ক্রীড়া ডেস্ক
বয়স যে শুধুই একটি সংখ্যা—ডেভিড ওয়ার্নার তা দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বয়স ৩৭ পেরোনোর পরও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বিশেষ করে প্রতিপক্ষ যখন হয় পাকিস্তান, তখন তাঁকে থামানো বেশ কঠিন হয়ে যায়। এশিয়ার দলটিকে পেলেই ওয়ার্নারের ব্যাট কাজ করে তরবারির মতো।
পাকিস্তান যে ওয়ার্নারের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা যেন তিনি প্রমাণ করেছেন চার বছর আগেই। ২০১৯-এর নভেম্বরে অ্যাডিলেডে ৪১৮ বলে ৩৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এটা ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ম্যাথু হেইডেনের ৩৮০-এর পর ওয়ার্নারের ৩৩৫ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এরপর ভেন্যু বদলেছে, সংস্করণ বদলেছে—পাকিস্তানকে পাওয়ামাত্রই তিনি করেছেন রেকর্ড।
ওয়ার্নারের রেকর্ড গড়ার পেছনে পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। বেঙ্গালুরুতে এ বছরের ২০ অক্টোবর ২০২৩ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। সেদিন ব্যক্তিগত ১০ রানে জীবন পেয়েছিলেন ওয়ার্নার। শাহিনকে পুল করতে যান তিনি। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল তালুবন্দী করতে পারেননি উসামা মীর। জীবন পাওয়া ওয়ার্নার এরপর ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের সেটা ছিল বিশ্বকাপ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তাতে বিশ্বকাপে অজি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় রিকি পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসান ওয়ার্নার। ২০২৩ বিশ্বকাপেই ওয়ার্নার অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে বিশ্বকাপ ক্যারিয়ারে ৬ সেঞ্চুরি করে শীর্ষে উঠেছেন তিনি।
বেঙ্গালুরুর পরে এবার পার্থে পাকিস্তানের মুখোমুখি হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার এবার খেলছেন ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে, যেটা তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ। পার্থে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ওয়ার্নার তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন। ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় করেন ১৬৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি এটা। পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। তাতে গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডারের পাশে বসলেন ওয়ার্নার। ৬ সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে টেস্টে যৌথভাবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এই তিন ব্যাটার (গ্রেগ চ্যাপেল, বোর্ডার, ওয়ার্নার)। ৮৬৫১ রান করে টেস্টে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন ওয়ার্নার। একই সঙ্গে তিনি (ওয়ার্নার) গতকাল মাইকেল কার্ক, ম্যাথু হেইডেনকে পেছনে ফেলেছেন।
বয়স যে শুধুই একটি সংখ্যা—ডেভিড ওয়ার্নার তা দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বয়স ৩৭ পেরোনোর পরও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বিশেষ করে প্রতিপক্ষ যখন হয় পাকিস্তান, তখন তাঁকে থামানো বেশ কঠিন হয়ে যায়। এশিয়ার দলটিকে পেলেই ওয়ার্নারের ব্যাট কাজ করে তরবারির মতো।
পাকিস্তান যে ওয়ার্নারের ‘প্রিয়’ প্রতিপক্ষ, সেটা যেন তিনি প্রমাণ করেছেন চার বছর আগেই। ২০১৯-এর নভেম্বরে অ্যাডিলেডে ৪১৮ বলে ৩৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। এটা ওয়ার্নারের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ম্যাথু হেইডেনের ৩৮০-এর পর ওয়ার্নারের ৩৩৫ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এরপর ভেন্যু বদলেছে, সংস্করণ বদলেছে—পাকিস্তানকে পাওয়ামাত্রই তিনি করেছেন রেকর্ড।
ওয়ার্নারের রেকর্ড গড়ার পেছনে পাকিস্তানি ফিল্ডারদের পিচ্ছিল হাতেরও অবদান রয়েছে। বেঙ্গালুরুতে এ বছরের ২০ অক্টোবর ২০২৩ বিশ্বকাপে মুখোমুখি হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। সেদিন ব্যক্তিগত ১০ রানে জীবন পেয়েছিলেন ওয়ার্নার। শাহিনকে পুল করতে যান তিনি। আকাশে দীর্ঘক্ষণ ভেসে থাকা বল তালুবন্দী করতে পারেননি উসামা মীর। জীবন পাওয়া ওয়ার্নার এরপর ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের সেটা ছিল বিশ্বকাপ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তাতে বিশ্বকাপে অজি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় রিকি পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসান ওয়ার্নার। ২০২৩ বিশ্বকাপেই ওয়ার্নার অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে বিশ্বকাপ ক্যারিয়ারে ৬ সেঞ্চুরি করে শীর্ষে উঠেছেন তিনি।
বেঙ্গালুরুর পরে এবার পার্থে পাকিস্তানের মুখোমুখি হয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার এবার খেলছেন ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে, যেটা তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ। পার্থে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ওয়ার্নার তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন। ২১১ বলে ১৬ চার ও ৪ ছক্কায় করেন ১৬৪ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটারের টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি এটা। পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। তাতে গ্রেগ চ্যাপেল, অ্যালান বোর্ডারের পাশে বসলেন ওয়ার্নার। ৬ সেঞ্চুরি করে পাকিস্তানের বিপক্ষে টেস্টে যৌথভাবে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সেঞ্চুরিয়ান এই তিন ব্যাটার (গ্রেগ চ্যাপেল, বোর্ডার, ওয়ার্নার)। ৮৬৫১ রান করে টেস্টে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেলেন ওয়ার্নার। একই সঙ্গে তিনি (ওয়ার্নার) গতকাল মাইকেল কার্ক, ম্যাথু হেইডেনকে পেছনে ফেলেছেন।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৯ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে