ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে নামের সুবিচার করতে না পারায় শুবমান গিলের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন বাবর আজম। এবার হারানো সিংহাসন ফিরে পেয়েছেন তিনি। সেটিও আবার কোনো ম্যাচ না খেলেই। আজ আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটারদের চূড়ায় উঠেছেন তিনি।
যাঁর কাছ থেকে সিংহাসন পুনরুদ্ধার করেছেন বাবর সেই গিলও আবার বিশ্বকাপের পর কোনো ম্যাচ খেলেননি। মূলত তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। ভারতীয় দলে না থাকায় উদীয়মান ব্যাটারের লাভের গুড় খেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর। আর ৮১০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন গিল।
ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন না হলেও টি–টোয়েন্টিতে হয়েছে। প্রথমবারের মতো সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন আদিল রশিদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার।
দুই ধাপ উন্নতি হয়েছে আদিলের। এতে করে পেছনে ফেলেছেন দুইয়ে থাকা আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান এবং তিনে থাকা ও ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণোইকে। আদিলের শীর্ষে উঠার মধ্যে দিয়ে ইংল্যান্ডের দীর্ঘ এক অপেক্ষারও অবসান হয়েছে। এক দশকেরও বেশি সময় পর কোনো ইংলিশ বোলার শীর্ষে উঠেছে। সর্বশেষ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ইংল্যান্ডের সাবেক অফ স্পিনার গ্রায়েম সোয়ান।
অন্যদিকে টি–টোয়েন্টির ব্যাটিং র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটারের পরেই আছেন মোহাম্মদ রিজওয়ান ও এইডেন মার্করাম। অন্যদের পজিশনে উঠা–নামা হলেও সীমিত ওভারের সংস্করণের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের মতো টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজ নিজ জায়গা ধরে রেখেছেন কেন উইলিয়ামসন, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
বিশ্বকাপে নামের সুবিচার করতে না পারায় শুবমান গিলের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন বাবর আজম। এবার হারানো সিংহাসন ফিরে পেয়েছেন তিনি। সেটিও আবার কোনো ম্যাচ না খেলেই। আজ আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটারদের চূড়ায় উঠেছেন তিনি।
যাঁর কাছ থেকে সিংহাসন পুনরুদ্ধার করেছেন বাবর সেই গিলও আবার বিশ্বকাপের পর কোনো ম্যাচ খেলেননি। মূলত তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। ভারতীয় দলে না থাকায় উদীয়মান ব্যাটারের লাভের গুড় খেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর। আর ৮১০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন গিল।
ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন না হলেও টি–টোয়েন্টিতে হয়েছে। প্রথমবারের মতো সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন আদিল রশিদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার।
দুই ধাপ উন্নতি হয়েছে আদিলের। এতে করে পেছনে ফেলেছেন দুইয়ে থাকা আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান এবং তিনে থাকা ও ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণোইকে। আদিলের শীর্ষে উঠার মধ্যে দিয়ে ইংল্যান্ডের দীর্ঘ এক অপেক্ষারও অবসান হয়েছে। এক দশকেরও বেশি সময় পর কোনো ইংলিশ বোলার শীর্ষে উঠেছে। সর্বশেষ র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ইংল্যান্ডের সাবেক অফ স্পিনার গ্রায়েম সোয়ান।
অন্যদিকে টি–টোয়েন্টির ব্যাটিং র্যাঙ্কিংয়ে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটারের পরেই আছেন মোহাম্মদ রিজওয়ান ও এইডেন মার্করাম। অন্যদের পজিশনে উঠা–নামা হলেও সীমিত ওভারের সংস্করণের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের মতো টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজ নিজ জায়গা ধরে রেখেছেন কেন উইলিয়ামসন, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের অবস্থা ‘স্যান্ডউইচ’। কারণ ২০২৭ আইপিএল চলার সময়ই শুরু হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্ট।
১১ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
১ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
২ ঘণ্টা আগে