বিজয়ের চোখে সাকিব নির্দোষ, পাশে পাচ্ছেন সতীর্থদেরও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১২: ৩৬
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৭: ০৪

হত্যা মামলার আসামি করা হয়েছে  সাকিব আল হাসানকে। এ নিয়ে নানা আলোচনা, জল্পনা-কল্পনা ৷ নিজের কঠিন এই সময়ে বাংলাদেশের তারকা ক্রিকেটার পাশে পাচ্ছেন এনামুল হক বিজয়সহ আরও অনেক সতীর্থদের।

রাওয়ালপিন্ডিতে এই মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছেন সাকিব। এরই মধ্যে তাঁর (সাকিব) বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলা দায়ের হয়েছে আদাবর থানায়। অথচ যে সময় (৭ আগস্ট) রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন, তখন সাকিব দেশের বাইরে ছিলেন। সাকিবকে নির্দোষ দাবি করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজয় লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। বিশ্ব মানচিত্রে আপনি বাংলাদেশ ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। আপনার সঙ্গে আমরা সবাই আছি। ইনশাআল্লাহ এই আঁধার কেটে যাবে। খুব জোর গলায় বলছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনার ভালো করুক।’ 
 
সংসদ সদস্য হিসেবে সাকিবের থাকার সুযোগ হয়েছে মাত্র সাত মাস। আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা নিয়মিত না হলেও বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছিলেন আওয়ামী লীগ সরকার যত দিন ক্ষমতায় ছিল। সাকিবকে অভাগা রাজনীতিবিদ উল্লেখ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে অভাগা একজন রাজনীতিবিদ, যাঁর ছয়-সাত মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতোই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সব ক্রিকেটার আপনার পাশে আছে। সাকিব ক্রিকেটেই সুন্দর, রাজনীতিতে নয়।’

সাকিবের এমন কঠিন সময়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সাব্বির রহমান, শরীফুল ইসলামও। ফেসবুকে সাব্বির লিখেছেন, ‘সাকিব আল হাসান, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা, ভালোবাসা থাকবে সব সময়।’ শরীফুল লিখেছেন, ‘সব সময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান। আছে, থাকবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাকিবকে নিষিদ্ধ করতে এরই মধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে গতকাল মিরপুরে সাংবাদিকদের নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ অবস্থায় (তাঁর) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে (কাল)। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত