দুর্ঘটনাস্থলে সাইমন্ডসের বোনের আবেগমাখা চিঠি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২২, ২২: ২৫

‘খুব তাড়াতাড়ি চলে গেলে। আমার হৃদয় চুরমার হয়ে গেছে। তোমাকে সারা জীবন ভালোবাসব ভাইয়া’—অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুস্থল হার্ভে রেঞ্জে আজ ফুলের সঙ্গে আবেগমাখা চিঠি রেখে এসেছেন তাঁর বোন লুইস সাইমান্ডস।

দুর্ঘটনাস্থলে কিছুক্ষণ নীরবে বসে থেকে প্রয়াত ভাইকে শ্রদ্ধা জানান লুইস। ফেরার সময় সংবাদমাধ্যমকে বলেন, ‘ওকে (সাইমন্ডসকে) যদি আরেকবার ছুঁয়ে দেখতে পারতাম।’ 

ভাইয়ের অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না লুইস। তাঁর অভিযোগ, ‘মোড় ঘোরানোর জায়গায় বেশ কয়েকবার ব্রেক করার চিহ্ন দেখতে পেয়েছি। এরপরও গাড়ি কীভাবে উল্টে গেল? এ ব্যাপারে পুলিশ এখনো নিশ্চুপ। তাদের কোনো ধারণা নেই।’ 

ভাইকে শ্রদ্ধা জানাতে দুর্ঘটনাস্থলে কিছুক্ষণ নীরবে বসে ছিলেন লুইস সাইমন্ডস। আসলেই জীবন কত নির্মম, অদ্ভুত! নয়তো হৃদয়বিদারক মৃত্যুতেও রহস্য লুকিয়ে থাকবে কেন? 

সড়ক দুর্ঘটনায় গত শনিবার রাতে মারা যান সাইমন্ডস। অস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা অলরাউন্ডার নিজ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ওপারে পাড়ি জমালেও বিস্ময়করভাবে বেঁচে গেছে তাঁর দুটি কুকুর। 

সাইমন্ডসকে উদ্ধারে সবার আগে ছুটে আসেন ওয়েলন টাউনসন নামে এক ব্যক্তি। এই প্রত্যক্ষদর্শী জানান, নিথর সাইমন্ডসের পাশে ব্লু হিলার প্রজাতির দুটি কুকুর ছিল। একটিকে খুব সংবেদনশীল দেখাচ্ছিল। তারা কিছুতেই সাইমন্ডসকে ছেড়ে যেতে চায়নি। 

স্ত্রী-সন্তানদের কাছে সাইমন্ডস এখন শুধুই অতীত। মনিবের করুণ পরিণতি খুব কাছ থেকে দেখেছে দুই পোষ্য। সে কারণে কুইন্সল্যান্ড পুলিশের ডগ স্কোয়াড কুকুর দুটির আচরণ পর্যবেক্ষণ করে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ বলছে, সাইমন্ডস নাকি আরেকটি প্রাণী ছেড়ে এসেছিলেন। চলন্ত অবস্থায় সে কথা মনে পড়তেই দ্রুত গাড়ি ঘোরানোর চেষ্টা করেছিলেন তিনি। এতেই বাঁধে বিপত্তি। 

স্বামীকে হারিয়ে মূর্ছা গেছেন স্ত্রী লরা সাইমন্ডসও। খবর পেয়েই দুই সন্তান কোল ও বিলিকে নিয়ে সিডনি থেকে ঘটনাস্থলে আসেন তিনি। বলেন, ‘ও খুব দক্ষ চালক ও আত্মসচেতন। আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না ও আর নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত