ক্রীড়া ডেস্ক
‘যদি-কিন্তুর’ পাশ কাটিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার এইটে যেতে হলে নামিবিয়ার বিপক্ষে নিশ্চিত জয় পেতে হতো তাদের। পাশাপাশি আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হতো স্কটল্যান্ডের। হার্টের পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত সব ফলই পক্ষে পেয়েছে ইংলিশরা।
অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ‘বি’ গ্রুপের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নামিবিয়াকে ইংল্যান্ড হারাল ৪১ রানে। বৃষ্টিতে যদি ম্যাচ ভেসে যেত, তাহলেও বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত! ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয়নি। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে ১০ ওভারে খেলা হয়েছে।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মইন আলী, লিয়াম লিভিংস্টোনদের ব্যাটিং তাণ্ডবে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান তোলে ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ৩ উইকেটে ৮৪ রানে থেমেছে নামিবিয়ার ইনিংস।
ডেভিড ভিসে-রুবেন ট্রাম্পেলম্যানদের তোপ ২.১ ওভারে ১৩ রানে দুই ওপেনার—জস বাটলার (০), ফিল সল্টকে (১১) হারায় ইংল্যান্ড। দ্রুত উইকেট হারানোর পর পাপ নয়, নামিবিয়ার বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান ইংল্যান্ডের ব্যাটাররা। পাওয়ার-প্লেতে তাঁরা তোলেন ৫২ রান। শেষ ৪ ওভার থেকে স্কোরে যোগ করেন ৭০ রান।
বেয়ারস্টো ১৮ বলে ৩১, ৪টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ৪৭ রান এসেছে ব্রুকের ব্যাট থেকে। মইন ৬ বলে ১৬, ৪ বলে ১৩ রান করেছেন লিভিংস্টোন। ২ ওভারে ৬ রান দিয়ে ভিসে ১ উইকেট, ২ ওভারে ৩১ রান দিয়ে নামিবিয়ার ট্রাম্পেলম্যানের শিকার ২ উইকেট।
২৩৫.০০ স্ট্রাইকরেটে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ব্রুক। শুরুর বিপর্যয়ের মধ্যেও তাঁর ইনিংস গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। চিন্তামুক্ত হলো দলও। ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রুক বললেন, ‘অনেক দুশ্চিন্তা ছিল চারপাশে (বৃষ্টির কারণে)। সৌভাগ্যবশত এটি বন্ধ হয়ে গেছে এবং আমরা একটি খেলা পেয়েছি।’
লক্ষ্য তাড়ায় নামিবিয়া শুরু থেকেই সুবিধা করতে পারেনি। ৫ ওভারে কোনো উইকেট না হারালেও তুলতে পারে ৩৪ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে ৪৬ রান। সেটি ছিল রীতিমতো অসম্ভব ব্যাপারই। ভিসে ১২ বলে ২৭ রান করেছেন। ওপেনার মাইকেল ফন লিনগেন সর্বোচ্চ ৩৩ রান করেন ২৯ বলে। ২ ওভারে ১৫ রান দিয়ে জফরা আর্চার নিয়েছেন ১ উইকেট।
‘যদি-কিন্তুর’ পাশ কাটিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার এইটে যেতে হলে নামিবিয়ার বিপক্ষে নিশ্চিত জয় পেতে হতো তাদের। পাশাপাশি আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হতো স্কটল্যান্ডের। হার্টের পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত সব ফলই পক্ষে পেয়েছে ইংলিশরা।
অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ‘বি’ গ্রুপের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নামিবিয়াকে ইংল্যান্ড হারাল ৪১ রানে। বৃষ্টিতে যদি ম্যাচ ভেসে যেত, তাহলেও বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত! ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয়নি। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে ১০ ওভারে খেলা হয়েছে।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মইন আলী, লিয়াম লিভিংস্টোনদের ব্যাটিং তাণ্ডবে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান তোলে ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ৩ উইকেটে ৮৪ রানে থেমেছে নামিবিয়ার ইনিংস।
ডেভিড ভিসে-রুবেন ট্রাম্পেলম্যানদের তোপ ২.১ ওভারে ১৩ রানে দুই ওপেনার—জস বাটলার (০), ফিল সল্টকে (১১) হারায় ইংল্যান্ড। দ্রুত উইকেট হারানোর পর পাপ নয়, নামিবিয়ার বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান ইংল্যান্ডের ব্যাটাররা। পাওয়ার-প্লেতে তাঁরা তোলেন ৫২ রান। শেষ ৪ ওভার থেকে স্কোরে যোগ করেন ৭০ রান।
বেয়ারস্টো ১৮ বলে ৩১, ৪টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ৪৭ রান এসেছে ব্রুকের ব্যাট থেকে। মইন ৬ বলে ১৬, ৪ বলে ১৩ রান করেছেন লিভিংস্টোন। ২ ওভারে ৬ রান দিয়ে ভিসে ১ উইকেট, ২ ওভারে ৩১ রান দিয়ে নামিবিয়ার ট্রাম্পেলম্যানের শিকার ২ উইকেট।
২৩৫.০০ স্ট্রাইকরেটে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ব্রুক। শুরুর বিপর্যয়ের মধ্যেও তাঁর ইনিংস গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। চিন্তামুক্ত হলো দলও। ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রুক বললেন, ‘অনেক দুশ্চিন্তা ছিল চারপাশে (বৃষ্টির কারণে)। সৌভাগ্যবশত এটি বন্ধ হয়ে গেছে এবং আমরা একটি খেলা পেয়েছি।’
লক্ষ্য তাড়ায় নামিবিয়া শুরু থেকেই সুবিধা করতে পারেনি। ৫ ওভারে কোনো উইকেট না হারালেও তুলতে পারে ৩৪ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে ৪৬ রান। সেটি ছিল রীতিমতো অসম্ভব ব্যাপারই। ভিসে ১২ বলে ২৭ রান করেছেন। ওপেনার মাইকেল ফন লিনগেন সর্বোচ্চ ৩৩ রান করেন ২৯ বলে। ২ ওভারে ১৫ রান দিয়ে জফরা আর্চার নিয়েছেন ১ উইকেট।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে