আমাদের ধৈর্যের খেলা খেলতে হবে, বললেন তামিম

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২২, ১২: ২১
আপডেট : ২৫ জুন ২০২২, ১৫: ১৮

সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের লক্ষ্য থাকবে যত দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করা যায়। সকালের সেশনটা হবে খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই সেশনে ধৈর্যের খেলা খেলতে হবে বলেছেন তামিম ইকবাল। 

অ্যান্টিগার উইকেটের  মতো এই উইকেটে অত সুইং নেই। তাই রান আটকানোর সঙ্গে দ্রুত উইকেট নিতে হবে। আর এই কাজে কিছুটা ধৈর্যের দরকার আছে। দিন শেষে তামিম বললেন, ‘কাল (আজ) সকালের সেশনটা গুরুত্বপূর্ণ হবে। কারণ এখানে খুব বেশি সুইং নাই। যা শেষ টেস্টে ছিল, এই টেস্টে খুব বেশি সুইং নাই। উইকেট তাই খুব গুরুত্বপূর্ণ হবে। আমার কাছে মনে হয়, আমাদের একটু ধৈর্যের খেলা খেলতে হবে। রানটা আটকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নেওয়া যায়।’

তামিম মনে করেন, প্রথম ইনিংসে ৩০০-৩২০ রান করতে পারলে ভালো হতো। আর বোলিংয়ে ২০-২৫ রান বেশি করে ফেলেছে উইন্ডিজ। এ দুটি কাজ করতে পারলে দিনটি হতে পারত বাংলাদেশের। এ নিয়ে তামিম বলেন, ‘উইকেট উঁচু-নিচু ছিল, কিন্তু আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। আমরা যদি ৩০০ বা ৩২০ রান করতাম, তাহলে ভালো স্কোর হতো।  ‘বোলিংয়েও আমরা ২০-২৫ রান বেশি দিয়ে ফেলেছি, এই রানটা কম দিলে আরও ভালো হতো।' 

তামিমের আক্ষেপ আছে নিজের আউটটা নিয়েও। কারণ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। কে জানে ৪৬ রানের ইনিংসটা তামিম সেঞ্চুরিতে রূপ দিতে পারলে প্রথম দিনের গল্পটা ভিন্ন হতে পারত, ‘এমন শুরু পেলে সচরাচর আমার ইনিংসগুলো বড় হয় টেস্টে। দুর্ভাগ্যজনকভাবে আজকে বড় করতে পারিনি। আজকে বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু বলটা যতটুকু ওঠার কথা ছিল না ততটুকু উঠেছে। এ কারণে আমার ব্যাটের স্টিকারে লাগে। এমন শুরুর পর দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ইনিংসটা টেনে নেওয়া উচিত ছিল। তাই আমার কোনো অজুহাত নেই।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত