নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকা সফরে দুই সংস্করণের জন্যই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ১৬ সদস্যের ওয়ানডে দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। ২০১৮ সালে এশিয়া কাপে দলের সঙ্গে ছিলেন এই পেসার।
আর ১৮ সদস্যের টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সর্বশেষ গত বছর শ্রীলঙ্কা সফরের পর চোটের কারণে আর টেস্ট খেলেননি তামিম। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ না খেলা সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে আছেন। ঘরের মাঠে গত ডিসেম্বরে পাকিস্তান সিরিজে অবশ্য দ্বিতীয় টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট খেলা নিয়ে সংশয় থাকলেও দল ঘোষণার পর অবশেষে সেটা কেটে গেল। এ ছাড়া দুই সংস্করণের দলেই নিয়মিত মুখগুলো আছেন।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।
দক্ষিণ আফ্রিকা সফরে দুই সংস্করণের জন্যই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ১৬ সদস্যের ওয়ানডে দলে ফিরেছেন পেসার খালেদ আহমেদ। ২০১৮ সালে এশিয়া কাপে দলের সঙ্গে ছিলেন এই পেসার।
আর ১৮ সদস্যের টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সর্বশেষ গত বছর শ্রীলঙ্কা সফরের পর চোটের কারণে আর টেস্ট খেলেননি তামিম। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ না খেলা সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে আছেন। ঘরের মাঠে গত ডিসেম্বরে পাকিস্তান সিরিজে অবশ্য দ্বিতীয় টেস্ট খেলেছিলেন এই অলরাউন্ডার।
দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের টেস্ট খেলা নিয়ে সংশয় থাকলেও দল ঘোষণার পর অবশেষে সেটা কেটে গেল। এ ছাড়া দুই সংস্করণের দলেই নিয়মিত মুখগুলো আছেন।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১০ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১১ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১২ ঘণ্টা আগে