ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ নিয়ে ওয়ানডেতে খেলতে নেমেছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মেয়েদের কাছে ৫ উইকেটে হেরে যান। আজ তিন ম্যাচ সিরিজের সমতায় ফেরানো ম্যাচে ভালো শুরুর পরও ১৬৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে দেখে-শুনে শুরুটা করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে ২১ রান করেন তাঁরা। ১২ রানে সাদিয়া ইকবালের বলে মুর্শিদা আউট হলে ভেঙে যায় তাঁদের জুটি।
ওপেনিং সঙ্গীকে হারানোর পর তিনে নামা সোবহানা মোস্তারির সঙ্গে আরেকটি বিশোর্ধ্ব জুটি গড়েন ফারজানা। দলীয় রান ৪৩ হওয়ার সময় এবার তাঁকে ক্রিজে রেখে যান মোস্তারিও। ১৬ রানে নাশরা সান্ধুর এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ইনিংসের বড় জুটিটি হয় তৃতীয় উইকেটে। যে জুটির কল্যাণে বাংলাদেশ ১৫০ রান পেরোনোর সুযোগ পায়।
তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি-ফারজানা। দুজনে যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে একটা সময় মনে হয়েছিল ২০০ রানের ওপরে সংগ্রহ পাবে বাংলাদেশ। কিন্তু ৪০ রানে ফারজানা রানআউটে বিদায় নিলে ম্যাচের গতিপথ যায় বদলে। তখন ১৫০ হবে কি না, তা নিয়েই শঙ্কা জাগে। কেননা, তাঁর আউটের পর একের পর এক উইকেট বিলিয়ে দেন বাংলাদেশের মেয়েরা।
তবে শেষ পর্যন্ত স্কোর ১৬৯ হয়েছে ‘নিঃসঙ্গ শেরপা’ হিসেবে একাই লড়ে যাওয়া জ্যোতির সৌজন্যে। নবম ব্যাটার হিসেবে যখন আউট হলেন, তখন বাংলাদেশের ইনিংস শেষ হতে ১ বল বাকি ছিল। ড্রেসিংরুমে ফেরার আগে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক। তাঁর ৫৪ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও চার আছে ৩টি। প্রতিপক্ষের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ও নাশরা।
টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ নিয়ে ওয়ানডেতে খেলতে নেমেছিলেন বাংলাদেশের মেয়েরা। কিন্তু প্রথম ওয়ানডেতে পাকিস্তানের মেয়েদের কাছে ৫ উইকেটে হেরে যান। আজ তিন ম্যাচ সিরিজের সমতায় ফেরানো ম্যাচে ভালো শুরুর পরও ১৬৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাটিংয়ে নেমে দেখে-শুনে শুরুটা করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। উদ্বোধনী জুটিতে ২১ রান করেন তাঁরা। ১২ রানে সাদিয়া ইকবালের বলে মুর্শিদা আউট হলে ভেঙে যায় তাঁদের জুটি।
ওপেনিং সঙ্গীকে হারানোর পর তিনে নামা সোবহানা মোস্তারির সঙ্গে আরেকটি বিশোর্ধ্ব জুটি গড়েন ফারজানা। দলীয় রান ৪৩ হওয়ার সময় এবার তাঁকে ক্রিজে রেখে যান মোস্তারিও। ১৬ রানে নাশরা সান্ধুর এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ইনিংসের বড় জুটিটি হয় তৃতীয় উইকেটে। যে জুটির কল্যাণে বাংলাদেশ ১৫০ রান পেরোনোর সুযোগ পায়।
তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়েন জ্যোতি-ফারজানা। দুজনে যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে একটা সময় মনে হয়েছিল ২০০ রানের ওপরে সংগ্রহ পাবে বাংলাদেশ। কিন্তু ৪০ রানে ফারজানা রানআউটে বিদায় নিলে ম্যাচের গতিপথ যায় বদলে। তখন ১৫০ হবে কি না, তা নিয়েই শঙ্কা জাগে। কেননা, তাঁর আউটের পর একের পর এক উইকেট বিলিয়ে দেন বাংলাদেশের মেয়েরা।
তবে শেষ পর্যন্ত স্কোর ১৬৯ হয়েছে ‘নিঃসঙ্গ শেরপা’ হিসেবে একাই লড়ে যাওয়া জ্যোতির সৌজন্যে। নবম ব্যাটার হিসেবে যখন আউট হলেন, তখন বাংলাদেশের ইনিংস শেষ হতে ১ বল বাকি ছিল। ড্রেসিংরুমে ফেরার আগে ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক। তাঁর ৫৪ রানের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও চার আছে ৩টি। প্রতিপক্ষের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ও নাশরা।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে