বাংলাদেশের দরকার আর ৭ উইকেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ জুলাই ২০২১, ১৮: ০০
আপডেট : ১০ জুলাই ২০২১, ২১: ৪৭

হারারে টেস্টটাকে স্মরণীয় করে রাখলেন বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। টেস্ট অভিষেকের তিন বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন সাদমান। অন্যদিকে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন শান্ত। এই দুজনের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। জিততে শেষ দিনে জিম্বাবুয়ের প্রয়োজন ৩৩৭ রান। আর বাংলাদেশর দরকার ৭ উইকেট। ৪৭৭ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৪০ রান।

৪৫ রানে চতুর্থ দিন শুরু করা সাইফ–সাদমান শুরুতে কিছুটা দেখেশুনে খেলেন। এরপর ক্রমশ বেরিয়ে আসেন খোলস ছেড়ে। খারাপ বল পেলেই বুঝিয়ে দিয়েছেন মূল্য। নাগারাবার বলে মায়ার্সকে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে এই ওপেনার ৪৩ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার। ১০১ বলে ৫ চারে ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে পৌঁছান সাদমান। সাইফের আউটের পর উইকেটে আসা নাজমুল হোসেন খেলছেন ওয়ানডে মেজাজে। প্রথম সেশনে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেট ১৬৯ রান। 

মধ্যাহ্নভোজের পর আরও সাবলীলভাবে ব্যাটিং করেন সাদমান ও নাজমুল। সাদমান ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটিটাকেই প্রথম টেস্ট সেঞ্চুরিতে পরিণত করেন তিনি। ১৮০ বলে সেঞ্চুরি করেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। অন্যদিকে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে রান তুলতে থাকেন তিনে নামা শান্ত। ফিফটির পর দ্রুত পৌঁছে যান সেঞ্চুরিতে। ১০৯ বলে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন তিনি। এরপর ১ উইকেট ২৮৪ রানে বাংলাদেশ ইনিংস ঘোষণা করলে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৭ রান। শান্ত ১১৭ ও সাদমান ১১৫ রানে অপরাজিত ছিলেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৬৮ ও ২৮৪/১ ডি. (নাজমুল শান্ত ১১৭*, সাদমান ১১৫*, সাইফ ৪৩; এনগারাভা ১/৩৬)
জিম্বাবুয়ে: ২৭৬ ও ১৪০/৩ (টেলর ৯২, শুম্বা ১১, মায়ার্স ১৮*, তিরিপানো ৭*; সাকিব ১/২৩, তাসকিন ১/৩৯, মিরাজ ১/৪৫)।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত