নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭টা ২৯মিনিট ,৩ সেপ্টেম্বর
বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত
শেষ ওভারে বোলিংয়ে এসেছেন মোস্তাফিজ। এদিকে প্রতিটি বলেই বড় শট খেলতে চাচ্ছেন লাথাম, ম্যাককোনকিরা। তবে প্রথম তিন বলে এসেছে ৬ রান। চতুর্থ বলে বাগড়া বাধালেন মোস্তাফিজ। বল হাত থেকে ছুটে বিমার হয়ে ব্যাটের কানায় লেগে সীমানা পার হয়ে যায়। নো বল থেকেই আসল ৫ রান। ২ বলে দরকার ৮ রান। তবে পরের বলে সরাসরি পায়ে ইয়র্কার দিল মোস্তাফিজ। ২ রান নিল ল্যাথাম। শেষ বলে ৬ হলে জিতে যাবে কিউইরা, তবে ১ রানের বেশি করতে পারলেন না ল্যাথাম। বাংলাদেশ ম্যাচ জিতল ৪ রানে। ৪৯ বলে ৬৫ করে ইনিংসের শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ল্যাথাম। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
৭টা ১৭মিনিট ,৩ সেপ্টেম্বর
সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সোহান
ল্যাথামকে রান আউটের সুযোগ হাতছাড়া করলেন সোহান। সাইফউদ্দিনের ১৯তম ওভারে এসেছে ৮ রান। ম্যাচ জিততে শেষ ওভারে কিউইদের দরকার ২০ রান।
৭টা ১২মিনিট ,৩ সেপ্টেম্বর
ল্যাথামের ফিফটি
ফিফটি পেলেন ল্যাথাম। ৩৮বলে ৪ চার আর ১ ছয়ে ফিফটি তুলে নিলেন কিউই অধিনায়ক। তবে ম্যাচ জিততে এই ফিফটি শেষপর্যন্ত কতটা কাজে আসবে সেটিই এখন দেখার বিষয়। শেষ দুই ওভারে যে ম্যাচ জিততে ল্যাথামদের করতে হবে ২৮ রান।
৬টা ৫৭মিনিট ,৩ সেপ্টেম্বর
নিকোলসকে ফেরালেন মেহেদী
নিকোলসকে ফেরালেন মেহেদী। সুইপ করতে গিয়ে বল আকাশে তুলেছেন নিকোলস। লং লেগে ক্যাচটি আবারও নিয়েছএন মুসশফিক। গত ম্যাচেও মুশফিক নিয়েছিলেন ২টি ক্যাচ। গ্লাভস ছাড়াও এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিল্ডার হিসেবে দুর্দান্ত। শেষ ২৪বলে নিউজিল্যান্ডের দরকার ৪৮ রান। হাতে আছে ৫ উইকেট।
৬টা ৫২মিনিট ,৩ সেপ্টেম্বর
গ্র্যান্ডহোমকে ফেরালেন নাসুম
ল্যাথাম-গ্র্যান্ডহোম জুটি ভয়ংকর হওয়ার আগেই গ্র্যান্ডহোমকে ফেরালেন নাসুম। স্কয়ার লেগে ক্যাচটি নিয়েছেন মুশফিকুর রহিম। ১০ বলে ৮ করে ফিরে গেছেন এই কিউই ব্যাটসম্যান। এই ওভারে নাসুম দিয়েছেন ৩ রান। ম্যাচ জিততে ওভার প্রতি দশের বেশি রান দরকার কিউইদের।
৬টা ৪৯মিনিট ,৩ সেপ্টেম্বর
রান রেট বেড়ে যাচ্ছে কিউইদের
উইকেট মোটে ৩টি হারালেও ধীরে ধীরে রান রেট বেড়ে যাচ্ছে কিউইদের। ম্যাচ জিততে শেষ ৬ ওভারে গড়ে ৯.৫০ রান করতে হবে ল্যাথামের দলকে। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৮৫। উইকেটে আছেন লাথাম আর গ্র্যান্ডহোম।
৬টা ৩০মিনিট ,৩ সেপ্টেম্বর
জুটি ভাঙলেন সাকিব
নিজের তৃতীয় ওভারে এসে লাথাম-ইয়ংয়ের ৪৩ রানের জুটি ভাঙলেন সাকিব। ১১তম ওভারের শেষ বলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ বানালেন উইল ইয়ংকে। আউট হওয়ার আগে এই কিউই ব্যাটসম্যান করেছেন ২৮ বলে ২২ রান। ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৬১।
৬টা ২১মিনিট ,৩ সেপ্টেম্বর
চিন্তা বাড়াচ্ছে লাথাম-ইয়ং জুটি
লাথাম - ইয়ংয়ের ব্যাটে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। এরইমধ্যে ৩৫ বলে ৩২ রানের জুটি গড়ে উইকেটে থিতু হয়েছে এই দুজন। ২২ বলে ১৮ ইয়ং আর ১৫ বলে ১৫ করে উইকেটে আছেন লাথাম। ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের রান দুই উইকেটে ৫০।
৬টা ৯মিনিট ,৩ সেপ্টেম্বর
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড
নাসুমের পঞ্চম ওভারে দুই চারে ৮ নিয়েছেন নতুন ব্যাটসম্যান ইয়ং। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করতে এসেছেন মেহেদী। নিজের তৃতীয় ওভারে দিলেন মাত্র ১ রান। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ২৮।
৬টা,৩ সেপ্টেম্বর
ব্ল্যান্ডেলকে ফেরালেন মেহেদী
উইকেট ছেড়ে বেরিয়ে এসে রক্ষণাত্মকভাবে খেলতে চেয়েছিলেন ব্ল্যান্ডেল। কিন্তু বলে লাইন মিস করেলন। উইকেটের পেছনে দাঁড়ানো সোহান বল গ্লাভসে জমিয়েই উইকেট ভেঙে দিলেন ৮ বলে ৬ করে ফিরে গেলেন কিউই ওপেনার।
৫টা ৫৬মিনিট,৩ সেপ্টেম্বর
বোলিংয়ে এসেই সাফল্য এনে দিলেন সাকিব
দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে বোলিংয়ে এসে নাসুম আহমেদ দিলেন ৬ রান। পরের ওভারে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। বোলিংয়ে এসেই রাচিনকে বোল্ড করলেন সাকিব। ৩ ওভার শেষে কিউইদের রান ১ উইকেটে ১৭।
৫টা ৪৮মিনিট,৩ সেপ্টেম্বর
স্পিন দিয়ে শুরু
স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশও। প্রথম ওভারে মেহেদী হাসান দিলেন ৪ রান।
৫টা ৩২মিনিট,৩ সেপ্টেম্বর
নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ
সোহানকে নিয়ে শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ। ব্রেসওয়েলের ১৯তম ওভারে টানা দুই চারে এসেছে ১৩ রান। এই ১৩ রানের ১২ রানই এসেছে অধিনায়কের ব্যাট থেকে। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে বেনেট দিয়েছেন ১১ রান। ওভারের শেষ বলে ডিপ মিড উইকেটে সোহানের দুর্দান্ত ক্যাচ দিয়েছেন উইল ইয়ং। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের রান ১৪১।
৫টা ১৩মিনিট ,৩ সেপ্টেম্বর
নেমেই আউট আফিফ
উইকেটে এসেই ফিরে গেলেন আফিফ হোসেন। এজাজ প্যাটেল নিজের শেষ ওভারে বোলিংয়ে এসে আফিফকে গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ বানালেন। ৩ বল ৩ করে বড় শট খেলতে গিয়ে লং অনে ধরা পড়লেন এই তরুণ অলরাউন্ডার। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১০।
৫টা ১১মিনিট ,৩ সেপ্টেম্বর
রাচিন ফেরালেন নাইমকে
উইকেটে থিতু হয়েও ফিফটির আগেই আউট হয়ে গেলেন নাইম। লং ওনে ব্ল্যান্ডেলের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ ওপেনার। আউট হওয়ার আগে করেছেন ৩৯ বলে ৩৯ রান। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ১০৬। উইকেট হারিয়েছে ৪টি।
৫টা ৮মিনিট ,৩ সেপ্টেম্বর
১০০ পেরোল বাংলাদেশ
ব্রেসওয়েলকে সীমানা ছাড়া করে ১০০ পেরোল বাংলাদেশ। ব্রেস ওয়েলের ১৫তম ওভারে এসেছে ১১ রান। ২৫ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে উকেটে আছেন নাইম-মাহমুদউল্লাহ।
৫টা ,৩ সেপ্টেম্বর
নাইম-মাহমুদউল্লার ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে নিয়ে এগোচ্ছে নাইম। শেষ ৩ ওভারে এসেছে ২০ রান।১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯২ । ৩৫ বলে ৩৭ আর ৯ বলে ১২ করে উইকেটে আছেন মাহমুদউল্লাহ।
৪টা ৫০ মিনিট, ৩ সেপ্টেম্বর
ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাকিব
ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাকিব। ম্যাককোনকির বলে সিয়ার্সের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭২।২৯ বলে ২৬ রান নিয়ে এখনো উইকেটে আছেন নাইম।
৪টা ৪৫ মিনিট, ৩ সেপ্টেম্বর
ফিরে গেলেন মুশফিকও
পরের বলেই স্টাম্পড হয়ে ফিরে গেলেন মুশফিকুর রহিম। রাচিনের ১ ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খেল বাংলাদেশ। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৬০। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।
৪টা ৪০ মিনিট, ৩ সেপ্টেম্বর
ফিরে গেলেন লিটন
রাচিনের টার্নে পরাস্ত লিটন। বোল্ড হয়ে গেলেন বাংলাদেশ ওপেনার। আউট হওয়ার আগে করেছেন ২৮ বলে ৩৩ রান।
৪টা ৩৭ মিনিট, ৩ সেপ্টেম্বর
৮ ম্যাচ পর পঞ্চাশ পেরোল উদ্বোধনী জুটি
টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ পর পঞ্চাশোর্ধ উদ্বোধনী জুটি গড়ল ওপেনাররা। মিরপুরের নিচু মন্থর উইকেটে কৃতিত্বটা লিটন, নাইমের। প্রথম ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের রান ৯ ওভারে ৫৩।
৪টা ২৫ মিনিট, ৩ সেপ্টেম্বর
পাওয়ার প্লের ৬ ওভার উইকেট হারায়নি বাংলাদেশ
পাওয়ার প্লের ৬ ওভারের ৩ ওভার করেছেন স্পিনাররা। বাকি চতুর্থ ওভার থেকে পেসাররা আক্রমণে এসেও সাফল্য এনে দিতে পারেননি ল্যাথামকে। প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান কোনো উইকেট না হারিয়ে ৩৬।
৪টা ১৮ মিনিট, ৩ সেপ্টেম্বর
দুই ওপেবারের দারুণ শুরু
দুই ওপেনার খেলছেন বেশ দেখেশুনেই। ৫ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৭। নাইম ১৪ বলে ১২ আর লিটন ১৬ বলে ১৫ করে উইকেটে আছেন।
৪টা ১০ মিনিট, ৩ সেপ্টেম্বর
টানা দুই বাউন্ডারি লিটনের
তৃতীয় ওভারে এসে বাউন্ডারির দেখা পেল বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে প্যাটেলকে সীমানা ছাড়া করেছেন লিটন। তৃতীয় ওভারটা দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ।
৪টা ৫ মিনিট, ৩ সেপ্টেম্বর
জীবন পেলেন লিটন
স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে নিউজিল্যান্ড। এজাজ প্যাটেলের প্রথম ওভার থেকে এসেছে ৩ রান। দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে বোলিংয়ে এসেই লিটন দাশকে ফেরাতে পারতেন কোল ম্যাককোনকি। তবে শর্ট স্কয়ার লেগে লিটনের দেওয়া ক্যাচ ছেড়েছেন ডি গ্র্যান্ডহোম। এই ওভার থেকেও এসেছে ৩ রান। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ছয়।
৩টা ৪৩ মিনিট, ৩ সেপ্টেম্বর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। এদিকে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে বেন সিয়ার্সের। দলে ঢুকেছেন পেসার হ্যামিশ বেনেট। বাদ পড়েছেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফদ্দিন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (উইকেটরক্ষক, অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাককোনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সেয়ার্স।
৭টা ২৯মিনিট ,৩ সেপ্টেম্বর
বাংলাদেশের জয়ের ধারা অব্যাহত
শেষ ওভারে বোলিংয়ে এসেছেন মোস্তাফিজ। এদিকে প্রতিটি বলেই বড় শট খেলতে চাচ্ছেন লাথাম, ম্যাককোনকিরা। তবে প্রথম তিন বলে এসেছে ৬ রান। চতুর্থ বলে বাগড়া বাধালেন মোস্তাফিজ। বল হাত থেকে ছুটে বিমার হয়ে ব্যাটের কানায় লেগে সীমানা পার হয়ে যায়। নো বল থেকেই আসল ৫ রান। ২ বলে দরকার ৮ রান। তবে পরের বলে সরাসরি পায়ে ইয়র্কার দিল মোস্তাফিজ। ২ রান নিল ল্যাথাম। শেষ বলে ৬ হলে জিতে যাবে কিউইরা, তবে ১ রানের বেশি করতে পারলেন না ল্যাথাম। বাংলাদেশ ম্যাচ জিতল ৪ রানে। ৪৯ বলে ৬৫ করে ইনিংসের শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ল্যাথাম। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
৭টা ১৭মিনিট ,৩ সেপ্টেম্বর
সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সোহান
ল্যাথামকে রান আউটের সুযোগ হাতছাড়া করলেন সোহান। সাইফউদ্দিনের ১৯তম ওভারে এসেছে ৮ রান। ম্যাচ জিততে শেষ ওভারে কিউইদের দরকার ২০ রান।
৭টা ১২মিনিট ,৩ সেপ্টেম্বর
ল্যাথামের ফিফটি
ফিফটি পেলেন ল্যাথাম। ৩৮বলে ৪ চার আর ১ ছয়ে ফিফটি তুলে নিলেন কিউই অধিনায়ক। তবে ম্যাচ জিততে এই ফিফটি শেষপর্যন্ত কতটা কাজে আসবে সেটিই এখন দেখার বিষয়। শেষ দুই ওভারে যে ম্যাচ জিততে ল্যাথামদের করতে হবে ২৮ রান।
৬টা ৫৭মিনিট ,৩ সেপ্টেম্বর
নিকোলসকে ফেরালেন মেহেদী
নিকোলসকে ফেরালেন মেহেদী। সুইপ করতে গিয়ে বল আকাশে তুলেছেন নিকোলস। লং লেগে ক্যাচটি আবারও নিয়েছএন মুসশফিক। গত ম্যাচেও মুশফিক নিয়েছিলেন ২টি ক্যাচ। গ্লাভস ছাড়াও এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিল্ডার হিসেবে দুর্দান্ত। শেষ ২৪বলে নিউজিল্যান্ডের দরকার ৪৮ রান। হাতে আছে ৫ উইকেট।
৬টা ৫২মিনিট ,৩ সেপ্টেম্বর
গ্র্যান্ডহোমকে ফেরালেন নাসুম
ল্যাথাম-গ্র্যান্ডহোম জুটি ভয়ংকর হওয়ার আগেই গ্র্যান্ডহোমকে ফেরালেন নাসুম। স্কয়ার লেগে ক্যাচটি নিয়েছেন মুশফিকুর রহিম। ১০ বলে ৮ করে ফিরে গেছেন এই কিউই ব্যাটসম্যান। এই ওভারে নাসুম দিয়েছেন ৩ রান। ম্যাচ জিততে ওভার প্রতি দশের বেশি রান দরকার কিউইদের।
৬টা ৪৯মিনিট ,৩ সেপ্টেম্বর
রান রেট বেড়ে যাচ্ছে কিউইদের
উইকেট মোটে ৩টি হারালেও ধীরে ধীরে রান রেট বেড়ে যাচ্ছে কিউইদের। ম্যাচ জিততে শেষ ৬ ওভারে গড়ে ৯.৫০ রান করতে হবে ল্যাথামের দলকে। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৮৫। উইকেটে আছেন লাথাম আর গ্র্যান্ডহোম।
৬টা ৩০মিনিট ,৩ সেপ্টেম্বর
জুটি ভাঙলেন সাকিব
নিজের তৃতীয় ওভারে এসে লাথাম-ইয়ংয়ের ৪৩ রানের জুটি ভাঙলেন সাকিব। ১১তম ওভারের শেষ বলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ বানালেন উইল ইয়ংকে। আউট হওয়ার আগে এই কিউই ব্যাটসম্যান করেছেন ২৮ বলে ২২ রান। ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৬১।
৬টা ২১মিনিট ,৩ সেপ্টেম্বর
চিন্তা বাড়াচ্ছে লাথাম-ইয়ং জুটি
লাথাম - ইয়ংয়ের ব্যাটে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড। এরইমধ্যে ৩৫ বলে ৩২ রানের জুটি গড়ে উইকেটে থিতু হয়েছে এই দুজন। ২২ বলে ১৮ ইয়ং আর ১৫ বলে ১৫ করে উইকেটে আছেন লাথাম। ৯ ওভার শেষে নিউজিল্যান্ডের রান দুই উইকেটে ৫০।
৬টা ৯মিনিট ,৩ সেপ্টেম্বর
পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড
নাসুমের পঞ্চম ওভারে দুই চারে ৮ নিয়েছেন নতুন ব্যাটসম্যান ইয়ং। পাওয়ার প্লের শেষ ওভারে বোলিং করতে এসেছেন মেহেদী। নিজের তৃতীয় ওভারে দিলেন মাত্র ১ রান। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ২৮।
৬টা,৩ সেপ্টেম্বর
ব্ল্যান্ডেলকে ফেরালেন মেহেদী
উইকেট ছেড়ে বেরিয়ে এসে রক্ষণাত্মকভাবে খেলতে চেয়েছিলেন ব্ল্যান্ডেল। কিন্তু বলে লাইন মিস করেলন। উইকেটের পেছনে দাঁড়ানো সোহান বল গ্লাভসে জমিয়েই উইকেট ভেঙে দিলেন ৮ বলে ৬ করে ফিরে গেলেন কিউই ওপেনার।
৫টা ৫৬মিনিট,৩ সেপ্টেম্বর
বোলিংয়ে এসেই সাফল্য এনে দিলেন সাকিব
দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে বোলিংয়ে এসে নাসুম আহমেদ দিলেন ৬ রান। পরের ওভারে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। বোলিংয়ে এসেই রাচিনকে বোল্ড করলেন সাকিব। ৩ ওভার শেষে কিউইদের রান ১ উইকেটে ১৭।
৫টা ৪৮মিনিট,৩ সেপ্টেম্বর
স্পিন দিয়ে শুরু
স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে বাংলাদেশও। প্রথম ওভারে মেহেদী হাসান দিলেন ৪ রান।
৫টা ৩২মিনিট,৩ সেপ্টেম্বর
নিউজিল্যান্ডকে ১৪২ রানের টার্গেট দিল বাংলাদেশ
সোহানকে নিয়ে শেষদিকে দ্রুত রান তোলার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ। ব্রেসওয়েলের ১৯তম ওভারে টানা দুই চারে এসেছে ১৩ রান। এই ১৩ রানের ১২ রানই এসেছে অধিনায়কের ব্যাট থেকে। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে এসে বেনেট দিয়েছেন ১১ রান। ওভারের শেষ বলে ডিপ মিড উইকেটে সোহানের দুর্দান্ত ক্যাচ দিয়েছেন উইল ইয়ং। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের রান ১৪১।
৫টা ১৩মিনিট ,৩ সেপ্টেম্বর
নেমেই আউট আফিফ
উইকেটে এসেই ফিরে গেলেন আফিফ হোসেন। এজাজ প্যাটেল নিজের শেষ ওভারে বোলিংয়ে এসে আফিফকে গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ বানালেন। ৩ বল ৩ করে বড় শট খেলতে গিয়ে লং অনে ধরা পড়লেন এই তরুণ অলরাউন্ডার। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১০।
৫টা ১১মিনিট ,৩ সেপ্টেম্বর
রাচিন ফেরালেন নাইমকে
উইকেটে থিতু হয়েও ফিফটির আগেই আউট হয়ে গেলেন নাইম। লং ওনে ব্ল্যান্ডেলের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশ ওপেনার। আউট হওয়ার আগে করেছেন ৩৯ বলে ৩৯ রান। ১৬ ওভার শেষে বাংলাদেশের রান ১০৬। উইকেট হারিয়েছে ৪টি।
৫টা ৮মিনিট ,৩ সেপ্টেম্বর
১০০ পেরোল বাংলাদেশ
ব্রেসওয়েলকে সীমানা ছাড়া করে ১০০ পেরোল বাংলাদেশ। ব্রেস ওয়েলের ১৫তম ওভারে এসেছে ১১ রান। ২৫ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটিতে উকেটে আছেন নাইম-মাহমুদউল্লাহ।
৫টা ,৩ সেপ্টেম্বর
নাইম-মাহমুদউল্লার ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহকে নিয়ে এগোচ্ছে নাইম। শেষ ৩ ওভারে এসেছে ২০ রান।১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৯২ । ৩৫ বলে ৩৭ আর ৯ বলে ১২ করে উইকেটে আছেন মাহমুদউল্লাহ।
৪টা ৫০ মিনিট, ৩ সেপ্টেম্বর
ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাকিব
ক্যাচ দিয়ে ফিরে গেলেন সাকিব। ম্যাককোনকির বলে সিয়ার্সের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭২।২৯ বলে ২৬ রান নিয়ে এখনো উইকেটে আছেন নাইম।
৪টা ৪৫ মিনিট, ৩ সেপ্টেম্বর
ফিরে গেলেন মুশফিকও
পরের বলেই স্টাম্পড হয়ে ফিরে গেলেন মুশফিকুর রহিম। রাচিনের ১ ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খেল বাংলাদেশ। ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৬০। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।
৪টা ৪০ মিনিট, ৩ সেপ্টেম্বর
ফিরে গেলেন লিটন
রাচিনের টার্নে পরাস্ত লিটন। বোল্ড হয়ে গেলেন বাংলাদেশ ওপেনার। আউট হওয়ার আগে করেছেন ২৮ বলে ৩৩ রান।
৪টা ৩৭ মিনিট, ৩ সেপ্টেম্বর
৮ ম্যাচ পর পঞ্চাশ পেরোল উদ্বোধনী জুটি
টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ পর পঞ্চাশোর্ধ উদ্বোধনী জুটি গড়ল ওপেনাররা। মিরপুরের নিচু মন্থর উইকেটে কৃতিত্বটা লিটন, নাইমের। প্রথম ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের রান ৯ ওভারে ৫৩।
৪টা ২৫ মিনিট, ৩ সেপ্টেম্বর
পাওয়ার প্লের ৬ ওভার উইকেট হারায়নি বাংলাদেশ
পাওয়ার প্লের ৬ ওভারের ৩ ওভার করেছেন স্পিনাররা। বাকি চতুর্থ ওভার থেকে পেসাররা আক্রমণে এসেও সাফল্য এনে দিতে পারেননি ল্যাথামকে। প্রথম ৬ ওভারে বাংলাদেশের রান কোনো উইকেট না হারিয়ে ৩৬।
৪টা ১৮ মিনিট, ৩ সেপ্টেম্বর
দুই ওপেবারের দারুণ শুরু
দুই ওপেনার খেলছেন বেশ দেখেশুনেই। ৫ ওভার শেষে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৭। নাইম ১৪ বলে ১২ আর লিটন ১৬ বলে ১৫ করে উইকেটে আছেন।
৪টা ১০ মিনিট, ৩ সেপ্টেম্বর
টানা দুই বাউন্ডারি লিটনের
তৃতীয় ওভারে এসে বাউন্ডারির দেখা পেল বাংলাদেশ। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে প্যাটেলকে সীমানা ছাড়া করেছেন লিটন। তৃতীয় ওভারটা দারুণভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ।
৪টা ৫ মিনিট, ৩ সেপ্টেম্বর
জীবন পেলেন লিটন
স্পিন দিয়ে আক্রমণ শুরু করেছে নিউজিল্যান্ড। এজাজ প্যাটেলের প্রথম ওভার থেকে এসেছে ৩ রান। দ্বিতীয় ওভারে আরেক প্রান্ত থেকে বোলিংয়ে এসেই লিটন দাশকে ফেরাতে পারতেন কোল ম্যাককোনকি। তবে শর্ট স্কয়ার লেগে লিটনের দেওয়া ক্যাচ ছেড়েছেন ডি গ্র্যান্ডহোম। এই ওভার থেকেও এসেছে ৩ রান। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ছয়।
৩টা ৪৩ মিনিট, ৩ সেপ্টেম্বর
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে মাহমুদউল্লাহর দল। এদিকে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে বেন সিয়ার্সের। দলে ঢুকেছেন পেসার হ্যামিশ বেনেট। বাদ পড়েছেন জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফদ্দিন, মোস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ
রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (উইকেটরক্ষক, অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাককোনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সেয়ার্স।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে