ক্রীড়া ডেস্ক
খারাপ ফর্ম থেকে যেন কিছুতেই বের হতে পারছেন না বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দুই ওয়ানডেতে (৮, ১৮) ইনিংস বড় করতে পারেননি। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তো শূন্য রানে ফিরেছেন। ইনিংসের মাত্র দ্বিতীয় বলে আলজেরি জোসেফের বলে উইকেটকিপার শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি।
তিন ম্যাচে সব মিলিয়ে কোহলির রান ২৬। এক যুগের লম্বা ক্যারিয়ারে এর আগে তিন ম্যাচের সিরিজে এর চেয়ে বাজে অবস্থায় আর একবারই পড়েছেন তিনি। ২০১২-১৩ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১৩ রান করেছিলেন। তিন ম্যাচের সিরিজে এটাই তাঁর ক্যারিয়ারের সর্বনিম্ন স্কোর।
এখানে শেষ নয়, শূন্য রানে আউট হয়ে আরও একটি রেকর্ডের পেছনে ছুটছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১৫ বার কোনো রান না করেই ফিরেছেন। ওয়ানডেতে ভারতের হয়ে কোহলির চেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন আর তিনজন। ২০ বার শূন্য রানে আউট হয়ে রানের মতো এখানেও সবার ওপরে শচীন টেন্ডুলকার।
টেন্ডুলকারের ঠিক পরেই আছেন যুবরাজ সিং। ওয়ানডে ক্যারিয়ারে মোট ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। ১৬ বার শূন্য রানে আউট হয়ে তৃতীয় স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি। আজ শূন্য রানে আউট হয়ে সুরেশ রায়না (১৪) আর বীরেন্দর শেবাগকে (১৪) ছাড়িয়ে গেছেন কোহলি।
খারাপ ফর্ম থেকে যেন কিছুতেই বের হতে পারছেন না বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দুই ওয়ানডেতে (৮, ১৮) ইনিংস বড় করতে পারেননি। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে তো শূন্য রানে ফিরেছেন। ইনিংসের মাত্র দ্বিতীয় বলে আলজেরি জোসেফের বলে উইকেটকিপার শাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কোহলি।
তিন ম্যাচে সব মিলিয়ে কোহলির রান ২৬। এক যুগের লম্বা ক্যারিয়ারে এর আগে তিন ম্যাচের সিরিজে এর চেয়ে বাজে অবস্থায় আর একবারই পড়েছেন তিনি। ২০১২-১৩ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট ১৩ রান করেছিলেন। তিন ম্যাচের সিরিজে এটাই তাঁর ক্যারিয়ারের সর্বনিম্ন স্কোর।
এখানে শেষ নয়, শূন্য রানে আউট হয়ে আরও একটি রেকর্ডের পেছনে ছুটছেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এ নিয়ে ১৫ বার কোনো রান না করেই ফিরেছেন। ওয়ানডেতে ভারতের হয়ে কোহলির চেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন আর তিনজন। ২০ বার শূন্য রানে আউট হয়ে রানের মতো এখানেও সবার ওপরে শচীন টেন্ডুলকার।
টেন্ডুলকারের ঠিক পরেই আছেন যুবরাজ সিং। ওয়ানডে ক্যারিয়ারে মোট ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার। ১৬ বার শূন্য রানে আউট হয়ে তৃতীয় স্থানে আছেন সৌরভ গাঙ্গুলি। আজ শূন্য রানে আউট হয়ে সুরেশ রায়না (১৪) আর বীরেন্দর শেবাগকে (১৪) ছাড়িয়ে গেছেন কোহলি।
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ভারতীয় দল নিয়ে বেশির ভাগ আলোচনাই ছিল যশপ্রীত বুমরাকে ঘিরে। শেষ পর্যন্ত চোটে পড়ে দল থেকে ছিটকেই যান এই পেসার। কেউ কেউ ভারতের জন্য সেটা বিশাল ধাক্কা মনে করেছিলেন। কিন্তু পুরো আসরে একটি মুহূর্তের জন্যও বুমরার অভাব অনুভব করেনি ভারত। করতে দেননি তাদের স্পিনাররা।
৫ ঘণ্টা আগেনা এবার আর ভাগ্য পাশে থাকল না নিউজিল্যান্ডের। আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে দুবার ফাইনাল খেলে দুবারই শিরোপার দেখা পেয়েছে তারা। তবে তৃতীয়বার এসে জট খুলে ফেলল ভারত। দুবাই স্টেডিয়ামে কিউইদের ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিনস ট্রফির চ্যাম্পিয়ন হলো ভারত।
৬ ঘণ্টা আগে২০০০ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। ম্যাচটি হয়েছিল নাইরোবিতে। ২৫ বছর পর দুবাইয়ে আবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। ৪ উইকেটে জিতে এবার পুরোনো বদলা নিল ভারত।
৭ ঘণ্টা আগেভারতের লক্ষ্য ২৫ বছরের বদলা নেওয়া। নিউজিল্যান্ডের উদ্দেশ্য সেই ভারতকে কাঁদিয়ে আরও একটি আইসিসির শিরোপা জেতা। এই দুইয়ের মিশেলে দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ভারত-নিউজিল্যান্ড ফাইনাল জমে উঠেছে। দলের দুই সেরা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি আউট হওয়াতে চাপে ভারত।
৮ ঘণ্টা আগে