ক্রীড়া ডেস্ক
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে অবসরের চিন্তা-ভাবনা করছেন ফখর জামান। সাবেক অধিনায়ক বাবর আজমের পক্ষে বলতে গিয়েই যেন বেকায়দায় পড়লেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার। প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে দিয়েছিল কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। শোকজের জবাব দেওয়ার কদিন পর পিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে জায়গাই পেলেন না তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এবং অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দলে সুযোগ না পাওয়ায় অবসরের চিন্তা করছেন ফখর। তাঁর ঘনিষ্ঠ সূত্রে আরও বলা হয়েছে, নির্বাচকেরা ফখরের ফিটনেসে অসন্তোষের কথা বলেছেন, তবে তিনি ব্যাপারটি মানতে একদমই নারাজ।
ফখর পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৭৭ ম্যাচে ১৭১ ইনিংসে ৫৫৩২ রান করেছেন। রয়েছে ১১টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করে পাকিস্তানের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ডাবল সেঞ্চুরি (২১০ *)
বাবর আজম দল থেকে বাদ পড়া ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবির খোলামেলা সমালোচনা করেছিলেন ফখর। ধারণা করা হচ্ছে, সে কারণে বোর্ডের সঙ্গে ফখরের সম্পর্ক তিক্ততার দিকে চলে গেছে।
ফখর ছাড়াও পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে জায়গা হারিয়েছেন ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাহনেওয়াজ দাহানি, সরফরাজ আহমেদ, জামান খান, ফাহিম আশরাফ, উসামা মীর, ইহসানউল্লাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিস।
কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে অবসরের চিন্তা-ভাবনা করছেন ফখর জামান। সাবেক অধিনায়ক বাবর আজমের পক্ষে বলতে গিয়েই যেন বেকায়দায় পড়লেন পাকিস্তানের বাঁহাতি ওপেনার। প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে দিয়েছিল কারণ দর্শানোর (শোকজ) নোটিশ। শোকজের জবাব দেওয়ার কদিন পর পিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে জায়গাই পেলেন না তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এবং অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দলে সুযোগ না পাওয়ায় অবসরের চিন্তা করছেন ফখর। তাঁর ঘনিষ্ঠ সূত্রে আরও বলা হয়েছে, নির্বাচকেরা ফখরের ফিটনেসে অসন্তোষের কথা বলেছেন, তবে তিনি ব্যাপারটি মানতে একদমই নারাজ।
ফখর পাকিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ১৭৭ ম্যাচে ১৭১ ইনিংসে ৫৫৩২ রান করেছেন। রয়েছে ১১টি সেঞ্চুরি ও ২৯টি ফিফটি। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দারুণ এক সেঞ্চুরি করে পাকিস্তানের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন ডাবল সেঞ্চুরি (২১০ *)
বাবর আজম দল থেকে বাদ পড়া ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবির খোলামেলা সমালোচনা করেছিলেন ফখর। ধারণা করা হচ্ছে, সে কারণে বোর্ডের সঙ্গে ফখরের সম্পর্ক তিক্ততার দিকে চলে গেছে।
ফখর ছাড়াও পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে জায়গা হারিয়েছেন ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাহনেওয়াজ দাহানি, সরফরাজ আহমেদ, জামান খান, ফাহিম আশরাফ, উসামা মীর, ইহসানউল্লাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ হারিস।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে