ক্রীড়া ডেস্ক
সেঞ্চুরির পর চিরচেনা উদ্যাপনই করলেন ডেভিড ওয়ার্নার। শূন্যে লাফিয়ে উঠে মুষ্টিবদ্ধ ঘুষি ছোড়ার পর আরেকবার ডান হাতের হেলমেট ঘোরালেন তিনি। তাতে অস্ট্রেলিয়ান ওপেনারের শরীরী ভাষায় উদ্যাপনের চেয়ে যেন অন্য কিছু একটাই বেশি ফুটে উঠল।
পার্থের মুষ্টিবদ্ধ ঘুষিটা যেন আজ তাঁর সমালোচনাকারীদের মুখেই দিয়েছেন ওয়ার্নার। পরের মুহূর্তেই অবশ্য উড়ন্ত চুমুও দিয়েছেন তিনি। এবার যেন বুঝিয়ে দিলেন তাতিয়ে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমে ২৬তম টেস্ট সেঞ্চুরি উদ্যাপনের সময় এমনটি করছেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের টেস্ট সিরিজ দিয়ে যে দীর্ঘতম সংস্করণের ইতি টানবেন সেই ঘোষণা অনেক আগেই দিয়েছেন ওয়ার্নার। কিন্তু ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। কয়েক বছর ধরে টেস্টে ফর্মহীনতার সঙ্গে স্যান্ডপেপার কেলেঙ্কারির ঘটনাকে টেনে তাঁর সমালোচনা করেছেন সাবেক সতীর্থ পেসার মিচেল জনসন। তাঁকে কেন নায়কোচিত বিদায় দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনসন।
সাবেক সতীর্থের সমালোচনার জবাবে তীক্ষ্ণ কোনো প্রতি উত্তর না দিলেও আজ ঠিক ব্যাট হাতে দিলেন ওয়ার্নার। চ্যাম্পিয়ন খেলোয়াড়েরা যেভাবে জবাব দিতে পছন্দ করেন আরকি। ব্যাটিংয়ে নামার আগে জানিয়েছিলেন বাইরের কথায় কান দেন না তিনি। সেটার প্রমাণও পাওয়া গেছে দুর্দান্ত ইনিংসে।
কান না দিলেও ব্যাটে জবাব দেওয়ার একটা তাগাদা ছিল ওয়ার্নারের। শাহিন শাহ আফ্রিদি-ফাহিম আশরাফদের বিপক্ষে শুরু থেকে যেভাবে আক্রমণাত্মক ব্যাট করেছেন, সেটাই ফুটে উঠেছে তাঁর পুরো ইনিংসে। বিশেষ করে ২২তম ওভারে শাহিনকে যেভাবে ছক্কা মারলেন তা ছিল অনবদ্য। বাঁহাতি পেসারের অফ স্ট্যাম্প বরাবর বলকে যেভাবে শরীর নিচু করে লং লেগ দিয়ে ছক্কা হাঁকালেন। মাঠ ছাড়া করার সময় মাটিতে কিছুটা পড়ে গিয়েছিলেন তিনি। দাঁড়ানোর সময় তাঁর শরীরী ভাষা ছিল দেখার মতো।
শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা ওয়ার্নার ফিফটি পূর্ণ করেন ৪১ বলে। পরে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি করেছেন ১২৫ বলে। ১৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি ব্যাটার। সেঞ্চুরি করেই থামেননি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটার, ১২৯ রানে অপরাজিত আছেন তিনি। ১৬ চার ও ২ ছক্কায় ১৬২ বলে ইনিংসটি সাজিয়েছেন তিনি।
ওয়ার্নারের অপরাজিত সেঞ্চুরিতে পার্থ টেস্টের প্রথম দিনের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে। প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬.৩ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান করেছে স্বাগতিকেরা। ওয়ার্নারকে সঙ্গ দিচ্ছেন রানের খাতা না খোলা ট্রাভিস হেড।
সেঞ্চুরির পর চিরচেনা উদ্যাপনই করলেন ডেভিড ওয়ার্নার। শূন্যে লাফিয়ে উঠে মুষ্টিবদ্ধ ঘুষি ছোড়ার পর আরেকবার ডান হাতের হেলমেট ঘোরালেন তিনি। তাতে অস্ট্রেলিয়ান ওপেনারের শরীরী ভাষায় উদ্যাপনের চেয়ে যেন অন্য কিছু একটাই বেশি ফুটে উঠল।
পার্থের মুষ্টিবদ্ধ ঘুষিটা যেন আজ তাঁর সমালোচনাকারীদের মুখেই দিয়েছেন ওয়ার্নার। পরের মুহূর্তেই অবশ্য উড়ন্ত চুমুও দিয়েছেন তিনি। এবার যেন বুঝিয়ে দিলেন তাতিয়ে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলতে নেমে ২৬তম টেস্ট সেঞ্চুরি উদ্যাপনের সময় এমনটি করছেন ৩৭ বছর বয়সী ব্যাটার।
পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের টেস্ট সিরিজ দিয়ে যে দীর্ঘতম সংস্করণের ইতি টানবেন সেই ঘোষণা অনেক আগেই দিয়েছেন ওয়ার্নার। কিন্তু ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। কয়েক বছর ধরে টেস্টে ফর্মহীনতার সঙ্গে স্যান্ডপেপার কেলেঙ্কারির ঘটনাকে টেনে তাঁর সমালোচনা করেছেন সাবেক সতীর্থ পেসার মিচেল জনসন। তাঁকে কেন নায়কোচিত বিদায় দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন জনসন।
সাবেক সতীর্থের সমালোচনার জবাবে তীক্ষ্ণ কোনো প্রতি উত্তর না দিলেও আজ ঠিক ব্যাট হাতে দিলেন ওয়ার্নার। চ্যাম্পিয়ন খেলোয়াড়েরা যেভাবে জবাব দিতে পছন্দ করেন আরকি। ব্যাটিংয়ে নামার আগে জানিয়েছিলেন বাইরের কথায় কান দেন না তিনি। সেটার প্রমাণও পাওয়া গেছে দুর্দান্ত ইনিংসে।
কান না দিলেও ব্যাটে জবাব দেওয়ার একটা তাগাদা ছিল ওয়ার্নারের। শাহিন শাহ আফ্রিদি-ফাহিম আশরাফদের বিপক্ষে শুরু থেকে যেভাবে আক্রমণাত্মক ব্যাট করেছেন, সেটাই ফুটে উঠেছে তাঁর পুরো ইনিংসে। বিশেষ করে ২২তম ওভারে শাহিনকে যেভাবে ছক্কা মারলেন তা ছিল অনবদ্য। বাঁহাতি পেসারের অফ স্ট্যাম্প বরাবর বলকে যেভাবে শরীর নিচু করে লং লেগ দিয়ে ছক্কা হাঁকালেন। মাঠ ছাড়া করার সময় মাটিতে কিছুটা পড়ে গিয়েছিলেন তিনি। দাঁড়ানোর সময় তাঁর শরীরী ভাষা ছিল দেখার মতো।
শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করা ওয়ার্নার ফিফটি পূর্ণ করেন ৪১ বলে। পরে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি করেছেন ১২৫ বলে। ১৬ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি ব্যাটার। সেঞ্চুরি করেই থামেননি সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটার, ১২৯ রানে অপরাজিত আছেন তিনি। ১৬ চার ও ২ ছক্কায় ১৬২ বলে ইনিংসটি সাজিয়েছেন তিনি।
ওয়ার্নারের অপরাজিত সেঞ্চুরিতে পার্থ টেস্টের প্রথম দিনের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে। প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬.৩ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান করেছে স্বাগতিকেরা। ওয়ার্নারকে সঙ্গ দিচ্ছেন রানের খাতা না খোলা ট্রাভিস হেড।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৪ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে