নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর সেটাকে ছাড়িয়ে বহুদূর চলে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।
মেয়েদের বিসিএলে জ্যোতি খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে আজ তিনি ছুঁয়েছেন তিন অঙ্ক। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ২১৫ বল। নারী বিসিএলে প্রথম সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়েই বাংলাদেশ অধিনায়ক থেমে থাকেননি। ১৫৩ রান করে অপরাজিত থেকেছেন। ২৫৩ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কা মেরেছেন। নারী বিসিএলে এখন পর্যন্ত জ্যোতিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।
জ্যোতির রেকর্ড গড়া সেঞ্চুরিতে মধ্যাঞ্চল করেছে রানের পাহাড়। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে দলটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করেছে। এখনো তারা পিছিয়ে ৯৫ রানে। এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করার পর ইনিংস ঘোষণা করেছিল উত্তরাঞ্চল।
চার দল নিয়ে এবারই প্রথমবারের মতো হচ্ছে মেয়েদের বিসিএল। রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে অপর ম্যাচে খেলছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান করেছে পূর্বাঞ্চল। এখনো ২৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চল। নারী বিসিএলে আজ চলছে শেষ দিনের খেলা। ২১ ডিসেম্বর শুরু হয়েছিল টুর্নামেন্টটি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপদের মুহূর্তে অনেকবারই হাল ধরেছেন জ্যোতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তাঁর সেঞ্চুরি রয়েছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা।
এক সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের বিসিএলে প্রথম সেঞ্চুরিয়ান হয়ে গেলেন তিনি। সেঞ্চুরির পর সেটাকে ছাড়িয়ে বহুদূর চলে গেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক।
মেয়েদের বিসিএলে জ্যোতি খেলছেন মধ্যাঞ্চলের হয়ে। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে আজ তিনি ছুঁয়েছেন তিন অঙ্ক। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ২১৫ বল। নারী বিসিএলে প্রথম সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়েই বাংলাদেশ অধিনায়ক থেমে থাকেননি। ১৫৩ রান করে অপরাজিত থেকেছেন। ২৫৩ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কা মেরেছেন। নারী বিসিএলে এখন পর্যন্ত জ্যোতিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।
জ্যোতির রেকর্ড গড়া সেঞ্চুরিতে মধ্যাঞ্চল করেছে রানের পাহাড়। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৮৭ রানে ইনিংস ঘোষণা করেছে দলটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৫২ রান করেছে। এখনো তারা পিছিয়ে ৯৫ রানে। এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৪০ রান করার পর ইনিংস ঘোষণা করেছিল উত্তরাঞ্চল।
চার দল নিয়ে এবারই প্রথমবারের মতো হচ্ছে মেয়েদের বিসিএল। রাজশাহীর বাংলা ট্র্যাক একাডেমিতে অপর ম্যাচে খেলছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ রান করেছে পূর্বাঞ্চল। এখনো ২৬ রানে পিছিয়ে পূর্বাঞ্চল। নারী বিসিএলে আজ চলছে শেষ দিনের খেলা। ২১ ডিসেম্বর শুরু হয়েছিল টুর্নামেন্টটি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপদের মুহূর্তে অনেকবারই হাল ধরেছেন জ্যোতি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তাঁর সেঞ্চুরি রয়েছে। এবার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই পেলেন সেঞ্চুরির দেখা।
জোহানেসবার্গে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তবে অতিথিদের জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আরও ‘ওয়ান্ডারফুল’ ঘটনাও ঘটেছে গতকাল। খেলা দেখতে আসা এক তরুণী সন্তানের মা হয়েছেন স্টেডিয়ামেই। আরেকজন বান্ধবীকে পরিয়ে দিয়েছেন বিয়ের আংটি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ থাকলে আহমেদ শেহজাদ তো ঘুমিয়ে থাকার পাত্র নন। কারও পছন্দ হোক বা না হোক, দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন সোজাসাপ্টা। সমালোচনা করতে গিয়ে খোঁচা মারতেও দ্বিধাবোধ করেন না পাকিস্তানি এই ক্রিকেটার। এবার আব্দুল্লাহ শফিককে নিয়ে বিদ্রুপ করেছেন শেহজাদ।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেতস-এক সময়ের বার্সেলোনায় রাজত্ব করা ফুটবলাররা এখন খেলছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যখন বার্সা খেলোয়াড়দের পুনর্মিলনী হয়েছে, নেইমারের নামটাও চলে আসে আপনাআপনি। ব্রাজিলের ফরোয়ার্ডের মায়ামিতে খেলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বারবার।
৪ ঘণ্টা আগে