ক্রীড়া ডেস্ক
টানা তিন ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজেও ভারতের কাছে ধবলধোলাইয়ের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে ভারতের জয় ১৭ রানে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে উইন্ডিজ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড়। তবে ঈশান কিষান (৩৪) ও শ্রেয়াস আইয়ারের (২৫) ব্যাটে বড় স্কোরের ভিত পায় ভারত। অল্প রানের ব্যবধানে ফিরে যান এ দুই ব্যাটার। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক রোহিত শর্মাও (৭)। তবে প্রান্ত আগলে দলকে এগিয়ে নেন সূর্যকুমার যাদব। ৩১ বলে ১ চার ও ৭ ছক্কায় ঝোড়ো ৬৫ রান করেন সূর্যকুমার। ভেঙ্কেটেশ আইয়ার করেন ১৯ বলে ৩৫ রান। ভারত পায় ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
জবাবে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। এরপর নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের ব্যাটে ধাক্কা সামাল দেয় অতিথিরা। পাওয়েলের বিদায়ের পর একাই চেষ্টা করে যান পুরান। কিন্তু অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়া দলকে জেতাতে পারেননি তিনিও। পুরান আউট হন ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেলে। ভারতের হয়ে ৩ উইকেট নেন হার্শাল প্যাটেল।
টানা তিন ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজেও ভারতের কাছে ধবলধোলাইয়ের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে ভারতের জয় ১৭ রানে। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করতে পারে উইন্ডিজ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে যান ঋতুরাজ গায়কোয়াড়। তবে ঈশান কিষান (৩৪) ও শ্রেয়াস আইয়ারের (২৫) ব্যাটে বড় স্কোরের ভিত পায় ভারত। অল্প রানের ব্যবধানে ফিরে যান এ দুই ব্যাটার। বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক রোহিত শর্মাও (৭)। তবে প্রান্ত আগলে দলকে এগিয়ে নেন সূর্যকুমার যাদব। ৩১ বলে ১ চার ও ৭ ছক্কায় ঝোড়ো ৬৫ রান করেন সূর্যকুমার। ভেঙ্কেটেশ আইয়ার করেন ১৯ বলে ৩৫ রান। ভারত পায় ১৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
জবাবে ২৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। এরপর নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের ব্যাটে ধাক্কা সামাল দেয় অতিথিরা। পাওয়েলের বিদায়ের পর একাই চেষ্টা করে যান পুরান। কিন্তু অন্য প্রান্ত থেকে সহায়তা না পাওয়া দলকে জেতাতে পারেননি তিনিও। পুরান আউট হন ৪৭ বলে ৬১ রানের ইনিংস খেলে। ভারতের হয়ে ৩ উইকেট নেন হার্শাল প্যাটেল।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে