ক্রীড়া ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বে ছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তবে পাকিস্তানের হয়ে এবার আর ভারপ্রাপ্ত নন স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার।
ব্র্যাডবার্নের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কোচ নিয়োগের বিষয়ে খুশি হয়ে পিসিবির সভাপতি নাজাম শেঠি বলেছেন,‘আমাদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে পেয়ে আনন্দিত। ব্র্যাডবার্ন কোচিং অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর আগে আমাদের পুরুষ ও জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করায় সে আমাদের সংস্কৃতি ও দর্শন সম্পর্কে ভালো জানে। ফলে দলকে এগিয়ে নিতে সে যোগ্য ব্যক্তি।’
আর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাওয়া নিয়ে ব্র্যাডবার্ন বলেছেন,‘এটি আমার জন্য অনেক সম্মানের। পাকিস্তানের মতো একটি মেধাবী ও দক্ষতা সম্পন্ন দলের প্রধান কোচ হতে পেরে। মিকি আর্থার সঙ্গে দলকে সমর্থন এবং খেলোয়াড়দের উন্নতির জন্য কাজ করতে উন্মুখ রয়েছি।’
পাকিস্তানের হয়ে এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতেও কাজ করেছেন তিনি। তারও আগে অবশ্য ২০১৪-১৮ পর্যন্ত স্কটল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন কিউই। ফলে দ্বিতীয়বারের মতো কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন তিনি। এবার তাঁর পালা পাকিস্তানকে আস্থার প্রতিদান দেওয়ার। এবারের ওয়ানডে বিশ্বকাপে সেই সুযোগটা পাচ্ছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বে ছিলেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। তবে পাকিস্তানের হয়ে এবার আর ভারপ্রাপ্ত নন স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার।
ব্র্যাডবার্নের সঙ্গে ২ বছরের জন্য চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কোচ নিয়োগের বিষয়ে খুশি হয়ে পিসিবির সভাপতি নাজাম শেঠি বলেছেন,‘আমাদের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে পেয়ে আনন্দিত। ব্র্যাডবার্ন কোচিং অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আমাদের দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর আগে আমাদের পুরুষ ও জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করায় সে আমাদের সংস্কৃতি ও দর্শন সম্পর্কে ভালো জানে। ফলে দলকে এগিয়ে নিতে সে যোগ্য ব্যক্তি।’
আর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পাওয়া নিয়ে ব্র্যাডবার্ন বলেছেন,‘এটি আমার জন্য অনেক সম্মানের। পাকিস্তানের মতো একটি মেধাবী ও দক্ষতা সম্পন্ন দলের প্রধান কোচ হতে পেরে। মিকি আর্থার সঙ্গে দলকে সমর্থন এবং খেলোয়াড়দের উন্নতির জন্য কাজ করতে উন্মুখ রয়েছি।’
পাকিস্তানের হয়ে এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফিল্ডিং কোচের দায়িত্বে ছিলেন ব্র্যাডবার্ন। দেশটির জাতীয় ক্রিকেট একাডেমিতেও কাজ করেছেন তিনি। তারও আগে অবশ্য ২০১৪-১৮ পর্যন্ত স্কটল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন কিউই। ফলে দ্বিতীয়বারের মতো কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন তিনি। এবার তাঁর পালা পাকিস্তানকে আস্থার প্রতিদান দেওয়ার। এবারের ওয়ানডে বিশ্বকাপে সেই সুযোগটা পাচ্ছেন তিনি।
আইপিএলের মতো ‘হটকেক’ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকে বিশ্বের অনেক ক্রিকেটারেরই। এবারেরটা যেহেতু মেগা নিলাম ছিল, তাতে অন্যান্যদের মতো বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা ছিল অনেক বেশি। কিন্তু মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের কেউই কোনো দল পাননি ২০২৫ আইপিএলে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
৯ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছে দর্শকনন্দিত ক্লাবটি।
৯ ঘণ্টা আগে২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
১০ ঘণ্টা আগে