ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া তাইজুল ইসলাম। ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
লাল বলের নিয়মিত ক্রিকেটার তাইজুল সাদা বলে দীর্ঘ এই সময়ে দলে সুযোগ না পেলেও নিজের কাজটা ঠিকঠাক করেছেন। কাল ম্যাচ শেষে এই বাঁহাতি স্পিনার জানালেন সে কথাই।
২৮ মাস পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে এই সংস্করণেও নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ম্যাচ খেলতে না পেরেও নিজেকে প্রস্তুত রাখতে কাঠখড় পোড়াতে হয়েছে তাইজুলকে। তাই সুযোগ পেয়েই সেটি ভালোভাবে লুফে নিতে পেরেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাইজুল বলেন, ‘সুযোগ পেয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আমি সত্যিই মানসিকভাবে কঠোর পরিশ্রম করেছি। এই সুযোগের জন্য কঠোর অনুশীলন করেছি।’
বাংলাদেশ দলে স্পিন বিভাগে বাঁহাতি স্পিনারের আধিক্য আছে। সাকিব আল হাসান এই সিরিজে না থাকায় তাঁর জায়গায় সুযোগ পাওয়া নাসুমও এই সিরিজে দারুণ বোলিং করেছেন। এর মধ্যেই শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে আর সেটি কাজে লাগিয়ে দারুণ উচ্ছ্বসিত তাইজুল। তিনি বলেন, ‘আমরা সবাই জানি সাকিব আল হাসান, নাসুম আহমেদসহ আমাদের স্পিন বিভাগে আরও বাঁহাতি স্পিনার আছে। তাই খুবই আনন্দিত এই সুযোগ পেয়ে আর সেটি ভালোমতো কাজে লাগাতে পেরে। আমার ওপর বাড়তি কোনো চাপ ছিল না। আমি শুধু আমার মৌলিক বিষয়গুলো ধরে রাখার চেষ্টা করেছি। উইকেট বুঝে বোলিং করেছি এবং এভাবেই সাফল্য পেয়েছি।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে। ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন দীর্ঘদিন পর ওয়ানডে দলে সুযোগ পাওয়া তাইজুল ইসলাম। ৫ উইকেট নিয়ে ম্যাচ-সেরাও হয়েছেন তিনি।
লাল বলের নিয়মিত ক্রিকেটার তাইজুল সাদা বলে দীর্ঘ এই সময়ে দলে সুযোগ না পেলেও নিজের কাজটা ঠিকঠাক করেছেন। কাল ম্যাচ শেষে এই বাঁহাতি স্পিনার জানালেন সে কথাই।
২৮ মাস পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে এই সংস্করণেও নিজের সামর্থ্য দেখিয়ে দিয়েছেন। ম্যাচ খেলতে না পেরেও নিজেকে প্রস্তুত রাখতে কাঠখড় পোড়াতে হয়েছে তাইজুলকে। তাই সুযোগ পেয়েই সেটি ভালোভাবে লুফে নিতে পেরেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাইজুল বলেন, ‘সুযোগ পেয়ে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আমি সত্যিই মানসিকভাবে কঠোর পরিশ্রম করেছি। এই সুযোগের জন্য কঠোর অনুশীলন করেছি।’
বাংলাদেশ দলে স্পিন বিভাগে বাঁহাতি স্পিনারের আধিক্য আছে। সাকিব আল হাসান এই সিরিজে না থাকায় তাঁর জায়গায় সুযোগ পাওয়া নাসুমও এই সিরিজে দারুণ বোলিং করেছেন। এর মধ্যেই শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে আর সেটি কাজে লাগিয়ে দারুণ উচ্ছ্বসিত তাইজুল। তিনি বলেন, ‘আমরা সবাই জানি সাকিব আল হাসান, নাসুম আহমেদসহ আমাদের স্পিন বিভাগে আরও বাঁহাতি স্পিনার আছে। তাই খুবই আনন্দিত এই সুযোগ পেয়ে আর সেটি ভালোমতো কাজে লাগাতে পেরে। আমার ওপর বাড়তি কোনো চাপ ছিল না। আমি শুধু আমার মৌলিক বিষয়গুলো ধরে রাখার চেষ্টা করেছি। উইকেট বুঝে বোলিং করেছি এবং এভাবেই সাফল্য পেয়েছি।’
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
২ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৩ ঘণ্টা আগে