ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান ম্যাচ মানে বরাবরই বাড়তি উত্তেজনা। এ দুই দলের খেলা দেখার জন্য অপেক্ষায় থাকে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ। এ দুই দলের ম্যাচ নিয়ে দর্শক আকর্ষণ কতটা তুঙ্গে, তা সদ্য শেষ হওয়া বিশ্বকাপের দিকে চোখ রাখলেই বোঝা যাবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিভি দর্শকসংখ্যা টি-টোয়েন্টিতে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানায় টুর্নামেন্টের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এই ম্যাচের পর আবার আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচ। এ দুই দলের ম্যাচ নিয়ে এবার নতুন তথ্য দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা।
অনেক দিন ধরেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য তাকিয়ে থাকতে হয় আইসিসি বা এসিসির আয়োজনের দিকে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কেবল এই আসরগুলোতে মুখোমুখি হওয়ার সুযোগ পায় দুই দল। এর আগে দায়িত্ব নিয়ে পিসিবি চেয়ারম্যান স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ অসম্ভব। এবার অবশ্য রমিজ ভিন্ন কথা বলছেন।
দ্বিপক্ষীয় না হলেও ত্রিদেশীয় সিরিজ আয়োজনের মাধ্যমে দুই দেশের খেলা সম্ভব হতে পারে বলে মনে করছেন রমিজ। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান ও ভারতের দ্বিপক্ষীয় সিরিজ খেলা অসম্ভব। তবে আমরা সম্ভবত ত্রিদেশীয় সিরিজে দুই দেশের খেলা নিয়ে আশাবাদী হতে পারি।’
এদিকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্বও পেয়েছে পাকিস্তান। আইসিসির বৈশ্বিক এই আয়োজন থেকে ভারত সহজেই সরে দাঁড়াতে পারবে না বলেও মনে করছেন রমিজ, ‘আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো সহজ নয়। আমার মনে হয় ভারতও সরে দাঁড়াবে না।’
ভারত-পাকিস্তান ম্যাচ মানে বরাবরই বাড়তি উত্তেজনা। এ দুই দলের খেলা দেখার জন্য অপেক্ষায় থাকে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ। এ দুই দলের ম্যাচ নিয়ে দর্শক আকর্ষণ কতটা তুঙ্গে, তা সদ্য শেষ হওয়া বিশ্বকাপের দিকে চোখ রাখলেই বোঝা যাবে। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিভি দর্শকসংখ্যা টি-টোয়েন্টিতে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানায় টুর্নামেন্টের অফিশিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। এই ম্যাচের পর আবার আলোচনায় ভারত-পাকিস্তান ম্যাচ। এ দুই দলের ম্যাচ নিয়ে এবার নতুন তথ্য দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা।
অনেক দিন ধরেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য তাকিয়ে থাকতে হয় আইসিসি বা এসিসির আয়োজনের দিকে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কেবল এই আসরগুলোতে মুখোমুখি হওয়ার সুযোগ পায় দুই দল। এর আগে দায়িত্ব নিয়ে পিসিবি চেয়ারম্যান স্পষ্টভাবে বলে দিয়েছিলেন, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ অসম্ভব। এবার অবশ্য রমিজ ভিন্ন কথা বলছেন।
দ্বিপক্ষীয় না হলেও ত্রিদেশীয় সিরিজ আয়োজনের মাধ্যমে দুই দেশের খেলা সম্ভব হতে পারে বলে মনে করছেন রমিজ। পিসিবি চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান ও ভারতের দ্বিপক্ষীয় সিরিজ খেলা অসম্ভব। তবে আমরা সম্ভবত ত্রিদেশীয় সিরিজে দুই দেশের খেলা নিয়ে আশাবাদী হতে পারি।’
এদিকে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্বও পেয়েছে পাকিস্তান। আইসিসির বৈশ্বিক এই আয়োজন থেকে ভারত সহজেই সরে দাঁড়াতে পারবে না বলেও মনে করছেন রমিজ, ‘আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো সহজ নয়। আমার মনে হয় ভারতও সরে দাঁড়াবে না।’
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানকে নিতে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সেই পাকিস্তান ৪৮ ঘণ্টার ব্যবধানে নিল ‘মধুর প্রতিশোধ’। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেকাল থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের আগে আজ ছিল দুই দলের সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচনের আয়োজন। ট্রফি উন্মোচনে বিসিবির নতুনত্ব নজর কেড়েছে সবার।
২ ঘণ্টা আগেটানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
৩ ঘণ্টা আগে