খেলেছে ভারত। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এর মধ্যে দুটি ম্যাচই তাদের পরিত্যক্ত হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ভারতের জন্য এখন পরিচিত হয়েছে। তবে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে প্রথমই খেলবে আজ। এদিক থেকে কিছুটা এগিয়ে ভারত। প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজলউড না থাকায় পেস বোলিংয়ে কিছুটা দুর্বলতা রয়েছে অস্ট্রেলিয়ার। বোলিং কিছুটা দুর্বল হলেও ব্যাটিংয়ে যথেষ্ট শক্তিশালী তারা। হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই ভারতের।
ভারত সেমিফাইনালে একাদশে কোনো পরিবর্তন আনেনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই একাদশই খেলাবে তারা। চার স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল ও কিউইদের বিপক্ষে ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার একাদশে এমনিতেই একটি পরিবর্তন থাকার কথা ছিল। তবে পরিবর্তন এল দুটি। ওপেনার ম্যাথু শর্ট চোটে পড়ায় দলে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার কুপার কোনোলিকে সরাসরি একাদশে রেখেছে অজিরা। পেসার স্পেনসার জনসনকে বাদ দিয়ে অ্যাডাম জাম্পার সঙ্গে আরে লেগ স্পিনার তানভীর সাঙ্ঘাকে রাখা হয়েছে। দুবাইয়ের উইকেট থেকে সহায়তা পেতে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেনেরাও পার্টটাইম স্পিনে কাবু করতে পারেন ভারতীয় ব্যাটারদের। অস্ট্রেলিয়াও একাদশে ভারতের মতো দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে—বেন ডারশুইসের সঙ্গে আছেন নাথান এলিস।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, কুপার কোনোলি জস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান এলিস, তানভীর সঙ্ঘা ও অ্যাডাম জাম্পা।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। নিশ্চয়ই আগে ব্যাটিংয়ে নেমে ভারতকে রানের চাপায় ফেলাই তাঁদের লক্ষ্য। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের একাদশে নেই কোনো পরিবর্তন। অস্ট্রেলিয়া একাদশে এনেছে দুই পরিবর্তন। তবে দুই দলই স্পিনে শক্তি বাড়িয়ে একাদশ গড়েছে।
দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে গ্রুপ পর্বে নিজেদের তিনটি ম্যাচই খেলেছে ভারত। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এর মধ্যে দুটি ম্যাচই তাদের পরিত্যক্ত হয়েছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম ভারতের জন্য এখন পরিচিত হয়েছে। তবে অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে প্রথমই খেলবে আজ। এদিক থেকে কিছুটা এগিয়ে ভারত। প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজলউড না থাকায় পেস বোলিংয়ে কিছুটা দুর্বলতা রয়েছে অস্ট্রেলিয়ার। বোলিং কিছুটা দুর্বল হলেও ব্যাটিংয়ে যথেষ্ট শক্তিশালী তারা। হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই ভারতের।
ভারত সেমিফাইনালে একাদশে কোনো পরিবর্তন আনেনি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সেই একাদশই খেলাবে তারা। চার স্পিনারের সঙ্গে থাকবেন দুই পেসার মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ জাদব, অক্ষর প্যাটেল ও কিউইদের বিপক্ষে ভেলকি দেখানো বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার একাদশে এমনিতেই একটি পরিবর্তন থাকার কথা ছিল। তবে পরিবর্তন এল দুটি। ওপেনার ম্যাথু শর্ট চোটে পড়ায় দলে ডাক পাওয়া স্পিন অলরাউন্ডার কুপার কোনোলিকে সরাসরি একাদশে রেখেছে অজিরা। পেসার স্পেনসার জনসনকে বাদ দিয়ে অ্যাডাম জাম্পার সঙ্গে আরে লেগ স্পিনার তানভীর সাঙ্ঘাকে রাখা হয়েছে। দুবাইয়ের উইকেট থেকে সহায়তা পেতে ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্নাস লাবুশেনেরাও পার্টটাইম স্পিনে কাবু করতে পারেন ভারতীয় ব্যাটারদের। অস্ট্রেলিয়াও একাদশে ভারতের মতো দুই পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে—বেন ডারশুইসের সঙ্গে আছেন নাথান এলিস।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, কুপার কোনোলি জস, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, ইংলিস (উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান এলিস, তানভীর সঙ্ঘা ও অ্যাডাম জাম্পা।
ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি জায়গা করে নিতে শেফিল্ড ইউনাইটেডকে গতকাল জিততেই হতো। তবে হামজা চৌধুরীর দল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে এমন সমীকরণ আসতেই মুখ থুবড়ে পড়েছে। এই ম্যাচে শেফিল্ডকে ২-১ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে উঠল বার্নলি।
৩৭ মিনিট আগেক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১৩ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১৪ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১৫ ঘণ্টা আগে