নিজস্ব প্রতিবেদক, হোবার্ট (অস্ট্রেলিয়া) থেকে
হোবার্টে আগামীকাল বাংলাদেশ যে মাঠে খেলবে, সেই বেলেরিভ ওভালে নয়; তারা আজ অনুশীলন করেছে শহরের আরেক ভেন্যু কিংসটন টুইন ওভালে। ম্যাচের আগের দিন তাই সাকিবদের বোঝার উপায় ছিল না বেলেরিভ ওভালের উইকেট কিংবা কন্ডিশন নিয়ে। অনুশীলনে বাংলাদেশের চিন্তা আরও বাড়ল সাকিব আল হাসানের আঘাতে।
সকালে নেটে ব্যাটিং শেষে মাঝ উইকেটে ঝালিয়ে নিতে চেয়েছিলেন সাকিব। থ্রোয়ারের থ্রো ডাউনে একটা বল লাগে সাকিবের হাঁটুতে। একটু খোঁড়াতে খোঁড়াতেই সাকিব দ্রুত চলে যান ড্রেসিংরুমের দিকে। দ্রুত অধিনায়কের কাছে ছুটে যানে টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীরাম শ্রীধরন।
সন্ধ্যায় দলীয় সূত্রে জানা যায়, সাকিবের চোট গুরুতর নয়। আশা করা হচ্ছে আগামীকাল নেদারল্যান্ডসের ম্যাচে তারকা অলরাউন্ডারের খেলতে অসুবিধা হবে না। সাকিব আজ সংবাদ সম্মেলনে বলছিলেন, তাঁদের প্রস্তুতিতে ঘাটতি নেই, ‘আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই ফিট এবং খেলতে তৈরি। আমার মতে, নিউজিল্যান্ডে খেলা চার ম্যাচ আমাদের সহায়তা করবে। বিশেষ করে হোবার্টের আবহাওয়া অনেকটা ক্রাইস্টচার্চের মতো। হ্যাঁ, সবাই প্রস্তুত এবং আগামীকালের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।’
হোবার্টে আগামীকাল বাংলাদেশ যে মাঠে খেলবে, সেই বেলেরিভ ওভালে নয়; তারা আজ অনুশীলন করেছে শহরের আরেক ভেন্যু কিংসটন টুইন ওভালে। ম্যাচের আগের দিন তাই সাকিবদের বোঝার উপায় ছিল না বেলেরিভ ওভালের উইকেট কিংবা কন্ডিশন নিয়ে। অনুশীলনে বাংলাদেশের চিন্তা আরও বাড়ল সাকিব আল হাসানের আঘাতে।
সকালে নেটে ব্যাটিং শেষে মাঝ উইকেটে ঝালিয়ে নিতে চেয়েছিলেন সাকিব। থ্রোয়ারের থ্রো ডাউনে একটা বল লাগে সাকিবের হাঁটুতে। একটু খোঁড়াতে খোঁড়াতেই সাকিব দ্রুত চলে যান ড্রেসিংরুমের দিকে। দ্রুত অধিনায়কের কাছে ছুটে যানে টেকনিক্যাল কনসাল্ট্যান্ট শ্রীরাম শ্রীধরন।
সন্ধ্যায় দলীয় সূত্রে জানা যায়, সাকিবের চোট গুরুতর নয়। আশা করা হচ্ছে আগামীকাল নেদারল্যান্ডসের ম্যাচে তারকা অলরাউন্ডারের খেলতে অসুবিধা হবে না। সাকিব আজ সংবাদ সম্মেলনে বলছিলেন, তাঁদের প্রস্তুতিতে ঘাটতি নেই, ‘আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই ফিট এবং খেলতে তৈরি। আমার মতে, নিউজিল্যান্ডে খেলা চার ম্যাচ আমাদের সহায়তা করবে। বিশেষ করে হোবার্টের আবহাওয়া অনেকটা ক্রাইস্টচার্চের মতো। হ্যাঁ, সবাই প্রস্তুত এবং আগামীকালের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।’
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
২ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
২ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
২ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৪ ঘণ্টা আগে