ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা! 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ২৩: ০৬
আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১০: ৪০

আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া এখন আর ভারত-পাকিস্তান মুখোমুখি হয় না। বিশ্বকাপে এ দুই দলের ম্যাচ নিয়ে তাই বাড়তি আগ্রহ থাকেই। আর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট ছাড়ার পর খুব দ্রুত শেষ হয়ে যায়। তবে এই হাইভোল্টেজ ম্যাচ পণ্ড করে দিতে পারে বেরসিক বৃষ্টি।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ‘মেলবোর্নে রোববার সন্ধ্যার দিকে আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৫ শতাংশ। একই সঙ্গে ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে।’

টি-টোয়েন্টিতে নিজেদের সর্বশেষ তিনবারের দেখায় দুবার জিতেছে পাকিস্তান। তিনটি ম্যাচই হয়েছে দুবাইতে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এরপর ২০২২ এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বে ভারত জিতেছিল ৫ উইকেটে। সুপার ফোরে পাকিস্তান জিতেছিল ৫ উইকেটে।

এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারত ও পাকিস্তান দুই দলই দারুণ ছন্দে আছে। ভারত এ বছর  টি-টোয়েন্টিতে খেলেছে ৩২ ম্যাচ। এই ৩২ ম্যাচের মধ্যে ভারতীয়রা জয় পেয়েছে ২৩ ম্যাচে, হেরেছে আটটিতে এবং পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। আর পাকিস্তান এ বছর  টি-টোয়েন্টিতে খেলেছে ১৯ ম্যাচ। পাকিস্তান জিতেছে ১০ ম্যাচ আর হেরেছে ৯টিতে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত