ক্রীড়া ডেস্ক
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। গতকাল সূচি প্রকাশের পরপরই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন মাইকেল ভন।
ভনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইংল্যান্ড এই বিশ্বকাপের ফাইনাল খেলবে। অথচ কদিন আগেই অস্ট্রেলিয়ায়র মাঠে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরে এসেছে ইংল্যান্ড। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলেরও স্বীকার হচ্ছেন তিনি। এক টুইট বার্তায় ভন লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে কোন দল খেলবে?’
এর পরই তোপে মুখে পড়েন ভন। অনেকেই বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের জঘন্য টি-টোয়েন্টি রেকর্ডের কথা মনে করিয়ে দেন। কেউ আবার কদিন আগে শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হারের দিকে ইঙ্গিত করেন।
অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ১-এ আছে ইংল্যান্ড। প্রথম রাউন্ডের কোয়ালিফায়ারের পর আরও দুই দল ইংল্যান্ডের গ্রুপে যুক্ত হবে। সীমিত ওভারে ক্রিকেটে এউইন মরগানের দলকে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলও ইংল্যান্ড।
তবু এত আগে ভনের করা এই ভবিষ্যদ্বাণী মানতে পারছেন না অনেকেই। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ইংল্যান্ড।
এ বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। গতকাল সূচি প্রকাশের পরপরই বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন মাইকেল ভন।
ভনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইংল্যান্ড এই বিশ্বকাপের ফাইনাল খেলবে। অথচ কদিন আগেই অস্ট্রেলিয়ায়র মাঠে ৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ হেরে এসেছে ইংল্যান্ড। সাবেক ইংলিশ অধিনায়কের এমন মন্তব্যের পর তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলেরও স্বীকার হচ্ছেন তিনি। এক টুইট বার্তায় ভন লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে কোন দল খেলবে?’
এর পরই তোপে মুখে পড়েন ভন। অনেকেই বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের জঘন্য টি-টোয়েন্টি রেকর্ডের কথা মনে করিয়ে দেন। কেউ আবার কদিন আগে শেষ হওয়া অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ডের হারের দিকে ইঙ্গিত করেন।
অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ ১-এ আছে ইংল্যান্ড। প্রথম রাউন্ডের কোয়ালিফায়ারের পর আরও দুই দল ইংল্যান্ডের গ্রুপে যুক্ত হবে। সীমিত ওভারে ক্রিকেটে এউইন মরগানের দলকে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে হিসাবের বাইরে রাখার সুযোগ নেই। বর্তমানে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি দলও ইংল্যান্ড।
তবু এত আগে ভনের করা এই ভবিষ্যদ্বাণী মানতে পারছেন না অনেকেই। উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ইংল্যান্ড।
টানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
৩৬ মিনিট আগে৩ নভেম্বর, ২০২৪—মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেদিন ভারতকে তৃতীয় টেস্টে ২৫ রানে হারিয়ে ইতিহাস গড়ে নিউজিল্যান্ড। ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায়। এক মাস না যেতে টেস্ট খেলতে নামার আগেই চমকে গেল কিউইরা।
১ ঘণ্টা আগেশিরোপার সুবাস আগেই পাচ্ছিল সিলেট। অপেক্ষা ছিল শুধু সময়ের অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তারা শিরোপার স্বাদ পেল প্রথম সেশনেই। ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে এটা প্রথম শিরোপা।
২ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন গতকাল আইপিএলের নিলামে উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শুধু তাঁরাই নন, দল পাননি নিলামে নাম তোলা বাংলাদেশের কোনো ক্রিকেটারই।
৪ ঘণ্টা আগে