ক্রীড়া ডেস্ক
এবারের আইপিএলে জরিমানা গুনলেন জস বাটলার। আইপিএলের আচরণবিধি ভাঙায় গতকাল ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে রাজস্থান রয়্যালসের এই ব্যাটারের।
গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। হারশিত রানার দ্বিতীয় বল বাটলার ব্যাকফুটে ডিফেন্স করতে গেলে বল চলে যায় পয়েন্টে। রান নেবের কী নেবেন না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ইংলিশ এই ব্যাটার। অন্যদিকে যশস্বী জয়সওয়াল অর্ধেক পথ পেরিয়ে এসেছেন। তখন রান নিতে গেলে আন্দ্রে রাসেল ডিরেক্ট থ্রোতে নন-স্ট্রাইকারের স্টাম্প ভেঙে দেন। রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। তাতে হতাশা প্রকাশ করেন ইংলিশ এই ব্যাটার। আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে লেভেল ওয়ান ভাঙায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাটলারের শাস্তির কথা নিশ্চিত করে আইপিএল এক অফিশিয়াল বিবৃতিতে বলেছে, ‘রাজস্থান রয়্যালসের ব্যাটার জস বাটলারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৩-এর ৫৬ নম্বর ম্যাচে তিনি আচরণবিধি ভেঙেছেন।’
বাটলারের ভুল কী ছিল তা অবশ্য বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, রান আউট হওয়ার পর জয়সওয়ালের প্রতি হতাশা প্রকাশ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। বাটলারের জরিমানার দিন বিশাল জয় পেয়েছে রাজস্থান। কলকাতার দেওয়া ১৫০ রানের লক্ষ্য ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে তাড়া করে ফেলে রাজস্থান।
এবারের আইপিএলে জরিমানা গুনলেন জস বাটলার। আইপিএলের আচরণবিধি ভাঙায় গতকাল ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে রাজস্থান রয়্যালসের এই ব্যাটারের।
গতকাল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। হারশিত রানার দ্বিতীয় বল বাটলার ব্যাকফুটে ডিফেন্স করতে গেলে বল চলে যায় পয়েন্টে। রান নেবের কী নেবেন না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ইংলিশ এই ব্যাটার। অন্যদিকে যশস্বী জয়সওয়াল অর্ধেক পথ পেরিয়ে এসেছেন। তখন রান নিতে গেলে আন্দ্রে রাসেল ডিরেক্ট থ্রোতে নন-স্ট্রাইকারের স্টাম্প ভেঙে দেন। রানের খাতা খোলার আগেই বিদায় নেন বাটলার। তাতে হতাশা প্রকাশ করেন ইংলিশ এই ব্যাটার। আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে লেভেল ওয়ান ভাঙায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাটলারের শাস্তির কথা নিশ্চিত করে আইপিএল এক অফিশিয়াল বিবৃতিতে বলেছে, ‘রাজস্থান রয়্যালসের ব্যাটার জস বাটলারকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৩-এর ৫৬ নম্বর ম্যাচে তিনি আচরণবিধি ভেঙেছেন।’
বাটলারের ভুল কী ছিল তা অবশ্য বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, রান আউট হওয়ার পর জয়সওয়ালের প্রতি হতাশা প্রকাশ করায় এই শাস্তি দেওয়া হয়েছে। বাটলারের জরিমানার দিন বিশাল জয় পেয়েছে রাজস্থান। কলকাতার দেওয়া ১৫০ রানের লক্ষ্য ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে তাড়া করে ফেলে রাজস্থান।
আইসিসির ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় অনুযায়ী, আগামী জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে তিন সংস্করণের সিরিজ খেলার কথা ছিল আয়ারল্যান্ডের। হঠাৎ এই সিরিজ বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। আর্থিক সীমাবদ্ধতার কারণে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১৭ মিনিট আগেদুবাইয়ে ৯ মার্চ রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জেতে ভারত। আইসিসির এই ইভেন্টে শুবমান গিল দারুণ খেলেছেন। চ্যাম্পিয়ন হওয়ার এক সপ্তাহের মধ্যেই আইসিসির পুরস্কার পেলেন ভারতীয় এই তারকা ক্রিকেটার।
৪১ মিনিট আগেগত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই কুড়ি ওভারের সংস্করণকে বিদায় বলেন রোহিত শর্মা। সদ্য শেষ হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও গুঞ্জনে ডালপালা মেলে—ফাইনাল ম্যাচ খেলে ওয়ানডে সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিতে পারেন ভারতীয় অধিনায়ক। তবে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জিতল ভারতই।
১ ঘণ্টা আগেবিশ্ব ক্রিকেটে ভারতের অনেক বেশি প্রভাব থাকাতেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) বিদ্রুপ করে ভারতীয় ক্রিকেট সংস্থাও বলে থাকেন অনেকে। গত এক দশকে আইসিসি এভাবেই উপহাসের শিকার হচ্ছে বারবার। স্যার অ্যান্ডি রবার্টস সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন।
২ ঘণ্টা আগে