ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর ২০২৩-এর শেষটা মনে রাখার মতো। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে সব কিছুই ছিল দুর্দান্ত। ২০২৩-এর শেষ ম্যাচে আল নাসরের জার্সিতে গোল করেছেন। এরপর মায়ের জন্মদিনে বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে বছরের শেষটা আরও স্মরণীয় করে রেখেছেন।
২০২৩-এর শেষ দিনে গতকাল ৬৯ বছর পূর্ণ করেন রোনালদোর মা মারিয়া দোলোরেস দোস সান্তোস ভিভেইরোস দা অ্যাভেইরো। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মায়ের ৬৯তম জন্মদিনে রোনালদো পোর্স কেইন্নে গাড়ি উপহার দিয়েছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মারিয়াকে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বিলাসবহুল গাড়ি দেখিয়েছে। গাড়ি দেখে রোনালদোর মা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। পরে মারিয়া গাড়ির চালকের আসনে বসেছেন।
গাড়ি উপহার দেওয়ার ছবি পরে রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। ভাই রোনালদোর এমন কাজে মুগ্ধ হয়ে প্রশংসা ঝরেছে কাতিয়ার কণ্ঠে। সামাজিকমাধ্যমে কাতিয়া বলেন, ‘তিনি (রোনালদোর মা) খুশি হয়েছেন কারণ ছেলে তাঁকে স্মরণ করেছে। উপহারটা কত দামি তা দেখে তিনি (রোনালদোর মা) খুশি হননি। মা-বাবাকে সম্মান করুন। পৃথিবীতে আপনি দীর্ঘায়ু হবেন।’
ক্লাব ক্যারিয়ারে ১০০০ ম্যাচ খেলার কাছাকাছি আছেন রোনালদো। পাঁচ ক্লাব মিলে ৯৯৩ ম্যাচে করেছেন ৭৩৯ গোল। অ্যাসিস্ট করেন ২৩৬ গোলে। গত বছর থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের জার্সিতে ৪৪ ম্যাচে করেছেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। আল নাসরের জার্সিতে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। যা সৌদি ক্লাবটির মেজর কোনো শিরোপা। আল নাসরের আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, স্পোর্টিং সিপির হয়ে খেলেন রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদোর ২০২৩-এর শেষটা মনে রাখার মতো। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে সব কিছুই ছিল দুর্দান্ত। ২০২৩-এর শেষ ম্যাচে আল নাসরের জার্সিতে গোল করেছেন। এরপর মায়ের জন্মদিনে বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে বছরের শেষটা আরও স্মরণীয় করে রেখেছেন।
২০২৩-এর শেষ দিনে গতকাল ৬৯ বছর পূর্ণ করেন রোনালদোর মা মারিয়া দোলোরেস দোস সান্তোস ভিভেইরোস দা অ্যাভেইরো। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মায়ের ৬৯তম জন্মদিনে রোনালদো পোর্স কেইন্নে গাড়ি উপহার দিয়েছেন। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, মারিয়াকে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বিলাসবহুল গাড়ি দেখিয়েছে। গাড়ি দেখে রোনালদোর মা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। পরে মারিয়া গাড়ির চালকের আসনে বসেছেন।
গাড়ি উপহার দেওয়ার ছবি পরে রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। ভাই রোনালদোর এমন কাজে মুগ্ধ হয়ে প্রশংসা ঝরেছে কাতিয়ার কণ্ঠে। সামাজিকমাধ্যমে কাতিয়া বলেন, ‘তিনি (রোনালদোর মা) খুশি হয়েছেন কারণ ছেলে তাঁকে স্মরণ করেছে। উপহারটা কত দামি তা দেখে তিনি (রোনালদোর মা) খুশি হননি। মা-বাবাকে সম্মান করুন। পৃথিবীতে আপনি দীর্ঘায়ু হবেন।’
ক্লাব ক্যারিয়ারে ১০০০ ম্যাচ খেলার কাছাকাছি আছেন রোনালদো। পাঁচ ক্লাব মিলে ৯৯৩ ম্যাচে করেছেন ৭৩৯ গোল। অ্যাসিস্ট করেন ২৩৬ গোলে। গত বছর থেকে আল নাসরে খেলছেন রোনালদো। আল নাসরের জার্সিতে ৪৪ ম্যাচে করেছেন ৩৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে। আল নাসরের জার্সিতে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। যা সৌদি ক্লাবটির মেজর কোনো শিরোপা। আল নাসরের আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, স্পোর্টিং সিপির হয়ে খেলেন রোনালদো।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৬ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৮ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৯ ঘণ্টা আগে