ক্রীড়া ডেস্ক
ভারত-পাকিস্তান মহারণ বলে কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি দর্শকপূর্ণ। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে বৃষ্টি বাধায় টসই হয়েছে সাড়ে ৮টায়। ৯টার সময় ম্যাচ শুরু হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি মাত্র পরিবর্তন এনেছে পাকিস্তান। আজম খানের পরিবর্তে এসেছেন ইমাদ ওয়াসিম। অধিনায়ক বাবর ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটি গড়বেন। ফখর জামান, উসমান খানের যেকোনো একজনকে দেখা যেতে পারে তিন নম্বরে। হারিস রউফ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ—পাকিস্তানের একাদশে আছেন স্বীকৃত চার পেসার। স্পিন আক্রমণে ইমাদের সঙ্গে থাকছেন শাদাব খান। ইমাদ, শাদাবের ব্যাটিং শেষের দিকে কার্যকরী হয়ে উঠতে পারে।
পাকিস্তানের বিপক্ষে ভারত একাদশে কোনো পরিবর্তন আনেনি। এই ম্যাচেও রোহিত শর্মা, বিরাট কোহলিকে উদ্বোধনী জুটিতে দেখা যাবে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন ঋষভ পন্ত। মিডল অর্ডারে থাকছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। যেখানে পান্ডিয়া ও দুবে পেস বোলিং অলরাউন্ডার। তাঁদের সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা—এই তিন স্বীকৃত পেসার। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে ভারত ঢের এগিয়ে। এখনো পর্যন্ত ১২ বারের দেখায় ভারত জিতেছে ৯ ম্যাচ। ৩ ম্যাচ জিতেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে এটাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়। বিশ্বকাপে সাতবারের দেখায় ছয়বার জিতেছে ভারত।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান
ভারত-পাকিস্তান মহারণ বলে কথা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি দর্শকপূর্ণ। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। তবে বৃষ্টি বাধায় টসই হয়েছে সাড়ে ৮টায়। ৯টার সময় ম্যাচ শুরু হবে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে একটি মাত্র পরিবর্তন এনেছে পাকিস্তান। আজম খানের পরিবর্তে এসেছেন ইমাদ ওয়াসিম। অধিনায়ক বাবর ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান উদ্বোধনী জুটি গড়বেন। ফখর জামান, উসমান খানের যেকোনো একজনকে দেখা যেতে পারে তিন নম্বরে। হারিস রউফ, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ—পাকিস্তানের একাদশে আছেন স্বীকৃত চার পেসার। স্পিন আক্রমণে ইমাদের সঙ্গে থাকছেন শাদাব খান। ইমাদ, শাদাবের ব্যাটিং শেষের দিকে কার্যকরী হয়ে উঠতে পারে।
পাকিস্তানের বিপক্ষে ভারত একাদশে কোনো পরিবর্তন আনেনি। এই ম্যাচেও রোহিত শর্মা, বিরাট কোহলিকে উদ্বোধনী জুটিতে দেখা যাবে। উইকেটরক্ষকের গ্লাভস পরবেন ঋষভ পন্ত। মিডল অর্ডারে থাকছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। যেখানে পান্ডিয়া ও দুবে পেস বোলিং অলরাউন্ডার। তাঁদের সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা—এই তিন স্বীকৃত পেসার। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।
টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের চেয়ে ভারত ঢের এগিয়ে। এখনো পর্যন্ত ১২ বারের দেখায় ভারত জিতেছে ৯ ম্যাচ। ৩ ম্যাচ জিতেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে এটাই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পাকিস্তানের একমাত্র জয়। বিশ্বকাপে সাতবারের দেখায় ছয়বার জিতেছে ভারত।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শিবম দুবে, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা
পাকিস্তানের একাদশ:
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ আমির, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান
ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারত অবশেষে দিশা খুঁজে পেল পার্থে। সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়েছে ভারত। বিশাল জয়ে এশিয়ার দলটি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ফেরত পেয়েছে হারানো সিংহাসন।
১ ঘণ্টা আগেটেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
৩ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৪ ঘণ্টা আগে