ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সন্দীপ লামিচানেকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। তবু বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে নেপালের এই লেগ স্পিনারের।
যুক্তরাষ্ট্রে খেলা হলেও এবারের বিশ্বকাপে তারা সহ-আয়োজক। মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক বিজ্ঞপ্তিতে আজ তা নিশ্চিত করেছে। সিএএন এক বিবৃতি বলেছে, ‘ভিসা বাতিলের পরও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচে লামিচানে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয় করে তা করা হয়েছে।’
ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে নেপাল। নেপাল পরের ম্যাচ খেলবে ফ্লোরিডায় পরশু শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে খেলবে নেপাল। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডলে লামিচানে লিখেছেন, ‘প্রথমত আমি নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও সিএএনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তারা আমাকে যেভাবে সমর্থন নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে সেটা পাইনি। ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি। নিজের ও সব ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণ করতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপের জন্য প্রথমে ১৪ সদস্যের একটা তালিকা দিয়েছিল নেপাল। সেখানে লামিচানের জন্য একটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, প্রতীশ জিসির স্থলাভিষিক্ত হচ্ছেন লামিচানে।
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের জানুয়ারি মাসে তাঁকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। সেই ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন এ বছরের ১৫ মে।
আরও পড়ুন:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সন্দীপ লামিচানেকে যুক্তরাষ্ট্রের ভিসা পাইয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়েছে। তবু বিশ্বকাপে খেলতে যাচ্ছেন লামিচানে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার সম্ভাবনা রয়েছে নেপালের এই লেগ স্পিনারের।
যুক্তরাষ্ট্রে খেলা হলেও এবারের বিশ্বকাপে তারা সহ-আয়োজক। মূল আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজেই বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) এক বিজ্ঞপ্তিতে আজ তা নিশ্চিত করেছে। সিএএন এক বিবৃতি বলেছে, ‘ভিসা বাতিলের পরও দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে নেপালের ম্যাচে লামিচানে খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সঙ্গে সমন্বয় করে তা করা হয়েছে।’
ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে হেরে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করে নেপাল। নেপাল পরের ম্যাচ খেলবে ফ্লোরিডায় পরশু শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫ ও ১৭ জুন দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেন্ট ভিনসেন্টে খেলবে নেপাল। ওয়েস্ট ইন্ডিজে খেলার সুযোগ পাওয়ার পর নিজের এক্স হ্যান্ডলে লামিচানে লিখেছেন, ‘প্রথমত আমি নেপাল সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও সিএএনকে ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের ভিসা পেতে তারা আমাকে যেভাবে সমর্থন নিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে সেটা পাইনি। ওয়েস্ট ইন্ডিজে শেষ দুই ম্যাচ খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছি। নিজের ও সব ক্রিকেট ভক্তের স্বপ্ন পূরণ করতে মুখিয়ে আছি।’
বিশ্বকাপের জন্য প্রথমে ১৪ সদস্যের একটা তালিকা দিয়েছিল নেপাল। সেখানে লামিচানের জন্য একটা জায়গা ফাঁকা রাখা হয়েছিল। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, প্রতীশ জিসির স্থলাভিষিক্ত হচ্ছেন লামিচানে।
২০২২ সালের ২১ আগস্ট লামিচানের বিরুদ্ধে ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন কাঠমান্ডু জেলা আদালত। অপরাধবিধি ২০৭৪-এর ২১৯ অনুচ্ছেদ অনুসারে তাঁর (লামিচানে) বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এরপর ৬ সেপ্টেম্বর গৌশালা মহানগর পুলিশের কাছে লামিচানের বিরুদ্ধে মামলা করে সেই মেয়ে। ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু জেলা আদালত নেপালি এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ৬ অক্টোবর দেশে ফিরলে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারের পর কাঠমান্ডু জেলা আদালত গত বছরের ২২ নভেম্বর লামিচানেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি (লামিচানে) যান উচ্চ আদালতে। এরপর এ বছরের জানুয়ারি মাসে তাঁকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। সেই ধর্ষণ মামলায় খালাস পেয়েছেন এ বছরের ১৫ মে।
আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৩ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে