ক্রীড়া ডেস্ক
রেকর্ড গড়া যেন বিরাট কোহলির কাছে ডালভাত। আর বাংলাদেশ যে কোহলির ‘প্রিয়’ প্রতিপক্ষ, তা গতকাল দেখা গেছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটার করেছেন বেশ কিছু রেকর্ড।
বাংলাদেশ ম্যাচের আগে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৬৬ ইনিংস খেলেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের রান ছিল ২৫৯২৩ রান। কোহলির সেঞ্চুরিটাও গতকাল এসেছে নাটকীয়ভাবে। ম্যাচ জিততে ৯ ওভারে ভারতের দরকার ছিল ২ রান। তিন অঙ্ক ছুঁতে কোহলির দরকার ছিল ৪ রান। সেখানে ৪২ তম ওভার করতে এসে প্রথম বলটাই ওয়াইড দিলেন নাসুম আহমেদ। যদিও আম্পায়ার সেটা ওয়াইড দেননি। এরপর তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি এক ঢিলে দুই পাখি মেরেছেন। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮ তম সেঞ্চুরি ও ভারতের জয়-দুটোই এসেছে তাঁর (কোহলি) ছক্কায়। এই সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ৫৬৭ ইনিংস। দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান করতে লেগেছিল ৬০০ ইনিংস। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংয়ের পর চতুর্থ ব্যাটার হিসেবে তিন সংস্করণ মিলে ২৬ হাজার রান করেন কোহলি।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করায় শচীনের থেকে হাতছোঁয়া দূরত্বে আছেন কোহলি। শচীন ওয়ানডেতে করেছেন ৪৯ সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি করার কীর্তি গড়েন কোহলি। গতকালের আগে ২০১১ বিশ্বকাপে মিরপুরে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। কোহলির আগে এই কীর্তি গড়েন রোহিত শর্মা। ২০১৫,২০১৯-এই দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১টি করে সেঞ্চুরি করেন রোহিত।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ভারতীয় ব্যাটার:
৭-রোহিত শর্মা
৬-শচীন টেন্ডুলকার
৪-সৌরভ গাঙ্গুলী
৩-শিখর ধাওয়ান
৩-বিরাট কোহলি
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
২-রোহিত শর্মা (ভারত)
২-বিরাট কোহলি (ভারত)
১-বীরেন্দর শেবাগ (ভারত)
১-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
১-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ওয়ানডেতে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪৯-শচীন টেন্ডুলকার (ভারত)
৪৮-বিরাট কোহলি (ভারত)
৩১-রোহিত শর্মা (ভারত)
৩০-রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, আইসিসি একাদশ)
২৮-সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা, এশিয়া একাদশ)
রেকর্ড গড়া যেন বিরাট কোহলির কাছে ডালভাত। আর বাংলাদেশ যে কোহলির ‘প্রিয়’ প্রতিপক্ষ, তা গতকাল দেখা গেছে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটার করেছেন বেশ কিছু রেকর্ড।
বাংলাদেশ ম্যাচের আগে কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৬৬ ইনিংস খেলেছেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের রান ছিল ২৫৯২৩ রান। কোহলির সেঞ্চুরিটাও গতকাল এসেছে নাটকীয়ভাবে। ম্যাচ জিততে ৯ ওভারে ভারতের দরকার ছিল ২ রান। তিন অঙ্ক ছুঁতে কোহলির দরকার ছিল ৪ রান। সেখানে ৪২ তম ওভার করতে এসে প্রথম বলটাই ওয়াইড দিলেন নাসুম আহমেদ। যদিও আম্পায়ার সেটা ওয়াইড দেননি। এরপর তৃতীয় বলে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি এক ঢিলে দুই পাখি মেরেছেন। ওয়ানডে ক্যারিয়ারের ৪৮ তম সেঞ্চুরি ও ভারতের জয়-দুটোই এসেছে তাঁর (কোহলি) ছক্কায়। এই সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রানের রেকর্ড গড়েন কোহলি। এই মাইলফলক স্পর্শ করতে ভারতীয় ব্যাটারের লেগেছে ৫৬৭ ইনিংস। দ্বিতীয় স্থানে থাকা শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান করতে লেগেছিল ৬০০ ইনিংস। শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংয়ের পর চতুর্থ ব্যাটার হিসেবে তিন সংস্করণ মিলে ২৬ হাজার রান করেন কোহলি।
ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি করায় শচীনের থেকে হাতছোঁয়া দূরত্বে আছেন কোহলি। শচীন ওয়ানডেতে করেছেন ৪৯ সেঞ্চুরি। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে দুই সেঞ্চুরি করার কীর্তি গড়েন কোহলি। গতকালের আগে ২০১১ বিশ্বকাপে মিরপুরে সেঞ্চুরি করেন ভারতীয় এই ব্যাটার। কোহলির আগে এই কীর্তি গড়েন রোহিত শর্মা। ২০১৫,২০১৯-এই দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১টি করে সেঞ্চুরি করেন রোহিত।
ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ভারতীয় ব্যাটার:
৭-রোহিত শর্মা
৬-শচীন টেন্ডুলকার
৪-সৌরভ গাঙ্গুলী
৩-শিখর ধাওয়ান
৩-বিরাট কোহলি
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
২-রোহিত শর্মা (ভারত)
২-বিরাট কোহলি (ভারত)
১-বীরেন্দর শেবাগ (ভারত)
১-ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
১-তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
ওয়ানডেতে সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৪৯-শচীন টেন্ডুলকার (ভারত)
৪৮-বিরাট কোহলি (ভারত)
৩১-রোহিত শর্মা (ভারত)
৩০-রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, আইসিসি একাদশ)
২৮-সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা, এশিয়া একাদশ)
৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
৩১ মিনিট আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
১ ঘণ্টা আগে‘আমাদের এই বাস্তবতা মেনে নিতে হবে এবং এখান থেকে বেরোতে হবে’—ভারী কণ্ঠে পেপ গার্দিওলার বলা এই কথায় বলে দিচ্ছিল সবকিছু। এই সাধারণ সত্যটা বলতে হয়তো বুক ফেটে যাচ্ছিল ম্যানচেস্টার সিটি কোচের। একটু আগে যেটি হয়েছে, তার জন্য যে মোটেও প্রস্তুত ছিলেন না তিনি!
৩ ঘণ্টা আগে