নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ১৪ বছরের ক্যারিয়ারে দেশ, ক্লাব, ঘরোয়া–বিদেশি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে অন্তত ২০ দলের জার্সি গায়ে জড়িয়েছেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ‘মুগ্ধ’ এমন এক জার্সিতে, যেটি কিনা দেখা গেল এই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিমের চোখে ডিপিএলের দল ব্রাদার্স ইউনিয়নের জার্সিটা সবচেয়ে বর্ণিল মনে হয়েছে!
আজ দুপুরে অনুশীলনের ফাঁকে ব্রাদার্স ইউনিয়নের মাইশুকুর রহমানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে দেওয়া সেই ছবির ক্যাপশনে তামিম লিখেছেন, ‘এটাই আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বর্ণিল জার্সি।’ একই সঙ্গে ভক্তদের উদ্দেশে একটা প্রশ্নও ছুড়ে দিয়েছেন বাঁহাতি ওপেনার, ‘এর চেয়ে বর্ণিল কিছু আপনাদের চোখে পড়ে থাকলে বলুন।’
তামিমের চোখে বর্ণিল জার্সিটা আসলে একটু বেশিই রঙিন। কমলা, হলুদ ও নীল রঙের মিশেলে তৈরি জার্সি আর ট্রাউজারটা সার্কাস দলের সদস্যদের কথাই যেন মনে করিয়ে দিচ্ছে! ওপরের অংশটা কমলা রঙের, নিচে কমলার ওপর নীল সবুজের ডোরাকাটা নকশা—একটু ব্যতিক্রমই বটে।
প্রাইম ব্যাংকের হয়ে এই ডিপিএল খেলা তামিমের গায়েও একবার ব্রাদার্স ইউনিয়নের জার্সি উঠেছিল। ২০১৩ মৌসুমে ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক ছিলেন তামিম। তাঁর প্রশ্নের জবাবে ভক্তরা আজ বিকেল ৫টা পর্যন্ত প্রায় দুই হাজার মন্তব্য করেছেন। বেশির ভাগ ভক্তই জানিয়েছেন তাঁদের চোখে বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজের রঙের জার্সিই সবচেয়ে বর্ণিল। অনেকে আবার ব্রাদার্স ইউনিয়নের জার্সিটা নিয়ে প্রশংসার পাশাপাশি মজাও করেছেন, ‘পোশাকে রঙের খেলা একটু বেশিই হয়ে গেছে!’
ঢাকা: ১৪ বছরের ক্যারিয়ারে দেশ, ক্লাব, ঘরোয়া–বিদেশি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে অন্তত ২০ দলের জার্সি গায়ে জড়িয়েছেন তামিম ইকবাল। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ‘মুগ্ধ’ এমন এক জার্সিতে, যেটি কিনা দেখা গেল এই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিমের চোখে ডিপিএলের দল ব্রাদার্স ইউনিয়নের জার্সিটা সবচেয়ে বর্ণিল মনে হয়েছে!
আজ দুপুরে অনুশীলনের ফাঁকে ব্রাদার্স ইউনিয়নের মাইশুকুর রহমানের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন তামিম ইকবাল। নিজের ফেসবুক পেজে দেওয়া সেই ছবির ক্যাপশনে তামিম লিখেছেন, ‘এটাই আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বর্ণিল জার্সি।’ একই সঙ্গে ভক্তদের উদ্দেশে একটা প্রশ্নও ছুড়ে দিয়েছেন বাঁহাতি ওপেনার, ‘এর চেয়ে বর্ণিল কিছু আপনাদের চোখে পড়ে থাকলে বলুন।’
তামিমের চোখে বর্ণিল জার্সিটা আসলে একটু বেশিই রঙিন। কমলা, হলুদ ও নীল রঙের মিশেলে তৈরি জার্সি আর ট্রাউজারটা সার্কাস দলের সদস্যদের কথাই যেন মনে করিয়ে দিচ্ছে! ওপরের অংশটা কমলা রঙের, নিচে কমলার ওপর নীল সবুজের ডোরাকাটা নকশা—একটু ব্যতিক্রমই বটে।
প্রাইম ব্যাংকের হয়ে এই ডিপিএল খেলা তামিমের গায়েও একবার ব্রাদার্স ইউনিয়নের জার্সি উঠেছিল। ২০১৩ মৌসুমে ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক ছিলেন তামিম। তাঁর প্রশ্নের জবাবে ভক্তরা আজ বিকেল ৫টা পর্যন্ত প্রায় দুই হাজার মন্তব্য করেছেন। বেশির ভাগ ভক্তই জানিয়েছেন তাঁদের চোখে বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজের রঙের জার্সিই সবচেয়ে বর্ণিল। অনেকে আবার ব্রাদার্স ইউনিয়নের জার্সিটা নিয়ে প্রশংসার পাশাপাশি মজাও করেছেন, ‘পোশাকে রঙের খেলা একটু বেশিই হয়ে গেছে!’
৩ নভেম্বর, ২০২৪—মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন ভারতকে তৃতীয় টেস্টে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। এক মাস না যেতে টেস্ট খেলতে নামার আগেই চমকে গেল কিউইরা।
২৫ মিনিট আগেশিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
৩ ঘণ্টা আগেকথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
৬ ঘণ্টা আগে