ক্রীড়া ডেস্ক
সামাজিক মাধ্যমে গত কয়েক দিন ধরেই বেশ সরব রুবেল হোসেন। বাংলাদেশের বন্যা পরিস্থিতি, সাকিব আল হাসানের মামলার ঘটনাসহ অনেক কিছু নিয়ে নিয়মিত পোস্ট করছেন রুবেল। এবার বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল গতকাল বাংলাদেশ সময় রাত ১১টা ১১ মিনিটে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে শিখর ধাওয়ানকে হতাশ হয়ে ফিরতে দেখা গেছে। উইকেট নেওয়ার আনন্দ উদ্যাপন করছেন রুবেল। বাংলাদেশের ৩৪ বছর বয়সী পেসার ক্যাপশন দিয়েছেন, ‘ট্রেডমার্ক উদযাপন। স্মৃতি।’ উদ্যাপন শব্দের পর লাভ ইমোজি বসিয়েছেন তিনি।
কোন ম্যাচ নিয়ে রুবেল পোস্ট করেন, তা স্পষ্ট নয়। তবে বাংলাদেশের পেসারের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কায় আয়োজিত আয়োজিত নিদাহাস ট্রফি নিয়ে। ভক্ত-সমর্থকদের অনেকে সেই টুর্নামেন্টে রুবেলের ২২ রানের ওভার নিয়েও আক্ষেপ করেছেন, যেখানে কলম্বোর প্রেমাদাসায় ফাইনালে শেষ দুই ওভারে জিততে দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে আসা রুবেলকে বেধড়ক পিটিয়ে দিনেশ কার্তিক একাই নিয়েছিলেন ২২ রান। শেষ বলে কার্তিকের ছক্কায় ফাইনালে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-ভারত ম্যাচের ছবি পোস্ট দেওয়ার পর আজ দুপুর ১২টা পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ২৪ হাজারেরও বেশি, যেখানে বেশির ভাগ রিঅ্যাকশনই লাভ ও কেয়ার ইমোজির। ১ হাজার ৩০০ মন্তব্য হয়েছে। অনেকেই লিখেছেন, ‘শুভকামনা’। শেয়ার হয়েছে ৬৭। রুবেলের এই ছবি পোস্ট করার কারণ হতে পারে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ। ভারতের মাঠে বাংলাদেশের ক্রিকেটাররা যেন চাঙা থাকেন, সে জন্যই হয়তো দেওয়া। ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে রুবেল সবশেষ খেলেছেন তিন বছর আগে। ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। তিন সংস্করণ মিলে ভারতের বিপক্ষে রুবেল নেন ১৭ উইকেট।
আরও পড়ুন-
সামাজিক মাধ্যমে গত কয়েক দিন ধরেই বেশ সরব রুবেল হোসেন। বাংলাদেশের বন্যা পরিস্থিতি, সাকিব আল হাসানের মামলার ঘটনাসহ অনেক কিছু নিয়ে নিয়মিত পোস্ট করছেন রুবেল। এবার বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে স্মৃতিচারণা করলেন তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল গতকাল বাংলাদেশ সময় রাত ১১টা ১১ মিনিটে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে শিখর ধাওয়ানকে হতাশ হয়ে ফিরতে দেখা গেছে। উইকেট নেওয়ার আনন্দ উদ্যাপন করছেন রুবেল। বাংলাদেশের ৩৪ বছর বয়সী পেসার ক্যাপশন দিয়েছেন, ‘ট্রেডমার্ক উদযাপন। স্মৃতি।’ উদ্যাপন শব্দের পর লাভ ইমোজি বসিয়েছেন তিনি।
কোন ম্যাচ নিয়ে রুবেল পোস্ট করেন, তা স্পষ্ট নয়। তবে বাংলাদেশের পেসারের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন ২০১৮ সালে শ্রীলঙ্কায় আয়োজিত আয়োজিত নিদাহাস ট্রফি নিয়ে। ভক্ত-সমর্থকদের অনেকে সেই টুর্নামেন্টে রুবেলের ২২ রানের ওভার নিয়েও আক্ষেপ করেছেন, যেখানে কলম্বোর প্রেমাদাসায় ফাইনালে শেষ দুই ওভারে জিততে দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে আসা রুবেলকে বেধড়ক পিটিয়ে দিনেশ কার্তিক একাই নিয়েছিলেন ২২ রান। শেষ বলে কার্তিকের ছক্কায় ফাইনালে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-ভারত ম্যাচের ছবি পোস্ট দেওয়ার পর আজ দুপুর ১২টা পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ২৪ হাজারেরও বেশি, যেখানে বেশির ভাগ রিঅ্যাকশনই লাভ ও কেয়ার ইমোজির। ১ হাজার ৩০০ মন্তব্য হয়েছে। অনেকেই লিখেছেন, ‘শুভকামনা’। শেয়ার হয়েছে ৬৭। রুবেলের এই ছবি পোস্ট করার কারণ হতে পারে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ। ভারতের মাঠে বাংলাদেশের ক্রিকেটাররা যেন চাঙা থাকেন, সে জন্যই হয়তো দেওয়া। ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে রুবেল সবশেষ খেলেছেন তিন বছর আগে। ২০২১ সালের ১ এপ্রিল অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির পর বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাঁকে। তিন সংস্করণ মিলে ভারতের বিপক্ষে রুবেল নেন ১৭ উইকেট।
আরও পড়ুন-
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
৯ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন নেটে একদৃষ্টে তাকিয়ে থাকা ক্যামেরা আর মোবাইল ফোনের লেন্স যেন অপেক্ষায় ছিল একজনের জন্য। তিনিই হলেন নাহিদ রানা। পেস বোলিংয়ে বাংলাদেশের নতুন গতির তারকা।
৯ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্সের মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের অবস্থাও বিবর্ণ। ১১৫ বছর হয়ে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই স্টেডিয়ামের অনেক কিছুই ক্ষয়ে গেছে। যার মধ্যে ছাদ ফুটো হয়ে জল পড়ার দৃশ্য ভাইরাল হয়ে গেছে। এই স্টেডিয়ামের কাছেই ৩১ হাজার কোটি টাকায় আইকনিক এক স্টেডিয়াম তৈরির প
১০ ঘণ্টা আগেভারতের রাজস্থানে গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও খেলছেন। অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।
১১ ঘণ্টা আগে