অবসরের পথে হাঁটছেন ফখর জামান

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
অবসরের চিন্তাভাবনা করছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। ছবি: এএফপি

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে অবসরের চিন্তা-ভাবনা করছেন ফখর জামান। সাবেক অধিনায়ক বাবর আজমের পক্ষে বলতে গিয়েই যেন বেকায়দায় পড়লেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার। প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে দিয়েছিল কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। শোকজের জবাব দেওয়ার কদিন পর পিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে জায়গাই পেলেন না তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এবং অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দলে সুযোগ না পাওয়ায় অবসরের চিন্তা করছেন ফখর। তাঁর ঘনিষ্ঠ সূত্রে আরও বলা হয়েছে, নির্বাচকেরা ফখরের ফিটনেসে অসন্তোষের কথা বলেছেন, তবে তিনি ব্যাপারটি মানতে একদমই নারাজ।

ফখর পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৭৭ ম্যাচে ১৭১ ইনিংসে ৫৫৩২ রান করেছেন। রয়েছে ১১টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করে পাকিস্তানের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ডাবল সেঞ্চুরি (২১০ *)

বাবর আজম দল থেকে বাদ পড়া ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবির খোলামেলা সমালোচনা করেছিলেন ফখর। ধারণা করা হচ্ছে, সে কারণে বোর্ডের সঙ্গে ফখরের সম্পর্ক তিক্ততার দিকে চলে গেছে।

ফখর ছাড়াও পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে জায়গা হারিয়েছেন ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাহনেওয়াজ দাহানি, সরফরাজ আহমেদ, জামান খান, ফাহিম আশরাফ, উসামা মীর, ইহসানউল্লাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত