ক্রীড়া ডেস্ক
উদ্বোধনী ম্যাচে কী দুর্ধর্ষ পারফরম্যান্স! যেন সেই পুরোনো মোস্তাফিজুর রহমান। ২৯ রানে ৪ উইকেট নিয়ে হারিয়ে দিলেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। হলেন ম্যাচ-সেরা। চিপুকে ফিজের দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও ১৭তম আইপিএল শুরু করল জয় দিয়ে।
একই ভেন্যুতে আজ রাতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে গুজরাট টাইটানসের মুখোমুখি হবেন মোস্তাফিজরা। এই ম্যাচে চেন্নাইয়ের বাকি খেলোয়াড়েরা যখন হলুদ জার্সির সঙ্গে হলুদ টুপি পরে মাঠে নামবেন, তখন বাংলাদেশি পেসারকে দেখা যাবে আরেকটু ভিন্ন রূপে। মোস্তাফিজের মাথায় থাকবে পার্পল ক্যাপ বা বেগুনি টুপি। আগের ম্যাচেই বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পাশাপাশি এই টুপির মালিক হয়েছেন তিনি। অবশ্য পার্পল ক্যাপ পরে ফিল্ডিং না-ও করতে পারেন তিনি।
আইপিএলে ছোট বাউন্ডারি, ব্যাটিংবান্ধব পিচে এমনিতে বোলারদের খুব বেশি কিছুর সুযোগ থাকে না। তবে সেটির জন্য যাতে কেউ ‘মন খারাপ’ না করে এবং উৎসাহ দিতে প্রতি ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট যিনি পান তাঁকে দেওয়া হয় পার্পল ক্যাপ। এ ক্ষেত্রে দুজনের উইকেট যদি সমান হয়, তবে ইকোনমি রেট হিসাব করে এগিয়ে থাকা বোলারকে এই টুপি দিয়ে সম্মাননা জানানো হয়।
টুর্নামেন্ট শেষেও সর্বোচ্চ উইকেটশিকারির মাথায় ওঠে পার্পল ক্যাপ। উইকেট সমান হলে এখানেও সেই ইকোনমির হিসাব। শুধু কি বোলারদের সম্মান জানানো হয়? না, ব্যাটাররাও পান। তাদের জন্য বরাদ্দ অরেঞ্জ ক্যাপ বা কমলা টুপি। হিসাবটাও সেই বোলারদের মতন। প্রতি ম্যাচ শেষ সর্বোচ্চ রান যিনি করেন, তাঁর কাছে পৌঁছে যায় এই টুপি আর টুর্নামেন্ট শেষে রানের হিসাবে এগিয়ে থাকা ব্যাটারের মাথায় ওঠে অরেঞ্জ ক্যাপ।
প্রতি ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ পাওয়ার যে নিয়ম, সেটি শুরুতেই পেয়ে গেছেন মোস্তাফিজ। আইপিএলে প্রথম রাউন্ড ইতিমধ্যে শেষ। গতকাল তো নিজেদের দ্বিতীয় ম্যাচটিও খেলে ফেলেছে বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। তবে এখনো এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় কেউ ছাড়িয়ে দিতে পারেননি ফিজকে। গুজরাটের বিপক্ষে ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে কাছাকাছি গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরা।
আইপিএলে প্রতি সংস্করণ থেকে এমনটা হয়ে আসছে। ২০০৮ সালে প্রথম সংস্করণ শেষে পার্পল টুপি পেয়েছিলেন পাকিস্তানের সোহেল তানভীর আর অরেঞ্জ ক্যাপ অস্ট্রেলিয়ার শন মার্শ। এখন পর্যন্ত শুধু দুজনই দুবার পার্পল ক্যাপ পেয়েছেন—ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (২০১৩ ও ২০১৫) ও ভারতের ভুবনেশ্বর কুমার (২০১৬ ও ২০১৭)। আর দুই বা তার অধিক অরেঞ্জ ক্যাপ জিতেছেন ক্রিস গেইল (২০১১ ও ২০১২) ও ডেভিড ওয়ার্নার (২০১৫,২০১৭ ও ২০১৯)।
আজ গুজরাটের বিপক্ষে অবশ্য মোস্তাফিজের একাদশে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মাতিশা পাতিরানা না থাকায় সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু চোট কাটিয়ে লঙ্কান পেসার ফিরেছেন চেন্নাইয়ে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত না পেলে তাঁর খেলা না-ও হতে পারে। কারণ, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলেই এই সতর্কতা। আর সে ক্ষেত্রে ফিজের দরজাটা আবারও খুলে যাবে। তবে প্রথম ম্যাচে যে পারফরম্যান্স, অনায়াসে তাঁর একাদশে জায়গা হয়ে যাওয়ার কথা।
উদ্বোধনী ম্যাচে কী দুর্ধর্ষ পারফরম্যান্স! যেন সেই পুরোনো মোস্তাফিজুর রহমান। ২৯ রানে ৪ উইকেট নিয়ে হারিয়ে দিলেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। হলেন ম্যাচ-সেরা। চিপুকে ফিজের দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসও ১৭তম আইপিএল শুরু করল জয় দিয়ে।
একই ভেন্যুতে আজ রাতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে গুজরাট টাইটানসের মুখোমুখি হবেন মোস্তাফিজরা। এই ম্যাচে চেন্নাইয়ের বাকি খেলোয়াড়েরা যখন হলুদ জার্সির সঙ্গে হলুদ টুপি পরে মাঠে নামবেন, তখন বাংলাদেশি পেসারকে দেখা যাবে আরেকটু ভিন্ন রূপে। মোস্তাফিজের মাথায় থাকবে পার্পল ক্যাপ বা বেগুনি টুপি। আগের ম্যাচেই বেঙ্গালুরুর বিপক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পাশাপাশি এই টুপির মালিক হয়েছেন তিনি। অবশ্য পার্পল ক্যাপ পরে ফিল্ডিং না-ও করতে পারেন তিনি।
আইপিএলে ছোট বাউন্ডারি, ব্যাটিংবান্ধব পিচে এমনিতে বোলারদের খুব বেশি কিছুর সুযোগ থাকে না। তবে সেটির জন্য যাতে কেউ ‘মন খারাপ’ না করে এবং উৎসাহ দিতে প্রতি ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট যিনি পান তাঁকে দেওয়া হয় পার্পল ক্যাপ। এ ক্ষেত্রে দুজনের উইকেট যদি সমান হয়, তবে ইকোনমি রেট হিসাব করে এগিয়ে থাকা বোলারকে এই টুপি দিয়ে সম্মাননা জানানো হয়।
টুর্নামেন্ট শেষেও সর্বোচ্চ উইকেটশিকারির মাথায় ওঠে পার্পল ক্যাপ। উইকেট সমান হলে এখানেও সেই ইকোনমির হিসাব। শুধু কি বোলারদের সম্মান জানানো হয়? না, ব্যাটাররাও পান। তাদের জন্য বরাদ্দ অরেঞ্জ ক্যাপ বা কমলা টুপি। হিসাবটাও সেই বোলারদের মতন। প্রতি ম্যাচ শেষ সর্বোচ্চ রান যিনি করেন, তাঁর কাছে পৌঁছে যায় এই টুপি আর টুর্নামেন্ট শেষে রানের হিসাবে এগিয়ে থাকা ব্যাটারের মাথায় ওঠে অরেঞ্জ ক্যাপ।
প্রতি ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ পাওয়ার যে নিয়ম, সেটি শুরুতেই পেয়ে গেছেন মোস্তাফিজ। আইপিএলে প্রথম রাউন্ড ইতিমধ্যে শেষ। গতকাল তো নিজেদের দ্বিতীয় ম্যাচটিও খেলে ফেলেছে বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। তবে এখনো এক ম্যাচে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় কেউ ছাড়িয়ে দিতে পারেননি ফিজকে। গুজরাটের বিপক্ষে ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে কাছাকাছি গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরা।
আইপিএলে প্রতি সংস্করণ থেকে এমনটা হয়ে আসছে। ২০০৮ সালে প্রথম সংস্করণ শেষে পার্পল টুপি পেয়েছিলেন পাকিস্তানের সোহেল তানভীর আর অরেঞ্জ ক্যাপ অস্ট্রেলিয়ার শন মার্শ। এখন পর্যন্ত শুধু দুজনই দুবার পার্পল ক্যাপ পেয়েছেন—ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (২০১৩ ও ২০১৫) ও ভারতের ভুবনেশ্বর কুমার (২০১৬ ও ২০১৭)। আর দুই বা তার অধিক অরেঞ্জ ক্যাপ জিতেছেন ক্রিস গেইল (২০১১ ও ২০১২) ও ডেভিড ওয়ার্নার (২০১৫,২০১৭ ও ২০১৯)।
আজ গুজরাটের বিপক্ষে অবশ্য মোস্তাফিজের একাদশে থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। মাতিশা পাতিরানা না থাকায় সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু চোট কাটিয়ে লঙ্কান পেসার ফিরেছেন চেন্নাইয়ে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সবুজ সংকেত না পেলে তাঁর খেলা না-ও হতে পারে। কারণ, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বলেই এই সতর্কতা। আর সে ক্ষেত্রে ফিজের দরজাটা আবারও খুলে যাবে। তবে প্রথম ম্যাচে যে পারফরম্যান্স, অনায়াসে তাঁর একাদশে জায়গা হয়ে যাওয়ার কথা।
বাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্ষ, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩৩ মিনিট আগেকাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুই বার সাফের শিরোপা জয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। প্যারিস মাস্টার্স শুরু হবে বিকেল ৪টায়। একনজরে দেখে নিন টিভিতে কী কী খেলা থাকছে।
২ ঘণ্টা আগেসাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে