ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আজ, যার উত্তাপ ছড়াবে পুরো ক্রিকেটাঙ্গনে। দীর্ঘ বিরতির পর আজ ভারত-পাকিস্তান মহারণের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বিরাট কোহলি। এ ম্যাচে তাঁর লক্ষ্য থাকবে নিজেকে ফিরে পাওয়ার। সেই লক্ষ্যের পথেই আছেন ভারতীয় ব্যাটার—এমনটা বলেছেন অধিনায়ক রোহিত শর্মা। আরব আমিরাতে দলের নেট সেশনে পুরোনো ছন্দের কোহলিকে দেখেছেন বলে জানিয়েছেন তিনি।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে কোহলিকে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক রোহিত। নিজের বাজে ফর্ম নিয়ে গতকাল মুখ খুলেছিলেন কোহলি। তিনি জানিয়েছিলেন, মানসিক বিপর্যস্তে এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি। ভারতীয় ব্যাটারের এমন সরল স্বীকারোক্তির পর তাঁর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন কি না—এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ককে। এর উত্তরে রোহিত বলেছেন, ‘যতটা দেখেছি তাতে অনুভব করলাম কোহলি খুব ভালো ছোঁয়ায় আছে। সে ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করছে। দেখে মনে হচ্ছে না সে অনেক কিছু নিয়ে ভাবছে। তাকে পুরোনো ছন্দের মতোই লাগছে। বড় কোনো পরিবর্তন দেখিনি। সে এক মাসের বিরতির পরে ফিরে এসেছে। তাই তাকে সতেজ দেখাচ্ছে।’
দীর্ঘদিন ধরেই ছন্দে নেই কোহলি। ফর্ম এতটাই বাজে যে শেষ ২২ ইনিংসে (আইপিএল ও আন্তর্জাতিক) মাত্র একটি ফিফটি করেছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। তাই মাঝে বিরতি নিতে বাধ্যও হয়েছেন তিনি। বিরতির পর আজ রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এশিয়া কাপের মঞ্চে পুরোনো ছন্দের কোহলিকে পাওয়া যাবে বলে আশা করছেন রোহিত।
এশিয়া কাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আজ, যার উত্তাপ ছড়াবে পুরো ক্রিকেটাঙ্গনে। দীর্ঘ বিরতির পর আজ ভারত-পাকিস্তান মহারণের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন বিরাট কোহলি। এ ম্যাচে তাঁর লক্ষ্য থাকবে নিজেকে ফিরে পাওয়ার। সেই লক্ষ্যের পথেই আছেন ভারতীয় ব্যাটার—এমনটা বলেছেন অধিনায়ক রোহিত শর্মা। আরব আমিরাতে দলের নেট সেশনে পুরোনো ছন্দের কোহলিকে দেখেছেন বলে জানিয়েছেন তিনি।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে কোহলিকে নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধিনায়ক রোহিত। নিজের বাজে ফর্ম নিয়ে গতকাল মুখ খুলেছিলেন কোহলি। তিনি জানিয়েছিলেন, মানসিক বিপর্যস্তে এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি। ভারতীয় ব্যাটারের এমন সরল স্বীকারোক্তির পর তাঁর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন কি না—এমন প্রশ্ন করা হয়েছিল অধিনায়ককে। এর উত্তরে রোহিত বলেছেন, ‘যতটা দেখেছি তাতে অনুভব করলাম কোহলি খুব ভালো ছোঁয়ায় আছে। সে ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করছে। দেখে মনে হচ্ছে না সে অনেক কিছু নিয়ে ভাবছে। তাকে পুরোনো ছন্দের মতোই লাগছে। বড় কোনো পরিবর্তন দেখিনি। সে এক মাসের বিরতির পরে ফিরে এসেছে। তাই তাকে সতেজ দেখাচ্ছে।’
দীর্ঘদিন ধরেই ছন্দে নেই কোহলি। ফর্ম এতটাই বাজে যে শেষ ২২ ইনিংসে (আইপিএল ও আন্তর্জাতিক) মাত্র একটি ফিফটি করেছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। তাই মাঝে বিরতি নিতে বাধ্যও হয়েছেন তিনি। বিরতির পর আজ রাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এশিয়া কাপের মঞ্চে পুরোনো ছন্দের কোহলিকে পাওয়া যাবে বলে আশা করছেন রোহিত।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
২ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
৩ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
৩ ঘণ্টা আগে