ক্রীড়া ডেস্ক
আইপিএলে কুলদীপ যাদবের শেষ কয়েক মৌসুম কেটেছে ভুলে যাওয়ার মতো। শেষবার কলকাতার হয়ে বেঞ্চ গরম করতে করতেই পার করেছেন গোটা মৌসুম। এবার নতুন মৌসুমে নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজেকে নতুন ভাবে চেনাচ্ছেন এই চায়নাম্যান বোলার। আরেক ভারতীয় বোলার উমেশ যাদবের ক্ষেত্রেও তাই।
গতকাল আগের মৌসুমের দল কলকাতাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেনও এই কুলদীপ। দিল্লির জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। আইপিএলে ৪ ম্যাচে ঝুলিতে পুড়েছেন ১০ উইকেট। এবারের আইপিএলে এখন পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। উমেশ যাবদও অবশ্য ১০ উইকেট নিয়েছেন তবে খেলেছেন ৫ ম্যাচ।
কুলদীপের মতো যাদবও গত আইপিএলের একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সেবার ছিলেন দিল্লি ক্যাপিটালসে। দল পাল্টে পুরোনো দল কলকাতার হয়ে নতুন মৌসুমে শুরু থেকেই চমক দেখাচ্ছেন এই ভারতীয় পেসার। এই দুজনের চেয়ে এক উইকেট বেশি নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার সবার উপরে আছেন আরেক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
নতুন মৌসুমে দুই যাদবের শুরুটা হয়েছে দুর্দান্ত। এখনো অনেক ম্যাচ বাকি আছে। তবে শুরুর এই ছন্দ ধরে রাখতে পারলে টুর্নামেন্ট শেষেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকেই এ দুজন থাকবেন।
আইপিএলে কুলদীপ যাদবের শেষ কয়েক মৌসুম কেটেছে ভুলে যাওয়ার মতো। শেষবার কলকাতার হয়ে বেঞ্চ গরম করতে করতেই পার করেছেন গোটা মৌসুম। এবার নতুন মৌসুমে নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজেকে নতুন ভাবে চেনাচ্ছেন এই চায়নাম্যান বোলার। আরেক ভারতীয় বোলার উমেশ যাদবের ক্ষেত্রেও তাই।
গতকাল আগের মৌসুমের দল কলকাতাকে সবচেয়ে বেশি ভুগিয়েছেনও এই কুলদীপ। দিল্লির জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ৩৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন। আইপিএলে ৪ ম্যাচে ঝুলিতে পুড়েছেন ১০ উইকেট। এবারের আইপিএলে এখন পর্যন্ত যা দ্বিতীয় সর্বোচ্চ। উমেশ যাবদও অবশ্য ১০ উইকেট নিয়েছেন তবে খেলেছেন ৫ ম্যাচ।
কুলদীপের মতো যাদবও গত আইপিএলের একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। সেবার ছিলেন দিল্লি ক্যাপিটালসে। দল পাল্টে পুরোনো দল কলকাতার হয়ে নতুন মৌসুমে শুরু থেকেই চমক দেখাচ্ছেন এই ভারতীয় পেসার। এই দুজনের চেয়ে এক উইকেট বেশি নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার সবার উপরে আছেন আরেক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
নতুন মৌসুমে দুই যাদবের শুরুটা হয়েছে দুর্দান্ত। এখনো অনেক ম্যাচ বাকি আছে। তবে শুরুর এই ছন্দ ধরে রাখতে পারলে টুর্নামেন্ট শেষেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকেই এ দুজন থাকবেন।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১০ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১১ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১২ ঘণ্টা আগে