ক্রীড়া ডেস্ক
আইপিএলের যে মাঠেই চেন্নাই সুপার কিংসের খেলা হোক না কেন, একটা দৃশ্য সব স্টেডিয়ামে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়কের নামে স্লোগান চলে সমান তালে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে।
ধোনি ব্যাটিং নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা দর্শক গগনবিদারি চিৎকারে ফেটে পড়ে। আর সেই চিৎকার এতটাই ছিল যে স্টেডিয়ামের একাংশের শ্রবণশক্তি নাকি হ্রাস পায়। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতিপক্ষ কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক।
ধোনি ব্যাটিংয়ে নামার আগে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যখন ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিংয়ে নামেন, শব্দের মাত্রা তখন বেড়ে যায়। নিজের সামাজিক মাধ্যমে সেই সময়কার শব্দের ডেসিবল কত ছিল তা শেয়ার করেছেন সাশা। নিজের হাতের স্মার্ট ঘড়িতে শব্দের মাত্রা দেখার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন ধোনি ব্যাটিং করতে মাঠে নামেন, উচ্চ স্বরের পরিবেশ-শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল। এ ভাবে ১০ মিনিট চললে অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস হতে পারে।’
দর্শক-সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদানও দিয়েছেন ধোনি। ৯ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তবে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি দলের হাসিমুখে মাঠ ছাড়ার কাজে আসেনি। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য যে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক লক্ষ্ণৌ। বড় ব্যবধানের জয়ের ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ৮২ রানের বিপরীতে সাশার স্বামী ডি কক খেলেছেন ৫৪ রানের এক ইনিংস।
আইপিএলের যে মাঠেই চেন্নাই সুপার কিংসের খেলা হোক না কেন, একটা দৃশ্য সব স্টেডিয়ামে দেখা যায়। ভারতের সাবেক অধিনায়কের নামে স্লোগান চলে সমান তালে। গতকালও এমন দৃশ্য দেখা গেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মাঠে।
ধোনি ব্যাটিং নামার সঙ্গে সঙ্গে খেলা দেখতে আসা দর্শক গগনবিদারি চিৎকারে ফেটে পড়ে। আর সেই চিৎকার এতটাই ছিল যে স্টেডিয়ামের একাংশের শ্রবণশক্তি নাকি হ্রাস পায়। এমনটাই জানিয়েছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়কের প্রতিপক্ষ কুইন্টন ডি ককের স্ত্রী সাশা ডি কক।
ধোনি ব্যাটিংয়ে নামার আগে সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু যখন ৪২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার ব্যাটিংয়ে নামেন, শব্দের মাত্রা তখন বেড়ে যায়। নিজের সামাজিক মাধ্যমে সেই সময়কার শব্দের ডেসিবল কত ছিল তা শেয়ার করেছেন সাশা। নিজের হাতের স্মার্ট ঘড়িতে শব্দের মাত্রা দেখার ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘যখন ধোনি ব্যাটিং করতে মাঠে নামেন, উচ্চ স্বরের পরিবেশ-শব্দের মাত্রা ৯৫ ডেসিবেল। এ ভাবে ১০ মিনিট চললে অস্থায়ীভাবে শ্রবণশক্তি হ্রাস হতে পারে।’
দর্শক-সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদানও দিয়েছেন ধোনি। ৯ বলে অপরাজিত ২৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন। তবে ৩ চার ও ২ ছক্কায় সাজানো ইনিংসটি দলের হাসিমুখে মাঠ ছাড়ার কাজে আসেনি। তাদের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য যে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে স্বাগতিক লক্ষ্ণৌ। বড় ব্যবধানের জয়ের ম্যাচে অধিনায়ক লোকেশ রাহুলের ৮২ রানের বিপরীতে সাশার স্বামী ডি কক খেলেছেন ৫৪ রানের এক ইনিংস।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৬ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে