ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয় নেই এমন নয়। বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় ওপরের দিকেই আছে তারা। তারপরও ঠিক মতো বেতন পাচ্ছেন না পাকিস্তান নারী দলের ক্রিকেটাররা। এক-দুই মাস নয়, চার মাসের বেতন বকেয়া পড়েছে তাঁদের।
সেই বেতনের অপেক্ষায় থেকে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। আজ শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন ফাতিমা সানারা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বকেয়া থাকার বিষয়টি আজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, বোর্ডের সঙ্গে বর্তমানে ২৩ মাসের চুক্তিতে থাকলেও গত চার মাসের বেতন পাননি পাকিস্তানের মেয়েরা। এই চুক্তি শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। তবে গত বছরের এ বছরের জুন থেকে বেতন পরিশোধ করা হয়নি তাদের। এই চুক্তি শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩০ জুনে।
বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘এ নিয়ে কাজ চলছে। তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি ১ জুলাই থেকে কার্যকর হবে।
কবে বেতন পরিশোধ করা হবে—এ নিয়ে ক্রিকবাজকে পিসিবির এক সূত্র বলেছে, ‘খুব বেশি বিলম্ব হয়ে গেছে এবং সমস্ত বিষয়ে সমাধানের জন্য সময়ের অভাব রয়েছে।’
পিসিবি ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন বেতন দিয়ে থাকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তান পুরুষ ক্রিকেট দলেরও বেতন গত চার মাসের জন্য বাকি পড়েছিল।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয় নেই এমন নয়। বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় ওপরের দিকেই আছে তারা। তারপরও ঠিক মতো বেতন পাচ্ছেন না পাকিস্তান নারী দলের ক্রিকেটাররা। এক-দুই মাস নয়, চার মাসের বেতন বকেয়া পড়েছে তাঁদের।
সেই বেতনের অপেক্ষায় থেকে আজ মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল পাকিস্তান। আজ শারজায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছেন ফাতিমা সানারা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
পাকিস্তান নারী ক্রিকেটারদের বেতন বকেয়া থাকার বিষয়টি আজ এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকবাজ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটটি জানিয়েছে, বোর্ডের সঙ্গে বর্তমানে ২৩ মাসের চুক্তিতে থাকলেও গত চার মাসের বেতন পাননি পাকিস্তানের মেয়েরা। এই চুক্তি শুরু হয় গত বছরের ১ আগস্ট থেকে। তবে গত বছরের এ বছরের জুন থেকে বেতন পরিশোধ করা হয়নি তাদের। এই চুক্তি শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩০ জুনে।
বেতন পরিশোধের ব্যাপারে পিসিবি ক্রিকবাজকে বলেছে, ‘এ নিয়ে কাজ চলছে। তালিকা চূড়ান্ত এবং অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তি ১ জুলাই থেকে কার্যকর হবে।
কবে বেতন পরিশোধ করা হবে—এ নিয়ে ক্রিকবাজকে পিসিবির এক সূত্র বলেছে, ‘খুব বেশি বিলম্ব হয়ে গেছে এবং সমস্ত বিষয়ে সমাধানের জন্য সময়ের অভাব রয়েছে।’
পিসিবি ছেলে ও মেয়েদের ভিন্ন ভিন্ন বেতন দিয়ে থাকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা পাকিস্তান পুরুষ ক্রিকেট দলেরও বেতন গত চার মাসের জন্য বাকি পড়েছিল।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে