ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত কোনো টুর্নামেন্ট শুরু হলেই ভারতীয়দের মনে প্রশ্ন জাগে, এবার দল চ্যাম্পিয়ন হবে তো? সমর্থকদের মনে এই প্রশ্ন ওঠার কারণ, বারবার ভারতের আইসিসির টুর্নামেন্টের শিরোপা জেতার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া। ২০১৩ সালে শেষবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর পরের গল্প শুধু হতাশার। সমর্থকদের মনের এমন প্রশ্নের সঙ্গে নিজেদের হতাশা দূর করার জন্য এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সংবাদ সম্মেলনে আজ এমনটিই জানিয়েছেন রোহিত। আগামীকাল ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভারতে অধিনায়ক বলেছেন, ‘বলতে চাই না এটি চাপ। তবে আইসিসির টুর্নামেন্টে শীর্ষে আসা নিশ্চিতভাবেই আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা ঠিক যে বৈশ্বিক টুর্নামেন্টে, বিশেষ করে বড় খেলাগুলোয় যা করতে চাই তা করতে পারছি না। বিশ্বাস করি যে আমাদের সামনে এবার ভালো করার সুযোগ এসেছে। এর জন্য আমাদের খেলায় চোখ রাখতে হবে।’
ভারত শেষবার ২০১৩ সালে ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনির নেতৃত্বে। এরপর বেশ কয়েকটি টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও আইসিসি ইভেন্টের ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হয়নি ভারতের। সেদিকটা বিবেচনা করেই এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক রোহিত।
রোহিত বলেছেন, ‘হ্যাঁ, এটি একটি চ্যালেঞ্জ। যদি ভুল না করি, ৯ বছর আগে আমরা আইসিসি ট্রফি জিতেছি। এটি আমাদের দলের জন্য একটি চ্যালেঞ্জ। আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এবারের টুর্নামেন্টটি আমাদের পরিবর্তন ও ভালো কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা অবশ্যই জানি ভালো কিছু করতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের একটি করে ম্যাচ চিন্তা করে এগিয়ে যেতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন রোহিত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত কোনো টুর্নামেন্ট শুরু হলেই ভারতীয়দের মনে প্রশ্ন জাগে, এবার দল চ্যাম্পিয়ন হবে তো? সমর্থকদের মনে এই প্রশ্ন ওঠার কারণ, বারবার ভারতের আইসিসির টুর্নামেন্টের শিরোপা জেতার প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়া। ২০১৩ সালে শেষবার মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এর পরের গল্প শুধু হতাশার। সমর্থকদের মনের এমন প্রশ্নের সঙ্গে নিজেদের হতাশা দূর করার জন্য এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সংবাদ সম্মেলনে আজ এমনটিই জানিয়েছেন রোহিত। আগামীকাল ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচকে সামনে রেখেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। ভারতে অধিনায়ক বলেছেন, ‘বলতে চাই না এটি চাপ। তবে আইসিসির টুর্নামেন্টে শীর্ষে আসা নিশ্চিতভাবেই আমাদের জন্য চ্যালেঞ্জ। এটা ঠিক যে বৈশ্বিক টুর্নামেন্টে, বিশেষ করে বড় খেলাগুলোয় যা করতে চাই তা করতে পারছি না। বিশ্বাস করি যে আমাদের সামনে এবার ভালো করার সুযোগ এসেছে। এর জন্য আমাদের খেলায় চোখ রাখতে হবে।’
ভারত শেষবার ২০১৩ সালে ইংল্যান্ডে হওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ধোনির নেতৃত্বে। এরপর বেশ কয়েকটি টুর্নামেন্টে ভালো খেলে সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও আইসিসি ইভেন্টের ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ হয়নি ভারতের। সেদিকটা বিবেচনা করেই এবারের বিশ্বকাপ জয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক রোহিত।
রোহিত বলেছেন, ‘হ্যাঁ, এটি একটি চ্যালেঞ্জ। যদি ভুল না করি, ৯ বছর আগে আমরা আইসিসি ট্রফি জিতেছি। এটি আমাদের দলের জন্য একটি চ্যালেঞ্জ। আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। এবারের টুর্নামেন্টটি আমাদের পরিবর্তন ও ভালো কিছু করার সুযোগ দিচ্ছে। আমরা অবশ্যই জানি ভালো কিছু করতে হলে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। আমাদের একটি করে ম্যাচ চিন্তা করে এগিয়ে যেতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে কোনো চাপ নেই বলেও জানিয়েছেন রোহিত। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৪ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৪ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৪ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৫ ঘণ্টা আগে