ক্রীড়া ডেস্ক
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।
এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়?’—নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ থেকে এমনই এক মজার পোস্ট করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।
এলপিএলের দ্বিতীয় ম্যাচেই মজার দৃশ্যটা দেখা গেল। গল টাইটানস ও ডাম্বুলা আওরার ম্যাচের মাঝপথে মাঠে প্রবেশ করল বড়সড় একটি সাপ। তখন বোলিং করতে এসেছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ের সময় সাপ দেখে থেমে যান তারকা অলরাউন্ডার। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঠে সাপ প্রবেশের ওই ভিডিও পোস্ট দিয়ে রসিকতা করেই এলপিএলের পেজে ক্যাপশন দেওয়া হলো,
‘এই যে, আগন্তুক। আপনার পরিচয়পত্র কোথায়? এমনকি শ্রীলঙ্কান বন্য প্রাণীও এলপিএল না দেখে থাকতে পারল না!’
চতুর্থ আম্পায়ারের প্রচেষ্টায় মাঠ ছাড়ে সাপ। তখন বোলিং চালিয়ে যান সাকিব। প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতেছিল তাঁর দল গল। আগে ব্যাটিং করে ১৮০ রান করেছিলেন তাঁরা। লক্ষ্য তাড়ায় নেমে ডাম্বুলাও থামে ১৮০ রানে। সুপার ওভারে ৯ রান করে ডাম্বুলা। ভানুকা রাজাপাকসের একটি করে ছক্কা ও চারে ২ বলেই সেটি তাড়া কর গল।
বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন ২৩ রান। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে আসেন সাকিব। আর তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ল ওই সাপ। এতে কিছু সময় খেলাও বন্ধ রাখতে হলো। আম্পায়াররা ওই সেই সাপ মাঠ থেকে বের দেওয়ার চেষ্টা করেন। কিন্তু একগুঁয়ে সাপ সহজে মাঠ ছাড়ছিল না। কয়েকবার চেষ্টার পর বের করা হয়।
এলপিএল পেজের পোস্টের অনুকরণে বলতে হয়, সাপও তবে সাকিবদের খেলা না দেখে থাকতে পারল না!
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩০ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে