ক্রীড়া ডেস্ক
জোহানেসবার্গে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তবে অতিথিদের জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আরও ‘ওয়ান্ডারফুল’ ঘটনাও ঘটেছে গতকাল। খেলা দেখতে আসা এক তরুণী সন্তানের মা হয়েছেন স্টেডিয়ামেই। আরেকজন বান্ধবীকে পরিয়ে দিয়েছেন বিয়ের আংটি।
সায়েম আইয়ুবের সেঞ্চুরিতে ৩০৮ রানের বড় স্কোর পায় পাকিস্তান। সায়েম ৯৪ বলে ১০১ রানে আউট হলে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে এক অভিনন্দন বার্তা। তরুণ ওপেনারের দারুণ অর্জন পাশাপাশি রেখে নবজাতকের বাবা-মাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে সেই বার্তা। স্বামীর সঙ্গে খেলা দেখতে এসেছিলেন ওই তরুণী। ম্যাচের মাঝে একপর্যায়ে তাঁর প্রসববেদনা শুরু হয়। দ্রুতই তাঁকে স্টেডিয়ামের মধ্যেই থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রের জন্ম দেন তিনি।
সঙ্গে সঙ্গে সুখবরটি স্টেডিয়ামে সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়। জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে, ‘স্টেডিয়ামেই পুত্র সন্তান জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে অভিনন্দন।’ খুশির বার্তা পেয়ে সবাই করতালি দিয়ে সাধুবাদও জানিয়েছেন নবজাতকের। ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি। যদিও মলিন চেহারায় মাঠ ছাড়তে হয়েছে প্রোটিয়াদের। প্রথমবারের মতো নিজেদের মাঠে কোনো দলের বিপক্ষে ওয়ানডে সংস্করণে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো তাদের।
সন্তান প্রসব ছাড়াও ওয়ান্ডার্সের আরও রোমাঞ্চকর দৃশ্য দেখা গেছে। ম্যাচ চলাকালীন এক তরুণ তাঁর প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন এবং আংটি পরিয়ে দেন। সেই দৃশ্যও দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে।
জোহানেসবার্গে সিরিজের শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ রানে হারিয়েছে পাকিস্তান। তবে অতিথিদের জয়ের পাশাপাশি ওয়ান্ডারার্স স্টেডিয়ামে আরও ‘ওয়ান্ডারফুল’ ঘটনাও ঘটেছে গতকাল। খেলা দেখতে আসা এক তরুণী সন্তানের মা হয়েছেন স্টেডিয়ামেই। আরেকজন বান্ধবীকে পরিয়ে দিয়েছেন বিয়ের আংটি।
সায়েম আইয়ুবের সেঞ্চুরিতে ৩০৮ রানের বড় স্কোর পায় পাকিস্তান। সায়েম ৯৪ বলে ১০১ রানে আউট হলে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে এক অভিনন্দন বার্তা। তরুণ ওপেনারের দারুণ অর্জন পাশাপাশি রেখে নবজাতকের বাবা-মাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে সেই বার্তা। স্বামীর সঙ্গে খেলা দেখতে এসেছিলেন ওই তরুণী। ম্যাচের মাঝে একপর্যায়ে তাঁর প্রসববেদনা শুরু হয়। দ্রুতই তাঁকে স্টেডিয়ামের মধ্যেই থাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুত্রের জন্ম দেন তিনি।
সঙ্গে সঙ্গে সুখবরটি স্টেডিয়ামে সবার সঙ্গে ভাগ করে নেওয়া হয়। জায়ান্ট স্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে, ‘স্টেডিয়ামেই পুত্র সন্তান জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে অভিনন্দন।’ খুশির বার্তা পেয়ে সবাই করতালি দিয়ে সাধুবাদও জানিয়েছেন নবজাতকের। ক্রিকেটারদের মুখেও দেখা যায় হাসি। যদিও মলিন চেহারায় মাঠ ছাড়তে হয়েছে প্রোটিয়াদের। প্রথমবারের মতো নিজেদের মাঠে কোনো দলের বিপক্ষে ওয়ানডে সংস্করণে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো তাদের।
সন্তান প্রসব ছাড়াও ওয়ান্ডার্সের আরও রোমাঞ্চকর দৃশ্য দেখা গেছে। ম্যাচ চলাকালীন এক তরুণ তাঁর প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন এবং আংটি পরিয়ে দেন। সেই দৃশ্যও দেখানো হয় জায়ান্ট স্ক্রিনে।
লাসিথ মালিঙ্গা অবসর নিলেও তাঁর মতো বোলিং অ্যাকশন নিয়ে আলোচনায় উঠে আসেন মাতিশা পাতিরানা। এবার গতির ঝড় তুলতে শ্রীলঙ্কা দলে চলে এলেন আরেক ‘মালিঙ্গা’। দেশটির ফাস্ট বোলিং প্রতিযোগিতায় যিনি কিনা প্রথম হয়েছিলেন ঘণ্টায় ১৪১ কিলোমিটার গতিতে বল করে। লঙ্কা দলের নতুন এই পেসারের নাম ঈশান মালিঙ্গা।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাব সম্পর্কে পাকিস্তানের ক্রিকেটাররাই সবচেয়ে বেশি বলাবলি করেন সাধারণত। তবে এবার এই বিতর্ক যুক্ত হলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও। দুই দিন পরেই বক্সিং ডে টেস্ট—তার আগমুহূর্তে প্যাট কামিন্স-স্টিভেন স্মিথরা
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-ভারত বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার কোনো শেষ নেই। মাঠের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি অন্যান্য ঘটনা নিয়ে তর্ক-বিতর্ক চলে।এবার অনুশীলন গ্রাউন্ডের পিচ নিয়ে শোনা গেছে রহস্যময় কথা।
৬ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ থাকলে আহমেদ শেহজাদ তো ঘুমিয়ে থাকার পাত্র নন। কারও পছন্দ হোক বা না হোক, দলের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন সোজাসাপ্টা। সমালোচনা করতে গিয়ে খোঁচা মারতেও দ্বিধাবোধ করেন না পাকিস্তানি এই ক্রিকেটার। এবার আব্দুল্লাহ শফিককে নিয়ে বিদ্রুপ করেছেন শেহজাদ।
৭ ঘণ্টা আগে