ক্রীড়া ডেস্ক
১০ ম্যাচের ১০টি জিতে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগে বেশির ভাগেরই ভবিষ্যদ্বাণী ছিল ভারতের পক্ষে। ঘরের মাঠ, চেনা কন্ডিশন, তার ওপর টুর্নামেন্টজুড়ে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে তাদের এগিয়ে না রাখার কোনো উপায় কি ছিল।
টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো ভারত গতকাল ফাইনালেও বিধ্বংসী শুরু করেছিল। প্রথম ১০ ওভারে ২ উইকেটে করেছিল ৮০ রান। তবে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই। বড় মঞ্চে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা তাদের চেয়ে ভালো হয়তো আর কারও জানা নেই। অজিদের দুর্দান্ত বোলিংয়ে ভারত পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২৪০ রানে অলআউট হয়ে গেছে ভারত। ২৪১ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার প্রথম ৭ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৪৭ রান। সেখান থেকে ট্রাভিস হেড-মারনাস লাবুশেনের ২১৫ বলে ১৯২ রানের জুটিতে অস্ট্রেলিয়া শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলে।
এরপর গ্লেন ম্যাক্সওয়েল ২ রান নিতেই পুরো অস্ট্রেলিয়ান ডাগআউট ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে। এর উল্টো চিত্রটা ছিল ভারতীয় দলের। টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে ফাইনালে এসে তারা হোঁচট খেল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব-প্রত্যেকের মুখেই হতাশার ছাপ ছিল স্পষ্ট। ফাইনাল শেষে মুশফিকুর রহিম ভারতীয় দলকে জানিয়েছেন সমবেদনা। নিজের ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। এটা তাদের প্রাপ্য। ভারতীয় দলের জন্য সমবেদনা। তারা টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে।’
মুশফিকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। লিটন দাস তাঁর ফেসবুকে লিখেছেন, ‘ষষ্ঠ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন।’ শরীফুল ইসলাম লিখেছেন, ‘অভিনন্দন অস্ট্রেলিয়া।’ মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অসাধারণ অর্জনের জন্য তাদের অভিনন্দন।’
১০ ম্যাচের ১০টি জিতে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের আগে বেশির ভাগেরই ভবিষ্যদ্বাণী ছিল ভারতের পক্ষে। ঘরের মাঠ, চেনা কন্ডিশন, তার ওপর টুর্নামেন্টজুড়ে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সে তাদের এগিয়ে না রাখার কোনো উপায় কি ছিল।
টুর্নামেন্টজুড়ে দাপট দেখানো ভারত গতকাল ফাইনালেও বিধ্বংসী শুরু করেছিল। প্রথম ১০ ওভারে ২ উইকেটে করেছিল ৮০ রান। তবে অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়াই। বড় মঞ্চে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা তাদের চেয়ে ভালো হয়তো আর কারও জানা নেই। অজিদের দুর্দান্ত বোলিংয়ে ভারত পুরো ৫০ ওভার ব্যাটিং করে ২৪০ রানে অলআউট হয়ে গেছে ভারত। ২৪১ রান তাড়া করতে নামা অস্ট্রেলিয়ার প্রথম ৭ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৪৭ রান। সেখান থেকে ট্রাভিস হেড-মারনাস লাবুশেনের ২১৫ বলে ১৯২ রানের জুটিতে অস্ট্রেলিয়া শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলে।
এরপর গ্লেন ম্যাক্সওয়েল ২ রান নিতেই পুরো অস্ট্রেলিয়ান ডাগআউট ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জয়ের আনন্দে উল্লাসে ফেটে পড়ে। এর উল্টো চিত্রটা ছিল ভারতীয় দলের। টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে ফাইনালে এসে তারা হোঁচট খেল। বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব-প্রত্যেকের মুখেই হতাশার ছাপ ছিল স্পষ্ট। ফাইনাল শেষে মুশফিকুর রহিম ভারতীয় দলকে জানিয়েছেন সমবেদনা। নিজের ফেসবুক পেজে এক পোস্টে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন। এটা তাদের প্রাপ্য। ভারতীয় দলের জন্য সমবেদনা। তারা টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে।’
মুশফিকের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররাও ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়েছেন। লিটন দাস তাঁর ফেসবুকে লিখেছেন, ‘ষষ্ঠ বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া দলকে অভিনন্দন।’ শরীফুল ইসলাম লিখেছেন, ‘অভিনন্দন অস্ট্রেলিয়া।’ মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘২০২৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অসাধারণ অর্জনের জন্য তাদের অভিনন্দন।’
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৮ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১০ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে